কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০১:১০ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মৌচাক ও মালিবাগে বারবার পুলিশি বাধার মুখে পড়েও ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার (৯ অক্টোবর) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ কাঁচাবাজার থেকে শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা।

মিছিল-পরবর্তী সমাবেশে ড. হেলাল উদ্দিন বলেন, বিগত ৭৫ বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ১৯৪৮ সাল থেকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের আবাস ভূমি জবরদখল করে তাদের বাস্তুচ্যুত এবং তাদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাস চালাচ্ছে। মুক্তিকামী সাধারণ ফিলিস্তিনীদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে।

স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডের বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেয়। এর ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। অব্যাহত বিমান হামলা চালিয়ে তারা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং শত শত নিরীহ সাধারণ মানুষকে শহীদ করে। আমরা বাংলাদেশের শান্তিকামী মুসলিম জনতার পক্ষ থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের এই নির্মম আগ্রাসনের জোরালো প্রতিবাদ জানানো এবং নিপীড়িত ফিলিস্তিনের মানুষের পাশে প্রয়োজনীয় সহযোগিতার হাতকে সম্প্রসারিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর ইসরায়েলের আগ্রাসী হামলা বিশ্ব মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছে। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েলিরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনকানুন ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ এবং জাতিসংঘ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন থামাতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে।

বর্তমানে বিশ্ববাসীর কাছে এ কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে যে, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য তিনি ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম দেশগুলোর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীতে আজ কোথায় কী

১০

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

১১

ডিভিশনাল ম্যানেজার পদে চাকরি দিচ্ছে মিনিস্টার

১২

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

১০ কিলোমিটার হেঁটে মাঠে যাওয়া রিয়ানের পাশে ডিসি

১৫

৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ মটরস

১৭

কম দামে দুধ বিক্রি করে আলোচনায় খামারি জামান

১৮

সচল নেই রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও

১৯

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

২০
X