ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

লুডু খেলতে নিষেধ করায় প্রাণ গেল কিশোরের

ধর্মপাশা থানা। ছবি : সংগৃহীত
ধর্মপাশা থানা। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় লুডু খেলতে নিষেধ করায় বন্ধুদের এলাপাতাড়ি পিটুনিতে এক কিশোর নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার রাজাপুর গ্রামের দক্ষিণপাশে থাকা কবরস্থান সংলগ্ন চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম আকিব শাহ (১৪)। সে উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা কৃষক কামরুল হাসানের ছেলে। সে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিহত কিশোরের বাবা বাদী হয়ে একই গ্রামের শাহ জাহান কবীরের ছেলে ইনসান (১৯), আলী হোসেনের ছেলে অন্তর শাহ (১৯), শান্ত মিয়ার ছেলে নাজমুল হোসেন (২০) ও সাইকুল ইসলামের ছেলে রায়হান মিয়া (১৯) এই ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি হত্যা মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলা পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের দক্ষিণ পাশে থাকা গ্রামবাসীর কবরস্থান রয়েছে। রাজাপুর গ্রামের ইনসান, অন্তর, নাজমুল, রায়হানের সঙ্গে একই গ্রামের আকিবের বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ওই চারজন বসে রাজাপুর কবরস্থান চত্বরে বসে লুডু খেলছিল। এ সময় আকিব সেখানে গিয়ে লুডু খেলতে নিষেধ করায় তাকে তারা গালমন্দ শুরু করে। একপর্যায়ে তারাসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আকিব শাহকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারলে আকিব ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

দুজন শিশু ঘটনাটি দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাচ্ছে দেখতে পায়। পরে আকিবকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মো.শামসুদ্দোহা জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিন রাতেই এই ৪ জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মামলার এজাহারে এই ৪ জনকে প্রাপ্ত বয়স্ক দেখানো হলেও জন্মনিবন্ধন অনুযায়ী তাদের বয়স ১৮ এর নিচে রয়েছে। যেহেতু ওই চারজন প্রাপ্ত বয়স্ক নয়, তাই সংঘাতে জড়িত শিশু হিসেবে তাদেরকে থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদেরকে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হবে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

এই ফেব্রুয়ারিতে প্রতিটি দিন চারবার, জানুন কারণ

শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

১০

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

১১

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত

১২

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৩

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ ছিল ফেরি, চরম ভোগান্তি

১৪

লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল

১৫

আ.লীগ নেতা তাজুল ইসলাম গ্রেপ্তার

১৬

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ অপহৃত ৩ জনকে উদ্ধার

১৭

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

১৮

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

১৯

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

২০
X