গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস হলেন এই মাটির বিশ্ববরেণ্য সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। মঙ্গলবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে সারাবিশ্বে তুলে ধরছেন, দেশের মুখ উজ্জ্বল করছেন, দেশের জন্য খ্যাতি-সম্মান বয়ে আনছেন। আর ওনাকে প্রতিনিয়ত অপমানিত করছে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। এভাবে চলতে পারে না। আমি ব্যক্তিগত ও দলীয়ভাবে তা মেনে নিতে পারি না এবং আর তা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, ড. ইউনূস আগামীর বাংলাদেশ এবং সর্বজনশ্রদ্ধেয় গ্রহণযোগ্য ব্যক্তি। তাই তার উত্তরোত্তর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি অনেক পরাশক্তিও তার পিছনে ষড়যন্ত্র করছে। একনায়কতান্ত্রিক ও স্বৈরাচারী কিছু বামপন্থি পরাশক্তি রাষ্ট্রের রোষানলের শিকারও আজ ড. ইউনূস। এরা চায় না- ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধার, মানবিকতার ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলুক।
গণঅধিকার পরিষদের এই আহ্বায়ক বলেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন শ্রেষ্ঠ সন্তান। সরকারের আদালতকে ব্যবহার করে তার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা বিষয়ে আনীত মিথ্যা অভিযোগের ব্যাপারে জাতি হিসেবে আমরা লজ্জিত, বিরক্ত এবং হতবাক। অথচ বর্তমান সরকারের চীন, রাশিয়া ও ভারতপন্থি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধসিয়ে দিয়েছে। আজ দেশের অর্থনীতি ভঙ্গুর।
রেজা কিবরিয়া বলেন, কিছুদিন আগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, সরকারের ছত্রছায়ায় এস আলম গ্রুপ দেশ থেকে ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বেক্সিমকো গ্রুপ বিশেষ বিবেচনায় ২২ হাজার কোটি টাকা ব্যাংক লোন নিয়ে দেশের অর্থনীতি ধসিয়ে দিয়েছে। অথচ এসবের বিরুদ্ধে কোনো তদন্ত নেই, বিচার নেই, দোষীদের গ্রেপ্তার নেই। আর এসব লুটপাটের ব্যাপারে দেশের আদালত অবগত আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ড. ইউনূসের মতো একজন বিখ্যাত সজ্জন ব্যক্তিকে হেনস্তা করা বন্ধ করুন, মামলাবাজি বন্ধ করুন। অন্যথায় গণঅধিকার পরিষদ দেশবাসীকে সাথে নিয়ে ড. ইউনূসের সম্মান রক্ষায় দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন দলটির এই আহ্বায়ক।
মন্তব্য করুন