চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎবিদ্যুৎস্পর্শে মুজিবুল হক (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কিশোর মুজিবুল হক ওই গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।
প্রতিবেশীরা জানান, মুজিবুল হক বিকালে বাড়িতে টিউবওয়েল পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি করছিল। টিউবওয়েল পাশেই মোটরের বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পর্শ হয়ে আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন