জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সুনীল শুভরায়কে দলের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের অনুমোদনক্রমে দলের নবনিযুক্ত মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ এই নিয়োগ দেন।
এতে বলা হয় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় পার্টির মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন থেকে জাতীয় পার্টির প্রেস ও মিডিয়া সম্পর্কিত সকল দায়িত্ব নবনিযুক্ত মুখপাত্রের ওপর ন্যস্ত করা হলো।
চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে এই নিয়োগ ঘোষণার পর থেকেই কার্যকর বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন