জমির বিরোধের জেরে মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ, নিহত ১১
নাইজেরিয়ার একটি মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করেছেন এক দুর্বৃত্ত। এতে পুড়ে গিয়ে অন্তত ১১ মুসল্লি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার (১৫ মে) বুধবার দেশটির ক্যানোর গেজাওয়ায় ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে। খবর বিবিসি অনলাইনের।  বিবিসি জানিয়েছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় এক ব্যক্তি মসজিদের ভেতরে পেট্রোল ঢেলে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। পরে আগুন দেন। এ সময় প্রায় ৪০ জন মুসল্লি মসজিদটির ভেতর আটকা পড়েন। বাসিন্দাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অগ্নিসংযোগের পরই মুহূর্তের মধ্যে মসজিদটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকে পড়া মুসল্লিরা তালা খোলার চেষ্টায় ব্যর্থ হয়ে আর্তচিৎকার করছিলেন। একই মসজিদে বিস্ফোরণও হয়। বিস্ফোরণের শব্দ শোনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালায়। এক বিবৃতিতে দেশটির পুলিশ বলছে, খবর পেয়ে ক্যানো শহর থেকে তাৎক্ষণিকভাবে বোম্ব বিশেষজ্ঞসহ উদ্ধারকারীদের পাঠানো হয়। পরে পুলিশ নিশ্চিত করেছে এই হামলায় কোনো বোমা ব্যবহার করা হয়নি। ক্যানোর ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে তাদের খবর দেওয়া হয়নি। যদিও পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ক্যানোর ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেছেন, স্থানীয়রা আগুন নেভানোর পর তাদের খবর দেওয়া হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত মানুষ তাদের খবর দেয়। কিন্তু এবার আগুন নিভিয়ে স্বাভাবিক অবস্থা আসার পর ঘটনাস্থল থেকে তাদের খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন আটক ব্যক্তি স্বীকার করেছেন যে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিভিন্ন সম্পদ নিয়ে দ্বন্দ্ব থেকে তিনি এই ঘটনা ঘটান। তার দাবি, কয়েকটি পরিবারের কিছু সদস্য ভেতরে ছিলেন যাদের লক্ষ্য করে তিনি এই ঘটনা ঘটান। স্থানীয় পুলিশ প্রধান উমার সান্দা ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, অগ্নিসংযোগের এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা নেই। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তিকে আমরা আটক করেছি। ঘটনা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। এদিকে হামলার পরপরই এক মুসল্লি নিহতের কথা বলা হয়েছিল। আর আহতদের উদ্ধার করে ক্যানোর মুরতালা মুহাম্মদ বিশেষায়িত হাসপাতলে নেওয় হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাকিরা মারা যান। 
২ ঘণ্টা আগে

নির্বাচনী শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে দুর্ঘটনার শিকার হয়ে ইয়াসিন আহমেদ সজল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার শিদলাই ইউনিয়নের উত্তর শিদলাই এলাকার আবদুল আলীমের ছেলে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুক সরকারের সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন ইয়াসিন। পরে শোডাউনটি উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় পৌঁছলে ইয়াসিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, শোডাউনে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
৯ ঘণ্টা আগে

লুডু খেলতে নিষেধ করায় প্রাণ গেল কিশোরের
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় লুডু খেলতে নিষেধ করায় বন্ধুদের এলাপাতাড়ি পিটুনিতে এক কিশোর নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার রাজাপুর গ্রামের দক্ষিণপাশে থাকা কবরস্থান সংলগ্ন চত্বরে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম আকিব শাহ (১৪)। সে উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা কৃষক কামরুল হাসানের ছেলে। সে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিহত কিশোরের বাবা বাদী হয়ে একই গ্রামের শাহ জাহান কবীরের ছেলে ইনসান (১৯), আলী হোসেনের ছেলে অন্তর শাহ (১৯), শান্ত মিয়ার ছেলে নাজমুল হোসেন (২০) ও সাইকুল  ইসলামের ছেলে রায়হান মিয়া (১৯) এই ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের দক্ষিণ পাশে থাকা গ্রামবাসীর কবরস্থান রয়েছে। রাজাপুর গ্রামের ইনসান, অন্তর, নাজমুল, রায়হানের সঙ্গে একই গ্রামের আকিবের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই চারজন বসে রাজাপুর কবরস্থান চত্বরে বসে লুডু খেলছিল। এ সময়  আকিব সেখানে গিয়ে লুডু খেলতে নিষেধ করায় তাকে তারা গালমন্দ শুরু করে। একপর্যায়ে তারাসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আকিব শাহকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারলে আকিব ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।  দুজন শিশু ঘটনাটি দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাচ্ছে দেখতে পায়। পরে আকিবকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি মো.শামসুদ্দোহা জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিন রাতেই এই ৪ জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মামলার এজাহারে এই ৪ জনকে প্রাপ্ত বয়স্ক দেখানো হলেও জন্মনিবন্ধন অনুযায়ী তাদের বয়স ১৮ এর নিচে রয়েছে। যেহেতু ওই চারজন প্রাপ্ত বয়স্ক নয়, তাই সংঘাতে জড়িত শিশু হিসেবে তাদেরকে থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হবে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে

ফিলিস্তিনিদের হামলায় পর্যুদস্ত ইসরায়েল, ১২ সেনা নিহত
গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বুধবার (১৫ মে) এক জটিল অপারেশনে ইসরায়েলের ১২ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আল কাসেম ব্রিগেড জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলের ১২ সেনাকে হত্যা করেছে।  গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে আল কাসেম যোদ্ধারা ইয়াসিন ১৫০ শেল দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করেছে। এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়। এ ছাড়া তখন ইসরায়েলের মারকাভা ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে এ অভিযানে ইসরায়েলের ১২ সেনা নিহত হন। এর আগে জাবালিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসেম ব্রিগেড। জাবালিয়ায় এ অভিযানে দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়।  এরও আগে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানায়, উত্তর গাজায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে তুমুল লড়াই হচ্ছে। এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েলের ৫ সেনা হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন সেনা। তাদের অবস্থা গুরুতর। বুধবার এ ঘটনা ঘটে। আইডিএফ এ ঘটনার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী করেনি। তবে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আইডিএফের ট্যাংক থেকে ভুল লক্ষ্যে ছোড়া গোলায় তারা নিহত হন। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
২০ ঘণ্টা আগে

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত
কুমিল্লার সদরে ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রাখে রসুলপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার রসুলপুর স্টেশনের কাছে ঢাকামুখী চট্টগ্রাম এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত হয়। মীম আক্তার রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।  স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে ট্রেন আসতে দেখে লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে মিম। কিন্তু মিমের দাঁড়িয়ে থাকা লাইন ছিল ট্রেনের গতিপথ। এতে দ্রুতগামী ট্রেনটি মিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা আরও জানান, রসুলপুর রেলস্টেশনের পাশে লেভেল ক্রসিংটিতে নিরাপত্তা গেট নেই। যে কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া রেললাইনের এক পাশে স্কুল থাকায় প্রতিদিন লেভেল ক্রসিং দিয়ে শিক্ষার্থীরা যাতায়াত করে। নিরাপত্তাবেষ্টনী না থাকায় শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে পারাপার হয়।  কুমিল্লা কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহানগর প্রভাতী ট্রেন দাঁড় করিয়ে রাখে। পরে প্রশাসনের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রেনে কাটা পড়েই মীম নিহত হয়েছে।
২৩ ঘণ্টা আগে

ভেকুর নিচে চাপা পড়ে যুবক নিহত
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভেকু মেশিনের নিচে চাপা পড়ে রিফাত ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) ভোরে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত ইসলাম দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শিকারপুর এলাকার বাসিন্দা। তিনি ভেকু মেশিন চালক ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাতে দেবীগঞ্জ থেকে ট্রাকে করে ভেকু মেশিন নিয়ে টেপ্রীগঞ্জ ইউনিয়নের নগরপাড়ায় যাচ্ছিল ট্রাকচালক। মন্ডল পাড়া এলাকায় পৌঁছলে ট্রাকটি মাটির রাস্তায় আটকে যায়। এ সময় ট্রাকে থাকা ভেকু মেশিন দিয়ে ট্রাকে ধাক্কা দেওয়ার সময় মেশিনটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ভেকু মেশিনের চালক ছিটকে ভেকুর নিচেই চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকচালক ঘটনাটি নিহতের পরিবারকে জানিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা ভেকু মেশিন ও মরদেহ উদ্দার করে। দেবীগঞ্জ থানার উপপরিদর্শক মো. ফারুক রানা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৬টার সময় আমরা দুর্ঘটনার খবর পাই। ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় ভেকুর নিচে চাপা পড়া মরদেহটি উদ্ধার করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভেকু মেশিনটি পরিবহন করা গাড়িটি ঘটনাস্থলে ছিল না। দুর্ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬ মে, ২০২৪

গাজায় তীব্র লড়াই, ৫ ইসরায়েলি সেনা নিহত
গাজায় যুদ্ধে ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলাকালে একটি এলাকায় তারা প্রাণ হারান। তবে কাদের হামলায় সেনারা নিহত হলেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আলজাজিরা জানায়, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) একটি পোস্ট দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, উত্তর গাজায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে তুমুল লড়াই হচ্ছে। এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েল ৫ সেনা হারিয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা গুরুতর। বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আইডিএফ নির্দিষ্ট করে কাউকে দাবি করেনি। তবে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম দাবি করছে, আইডিএফের ট্যাংক থেকে ভুল লক্ষ্যে ছোড়া গোলায় তারা নিহত হন।  নিহতদের চারজন সার্জেন্ট এবং একজন ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত ছিলেন। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই প্যারাসুট ব্রিগেডের সদস্য ছিলেন। এদিকে রাফায়ও তীব্র লড়াই হয়েছে। মঙ্গলবার সেখানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত সপ্তাহে গাজার সর্ব দক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। সোমবার পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর অফিসিয়াল হিসাবে গাজায় চলমান স্থল অভিযান শুরুর পর ২৭২ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৭৪ সেনা। এর সঙ্গে গত দুই দিনের নিহতের সংখ্যা যোগ হবে। অপরদিকে গাজাবাসীর জন্য আরও একটি সুখবর আছে। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ ত্রাণবাহী জাহাজটি ইতিমধ্যে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় ১০০ টন সাহায্যের ব্রিটিশ চালানটি যত দ্রুত সম্ভব গাজায় পৌঁছবে। জাহাজটি গাজা উপকূলে মার্কিন সামরিক বাহিনী দ্বারা নির্মিত অস্থায়ী বন্দরে ভিড়বে। এটিই হবে বন্দরটিতে ভেড়া প্রথম কোনো জাহাজ।
১৬ মে, ২০২৪

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এ ঘটনা ঘটছে। নিহত আছকির মিয়া হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামের বাসিন্দা। আহতের নাম আছকন মিয়া। স্থানীয়রা জানান, রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়াদের সঙ্গে মিছির উল্ল্যাহদের বিরোধ চলছিল। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ। এ সময় আছকির মিয়া বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে তাদের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এ সময় মিছির উল্ল্যাহ পক্ষের লোকজনের লাঠির আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মে, ২০২৪

লিফট ছিঁড়ে নিহত ১, আটকা ১৪
ভারতের রাজস্থানের তামার খনিতে লিফট ছিঁড়ে একজন নিহত হয়েছেন। আটকা পড়েছিলেন ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ মে) রাতে রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্থান কপার লিমিটেড কোলিহান খনিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই লিফটে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৪ জন পরিদর্শক ছিলেন। জানা গেছে, হিন্দুস্থান কপার লিমিটেডের প্রধান কার্যালয় কলকাতা থেকে পরিদর্শকরা সেখানে যান। তারা দীর্ঘদিনের পুরোনো লিফটটি ব্যবহার করে খনিতে প্রবেশ করেন। ফেরার পথে লিফটি খনির ৫৭৭ মিটার নিচে থাকাবস্থায় হঠাৎ ছিঁড়ে পড়ে। এতে কর্মকর্তারা একে অন্যের ওপর আছড়ে পড়েন। ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। ধাপে ধাপে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদিকে দুর্ঘটনার খবরে রাতেই স্থানীয় কেসিসি হাসপাতালের চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। তাদের সেখানে সার্বক্ষণিক অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। গত সোমবার থেকে ওই খনিতে পর্যবেক্ষণের কাজ চলছিল। তারা কাজ শেষে খনি থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুজ্জার। তিনি বলেন, আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানা গেছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দীর্ঘ চেষ্টার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-এ পোস্ট করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন চিকিৎসা সহায়তাসহ সব ধরনের কাজে খনি কর্তৃপক্ষকে সহায়তা করছে।
১৫ মে, ২০২৪

গোপালগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিতে নিহত ১
গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ওয়াছিকুল ভুইয়া বলে জানা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. জুয়েল সরকার। এ সময় গুলিবিদ্ধরা হলেন- ফরিদ ভুঁইয়ার ছেলে লিয়ন ভূঁইয়া, হেকমত বিশ্বাসের ছেলে মেহেদী বিশ্বাস ও জলিল ভুইয়ার ছেলে ওশিকুল ভুইয়া। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রদিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয় প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থক সিমন ভুইয়া ও মিনহাজ ভূঁইয়ার সঙ্গে পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের কথা কাটাকাটি-হাতাহাতি হয়। তারা একই গ্রামের হিটু ভুইয়ার ছেলে সিমন ভুইয়া ও কালু ভুইয়ার ছেলে মিনহাজ ভূঁইয়া। পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয়। গোপালগঞ্জ জেলা পুলিশের সদর সার্কেল মো. খাইরুল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। এলাকা এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
১৪ মে, ২০২৪
X