হেলথকেয়ার কোম্পানি প্রাভা হেলথে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ডা. সিমীন এম আখতার নিযুক্ত হয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য হেলথকেয়ার কোম্পানি প্রাভা হেলথে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ডা. সিমীন এম আখতার নিযুক্ত হয়েছেন। প্রাভার প্রতিষ্ঠাতা সদস্য ডা. সিমীন দীর্ঘদিন ধরে অপারেশনাল দক্ষতা এবং চিকিৎসা উৎকর্ষতায় নিজেকে প্রমাণ করেছেন।
২০১৭ সালের মার্চ মাসে প্রাভার সাথে যুক্ত হওয়ার পর থেকে ডা. সিমীন বাংলাদেশের রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবায় প্রাভা হেলথকে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি প্রাভা হেলথের চিফ মেডিকেল অফিসার (সিএমও) হিসেবে কাজ করেছেন, প্রাভাতে তিনি ক্লিনিক্যাল প্রোগ্রাম পরিচালনা করেছেন এবং রোগীর সুরক্ষা ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করেছেন।
ডা. সিমীন নতুন ভূমিকায় প্রাভা হেলথের মেডিকেল সার্ভিস এবং সার্ভিস এক্সিলেন্স বিভাগ পরিচালনা করবেন, যাতে রোগী-সেবার মান ও চিকিৎসার গুণগত মান আরও উন্নত করা যায়। তার নেতৃত্বে প্রাভা হেলথের উদ্দেশ্য হলো আরও ভালো রোগী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদান করা এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানের মানচিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
প্রাভা হেলথের সিইও মোহাম্মদ আবদুল মতিন ইমন, ডা. সিমীনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, রোগীসেবার প্রতি তার নিষ্ঠা অনন্য, রোগীদের যত্ন নেওয়ার ক্ষেত্রে ডা. সিমিনের আন্তরিকতা অন্য কারও সঙ্গে মেলানো যায় না। তিনি শীর্ষ পদে থেকেও ব্যক্তিগত ভাবে রোগীদের খোঁজখবর নেন, যাতে তাদের সমস্যাগুলো যথাযথ ভাবে সমাধান হয়। তিনি আমাদের দলের ঐক্য রক্ষার মূল শক্তি এবং এই পদে তিনি সত্যিই যোগ্য। তিনি আরও বলেন, প্রাভার আগামী উন্নয়ন ধাপে ডা. সিমীনের অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডা. সিমীন এম আখতার বলেন, গত ৮ বছর ধরে প্রাভা হেলথের মতো উদ্যমী একটি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি। এই নতুন ভূমিকা গ্রহণ করতে গিয়ে আমি সম্মানিত বোধ করছি, আবার অন্যদিকে আরও উৎসাহিত যে, এই দারুণ ও মেধাবী টিমের সঙ্গে মিলে কাজ চালিয়ে যেতে পারব, যাতে প্রাভা প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে অগ্রদূত এবং পথপ্রদর্শক হিসেবে তার অবস্থান বজায় রাখতে পারে। তিনি বাংলাদেশে বিশ্বস্ত এবং ভালোমানের স্বাস্থ্যসেবা দেওয়ার প্রাভার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন।
ডা. সিমীনের বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, স্পেন, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যে ৪০ বছরেরও বেশি স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দানের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর আইসিডিডিআরবি (icddr,b)-তে তার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ট্রপিক্যাল মেডিসিন ও হাইজিনে ডিপ্লোমা, মাহিদোল ইউনিভার্সিটি থেকে এমপিএইচ এবং কিংস কলেজ লন্ডন থেকে হিউম্যান নিউট্রিশনে মাস্টার্স ডিগ্রী গ্রহণ করেছেন। এছাড়াও তিনি জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ক্লিনিক্যাল ফেলোশিপ সম্পন্ন করেছেন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হেলথ সায়েন্স ম্যানেজমেন্টে আরও পড়াশোনা করেছেন।
তিনি ব্যাংকক জেনারেল হসপিটাল, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC), এবং এভারকেয়ার গ্রুপে (পূর্বে অ্যাপোলো হসপিটালস ঢাকা) উচ্চ পদে কাজ করেছেন, যেখানে তিনি কোয়ালিটি অ্যাসুরেন্সের জেনারেল ম্যানেজার ছিলেন। এছাড়াও, তিনি হের রয়াল হাইনেস প্রিন্সেস মাহা চক্রি সিরিনথর্ন থেকে "মেডেল অফ অ্যাপ্রিশিয়েশন" পুরস্কার পেয়েছেন।
প্রাভা হেলথ সম্পর্কে
প্রাভা হেলথ বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্ম, যা দেশের মধ্যবিত্ত মানুষের জন্য উচ্চ মানের সেবা প্রদান করে। প্রাভা ক্লিনিক সেবা এবং ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তির মিশ্রণে স্বাস্থ্য সেবা দেয়, যা দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করে পরিবারিক চিকিৎসকের মাধ্যমে।
প্রাভা হেলথ বাংলাদেশের কয়েকটি আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক ল্যাবের একটি, যা দেশের প্রথম রোগী অ্যাপ এবং মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিকস পিসিআর ল্যাব চালু করেছে এবং সারাদেশে ল্যাব সেবা প্রদান করছে।
বিশ্বব্যাপী উদ্ভাবনী কাজের জন্য, প্রাভা ২০২৩ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে গ্লোবাল ইনোভেটর, ২০২১ সালে টেকনোলজি পায়নিয়র, এবং ২০২০ সালে ফাস্ট কোম্পানি ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়া পুরস্কার পেয়েছে। হার্ভার্ড এবং কলম্বিয়া বিজনেস স্কুলও প্রাভাকে তাদের কেস স্টাডিতে অন্তর্ভুক্ত করেছে। ২০২৩ সালে এটি EY এবং হোগান লভেলস থেকে টপ ১০০ মিনিংফুল বিজনেস তালিকায় এসেছে, এবং ২০২৪ সালে TEAMFund থেকে গ্লোবাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে।
মন্তব্য করুন