পাকিস্তানের নবাগত অভিনেত্রী আইনা আসিফ। মাত্র ১৬ বছর বয়সেই নিজের ‘পারওয়ারিশ’ নাটকে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে ইতোমধ্যেই জয় করেছেন বহু দর্শক হৃদয়। তবে এবার এই অভিনেত্রীকে দেখা যাবে নতুন আরেকটি নাটকে। শোনা যাচ্ছে, ‘পারওয়ারিশ’ এরপর আইনা আসিফকে দেখা যাবে ‘হাম টিভি’র একটি দীর্ঘ ফরম্যাটের নাটকে। এই নাটকে তার সহঅভিনেতা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রফিক এবং অভিনেত্রী মালিকা কুইল।
বর্তমানে নাটকটির শুটিং চলছে পুরোদমে। এটি খুব শিগগিরই ‘টপ পাকিস্তানি ড্রামা’ চ্যানেলে ‘পারওয়ারিশ’ এর ইউটিউব স্লটে জায়গা করে নেবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি আইনা আসিফ তার শুটিং সেট থেকে আহমেদ রফিকের সঙ্গে একটি মিরর সেলফি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, ‘এর ঠিক আগে তুমুল ঝগড়া হয়ে গেল।’ এই পোস্টটি তাদের নতুন নাটকের রসায়ন সম্পর্কে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে সবার চোখ ‘পারওয়ারিশ’ এর ফাইনাল পর্বের দিকে। এরপরই সবার সামনে আসবে আইনা আসিফের নতুন বড় চরিত্রের ওপর থেকে পর্দা। দেখার বিষয়, এই নতুন নাটক দিয়ে তিনি ‘পারওয়ারিশ’-এর সাফল্যকে ছাপিয়ে যেতে পারবে কিনা।
মন্তব্য করুন