গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (একাংশ)।
একই সঙ্গে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাতে এক বিবৃতিতে এনডিপির (একাংশ) চেয়ারম্যান কে এম আবু তাহের অন্তর্বর্তী সরকার ও পুলিশ প্রশাসনের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, গণতন্ত্রের পথচলায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিচার নিশ্চিতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে।
আবু তাহের বলেন, এনডিপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, অন্যায়ের সঙ্গে কখনো আপস করে না।
মন্তব্য করুন