মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের উদ্যোগে ‘পর্দা কর্নার’ চালু

পবিপ্রবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘পর্দা কর্নার’ উদ্বোধন। ছবি : কালবেলা
পবিপ্রবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘পর্দা কর্নার’ উদ্বোধন। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘পর্দা কর্নার’ উদ্বোধন করা হয়েছে। পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নির্মিত এ কর্নারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও নারীর মর্যাদা রক্ষার উদাহরণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

এ ছাড়া লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এ উদ্যোগ গ্রহণ করে। সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি জানান, নারী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, ‘আগে ছেলেদের ভিড়ে ক্যাফেটেরিয়ায় বসা অস্বস্তিকর ছিল। এখন পর্দা কর্নারে আমরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে খাবার গ্রহণ করতে পারব।’

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরি করা আমাদের প্রশাসনের অন্যতম লক্ষ্য। এ উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।’

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘একটি আধুনিক বিশ্ববিদ্যালয় তখনই উন্নত হয়, যখন সেখানে ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধা সমুন্নত থাকে। এই ‘পর্দা কর্নার’ নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান ও সহমর্মিতার মানবিক উদাহরণ।’

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘পবিপ্রবি কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়—এটি নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের অঙ্গন। নারী সমাজের অর্ধাংশ; তাদের প্রতি সম্মান প্রদর্শন মানে মানবতার প্রতি সম্মান প্রদর্শন। ‘পর্দা কর্নার’ সেই সম্মান ও মর্যাদার বাস্তব প্রতিফলন।’

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এমন উদ্যোগকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাগত জানিয়েছেন।

অনেকের মতে, এটি শুধু একটি কর্নার নয়—বরং শালীনতা, নৈতিকতা ও বিশ্বাসের সমন্বয়ে নতুন সামাজিক সংস্কৃতির সূচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১০

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১১

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১২

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৩

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৫

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৬

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৭

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৮

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

১৯

স্বর্ণে সর্বোচ্চ দামের নতুন ইতিহাস, ভরি কত

২০
X