

রাজধানীর রামপুরা বনশ্রী ব্লক-সি এলাকায় নতুন খাবারপ্রেমীদের গন্তব্য হিসেবে যাত্রা শুরু করল ‘Buc Café’। শনিবার (১৫ নভেম্বর) ব্লকের ৩ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে এক অনাড়ম্বর আয়োজনে ক্যাফেটির উদ্বোধন করা হয়।
নিরিবিলি আবাসিক এলাকার শান্ত পরিবেশে গড়ে তোলা এই ক্যাফে সম্পর্কে উদ্যোক্তারা বলেন, ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে একটি বন্ধুসুলভ মিলনস্থল তৈরির লক্ষ্যেই Buc Café প্রতিষ্ঠা করা হয়েছে।
তারা জানান, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও সৃজনশীলতার সমন্বয়ে ক্যাফেটির নকশা, পরিবেশ ও সেবায় আনা হয়েছে আধুনিকতার ছোঁয়া।
তারা আশা প্রকাশ করেন, তরুণদের মিলনমেলা থেকে শুরু করে পরিবারিক আড্ডা, সব শ্রেণির মানুষের জন্যই ক্যাফেটি হয়ে উঠবে একটি উন্মুক্ত কমিউনিটি স্পেস।
মন্তব্য করুন