কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:১৬ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনিশ্চিত 

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নৈশভোজে বসছেন ড. ইউনুস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা থাকলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কানাডা সফরে থাকায় এখনো বৈঠকের সময় নির্ধারণ করা যায়নি।

তবে সরকার প্রধানদের বিপক্ষীয় বৈঠক অনিশ্চিত হলেও আজ বুধবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। লন্ডন ও ঢাকার কূটনৈতিক সূত্র কালবেলাকে এসব নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্য কিংস ফাউন্ডেশন এর ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১১ জুন সন্ধ্যায় একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে আর সেখানেই প্রধান উপদেষ্টা যোগ দেবেন এবং সেখানে রাজার সাথে একান্তে আলাপ হবে বলেও জানা যায়।

মূলত ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ড. ইউনুসকে কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-প্রদান করবেন রাজা।

এদিকে গতকাল লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী দেশে না থাকায় বৈঠকের সময়সূচী এখনো অনিশ্চিত। তবে অধ্যাপক ইউনূসের লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল (সূচি) পাওয়া গেলে বৈঠক হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক

অধ্যাপক ইউনূসের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর তার সাথে বৈঠক করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা এবং কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

বিক্ষোভ ও নাগরিক সংবর্ধনা বাতিল

অধ্যাপক ইউনূসের লন্ডন সফর ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা তার অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ করেছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। এই পরিস্থিতির কারণে প্রবাসীদের সঙ্গে ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থন

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। এই সফরে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের কাছে সরকারের সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরবেন। সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফর যাবেন স্থির করলেও এই সফরটিকে সরকারি সফর হিসেবে গণ্য করা হচ্ছে। তাই ড. মুহাম্মদ ইউনুসের সফরটিকে গুরুত্বপূর্ন করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইচ্ছে অনুয়ায়ী গুরুত্বপূর্ন বৈঠকগুলো নির্ধারিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১০

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১১

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১২

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৩

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৪

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৫

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৬

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৭

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৮

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৯

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

২০
X