হারে মোস্তাফিজের দায় দেখছেন না চেন্নাই অধিনায়ক
মাত্র কয়েক দিন আগেই আইপিএলে লক্ষ্নৌর মাঠ থেকে হেরে আসতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। ফিরতি ম্যাচে সুযোগ ছিল লক্ষ্নৌকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার, তবে চেন্নাইয়ের ঘরের মাঠে বড় সংগ্রহ করেও হারতে হয়েছে ধোনি-ঋতুরাজদের। দুইশর ওপরে সংগ্রহের পরেও বোলারদের বিশেষ করে বাংলাদেশি মোস্তাফিজুর রহমানের বাজে বোলিং ডুবিয়েছে চেন্নাইকে। তাই অনেকের চোখে এই হারের দায় মোস্তাফিজেরই বেশি, তবে ওই দলের সঙ্গে একমত নন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।  মঙ্গলবার (২৩ এপ্রিল) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হোম টিমের দেওয়া ২১১ রানের লক্ষ্যে পৌঁছাতে শেষ ওভারে লক্ষ্নৌর দরকার ছিল ১৭ রান। চেন্নাইয়ের হয়ে এই রান ডিফেন্ড করার দায়িত্ব দেওয়া হয় এই মৌসুমে চেন্নাইয়ের হয়ে ‍সবচেয়ে বেশি উইকেট শিকার কোরা টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে। তবে চেন্নাইয়ের দেওয়া এই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হন ফিজ। শেষ ওভারে তার করা প্রথম তিন বলেই ওই রান তুলে ফেলেন লক্ষ্নৌর ম্যাচ জয়ের নায়ক মার্কাস স্টয়নিস। এমন হারে স্বাভাবিকভাবেই দোষ পরার কথা বোলারের কাঁধে। তবে চেন্নাই দলপতি ঋতুরাজ সেই কাজ করতে চান না। ম্যাচের শুরুতেই ঋতুরাজের শতকে ২১০ রানের ইনিংস গড়ে চেন্নাই। বড় এই টার্গেটে শুরু থেকেই লক্ষ্নৌকে চেপে ধরে চেন্নাইয়ের বোলাররা। তবে শেষ কয়েক ওভারের চেন্নাইয়ের বোলারদের ছন্নছাড়া বোলিং ম্যাচের নিয়ন্ত্রণ দিয়ে দেয় লক্ষ্নৌর হাতে। বিশেষ করে চিপকে ভালো খেলা মোস্তাফিজ গতকাল হতাশ করেছেন সবাইকে। ফিজের করা শেষ ওভারের প্রথম বলেই ছয় মারেন অজি ব্যাটার মার্কাস স্টয়নিস। দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মারেন। তিন নম্বর বলটি নো করেন মুস্তাফিজ। ফ্রি হিটকে আবার চার বানিয়ে ৩ বল আগেই লক্ষ্ণৌকে ম্যাচ জেতান স্টয়নিস। ৩ ওভার ৩ বলে ৫১ রান দেন বাংলাদেশের এই পেসার। তবে ঋতুরাজ ম্যাচ হারায় মোস্তাফিজের দোষ দেখছেন না। তিনি মনে করেন, এই উইকেটে এই রান ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ হারের পর তিনি বলেন, ‘জাদেজা ৪ নম্বরে ব্যাট করছে। পাওয়ারপ্লের মধ্যেই আমরা দ্বিতীয় উইকেট হারিয়েছিলাম যে কারণে সে (জাদেজা) তখন ব্যাটিংয়ে আসে। এটা আমাদের পরিকল্পনার অংশ। যখনই (দুই) উইকেট পড়বে তখনই জাদেজা আসবে। আমি মনে করি এটা (দলীয় রান) যথেষ্ট নয়। তবে তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে তাদের কৃতিত্ব দিতেই হবে।’ চেন্নাইয়ের বোলারদের ছন্নছাড়া বোলিংয়ের পিছনে শিশিরের দায় দেখছেন দলপতি। তিনি বলেন গতকাল রাতে চিপাকে যথেষ্ট শিশির ছিল। যার প্রভাব পড়েছে খেলায়। ফিল্ডিংয়ে সমস্যা হয়েছে, একই সঙ্গে স্পিনারদেরও বল গ্রিপ করতে বেগ পেতে হয়েছে। তিনি বলেন, 'এই হার হজম করা কঠিন কিন্তু শেষ পর্যন্ত ভালো খেলেছে লক্ষ্ণৌ। ১৩ তম ওভার পর্যন্তও ম্যাচ আমাদের হাতে ছিল। স্টয়নিসকে টুপি খোলা অভিনন্দন। এই ম্যাচে শিশির বড় প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আমরা আরেকটু ভালো করতাম। কিন্তু এটা খেলারই অংশ, যা আপনার হাতে নেই তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।'   
২৪ এপ্রিল, ২০২৪

অধিনায়ক বাবরের বিশ্বরেকর্ড
ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর এক প্রকার বাধ্য হয়েই পাকিস্তান দলের নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। তবে এক সিরিজ পরেই আবারও টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্ব ফেরত পান। আর মেন ইন গ্রিনদের দায়িত্ব ফিরে পেয়েই বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানের সেরা এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের রেকর্ড এবার নিজের করে নিলেন বাবর। রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ২৯ বলে ৩৭ রানের ইনিংসে ফিঞ্চকে ছাড়িয়ে একক ভাবে সিংহাসনে বসেন পাকিস্তান অধিনায়ক। অধিনায়ক হিসেবে বাবরের বর্তমান রান এখন ২২৪৬, ফিঞ্চের রান ২২৩৬। তবে বাবর এই তালিকায় কতদিন শীর্ষে থাকবেন সেই ব্যাপারে সন্দেহ আছে। অধিনায়ক হিসেবে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে থাকা প্রথম পাঁচজনের তিনজনই এখনো দলের নেতৃত্ব দিচ্ছেন। বাবরের পাশাপাশি কেইন উইলিয়ামসন ও ভারতের রোহিত শর্মাও আছেন এই তালিকায়। অধিনায়ক হিসেবে বাবরের ব্যাটিং গড় ৩৭.৪৩, স্ট্রাইক রেট ১২৯.৩০। শীর্ষ পাঁচে থাকা অধিনায়কদের মধ্যে একমাত্র উইলিয়ামসনের স্ট্রাইক রেটই (১২৩.৬১) বাবরের চেয়ে কম। তবে ২০১৯ সালে প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া বাবরের একটা রেকর্ড এখনো অটল। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। এই ফরম্যাটে বাবরের তিনটি শতকই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বাবর যৌথভাবে শীর্ষে আছেন রোহিতের সঙ্গে। আরেকটা জায়গায় অবশ্য বাবরই এগিয়ে। অধিনায়ক হিসেবে তার ৫০ বা এর বেশি রানের ইনিংস ২৩টি। তালিকার দুইয়ে থাকা উইলিয়ামসনের ১৬টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৩৯ ম্যাচে ৮২৬। এ তালিকায় তিনি অবশ্য বেশ পিছিয়ে। কমপক্ষে ১ হাজার রানই আছে ১৭ জনের।  
২২ এপ্রিল, ২০২৪

টুকরো খবর / মিসবাহর পরামর্শ অধিনায়ক বাবরকে
আবার পাকিস্তানের অধিনায়ক হয়েছেন বাবর আজম। দ্বিতীয়বারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর তাকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। বাবর প্রথম পর্বের অধিনায়কত্বে রক্ষণাত্মক মনোভাবের জন্য সমালোচিত হয়েছিলেন। তবে ২০১৯ সালে সাদা বলের নেতৃত্ব পাওয়ার পর ৭২টি টি-টোয়েন্টিতে ৪২টিতে জিতেছিল পাকিস্তান। ওয়ানডেতে ৪৩ ম্যাচের ২৬টিতে জয় পায়। সাদা বলে আবার অধিনায়কত্ব শুরু করেছেন বাবর। তাকে পরামর্শ দিয়ে মিসবাহ বলেছেন, ‘অভিজ্ঞতা সব সময় অধিনায়কত্বের উন্নতি ঘটায়। আর সব সময়ই উন্নতির জায়গা থাকে। বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে। অতীতে যে ভুলগুলো সে করেছে, সেখানে কৌশলগতভাবে তাকে উন্নতি করতে হবে।’ বাবরের প্রশংসা করে মিসবাহ বলেন, ‘বিশ্বকাপের আগে পুরো দলকে সংঘবদ্ধ করে, খেলোয়াড়দের সমর্থন দিয়ে বাবর ভালো করেছে। সঠিক কারণে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো দরকার, ভুল কারণে নয়। এটা বাবরকে শিখতে হবে। দ্বিতীয়ত, কৌশলের দিক থেকে অধিনায়ক হিসেবে তাকে উন্নতি করতে হবে।’
২১ এপ্রিল, ২০২৪

আবার পাকিস্তানের অধিনায়ক বাবর
পাকিস্তান গণমাধ্যমে গত কয়েকদিনের গুঞ্জন, বদল হচ্ছে জাতীয় দলের অধিনায়ক। সত্য হলো গুঞ্জনটি। আবার পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে বাবর আজমকে। আজ রোববার (৩১ মার্চ), পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। গত বছর ভারতের হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়ক থেকে সরে দাঁড়িয়ে ছিলেন বাবর। যদিও দেশটির গণমাধমের দাবি ছিল তাকে সরে যেতে বাধ্য করা হয়। এরপর ঘটা করে শান মাসুদকে টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। বাঁ-হাতি এই ফাস্ট বোলার শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গা নেতৃত্ব দেবেন বাবর। তবে টেস্ট অধিনায়ক হিসেবে ঠিকে গেছেন শান মাসুদ।
৩১ মার্চ, ২০২৪

‘শান্ত অসাধারণ অধিনায়ক হবে’
সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। দুপুরে চট্টগ্রামে পৌঁছে সাগরিকায় দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার কথা রয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের। মাঠে পৌঁছানোর পর অভিজ্ঞ অলরাউন্ডারকে বরণ করে নিয়েছেন তিন সংস্করণের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কয়েক সপ্তাহ আগেই সাকিবের জায়গায় তিন সংস্করণের অধিনায়কত্ব পেয়েছিলেন শান্ত। অল্প সময়েও ভালো কিছু সাফল্যের দেখা পাওয়া শান্তকে ঘিরে বড় আশার কথা শোনালেন সাকিব। গতকাল সকালে উত্তরায় সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন, শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় শান্তর দল। অধিনায়ক শান্তকে কেমন দেখছেন প্রশ্নে সাকিব বলেন, ‘খুবই দ্রুত হয়ে যাবে (অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করা)। আমি নিশ্চিত, বিসিবি ওকে (শান্ত) লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা খুব ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে, যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে।’ সতীর্থ, বোর্ড, কিংবা ভক্ত-সমর্থকদের সমর্থন থাকলে শান্তও সাফল্য পাবেন জানিয়ে তিনি বলেন, ‘সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজেই ছুটিতে ছিলেন সাকিব। তবে টেস্টে দলের প্রয়োজনে ফিরতে হয়েছে তার। ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকবে কি না প্রশ্নে সাকিবের উত্তর, ‘কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’ প্রথম টেস্ট হারের পর এখন সাকিবদের লক্ষ্য থাকবে জেতার, ‘আশা তো সবসময় করি যেন জিতি। টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি। আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি যে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’ সাকিব ফেরার পর সেটা হবে না তা দেখা যাবে চট্টগ্রাম টেস্টে।
২৯ মার্চ, ২০২৪

আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন বাবর
বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল ক্রিকেট বোর্ড বলে পরিচিতি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হুটহাট নেওয়া সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেটে বেশ আলোচিত-সমালোচিত নাম হিসেবেই ধরা যায় তাদের। পিসিবির খোদ চেয়ারম্যান থেকে শুরু করে নির্বাচক কিংবা কোচ সবার পদই যেকোন সময় পরিবর্তন আসতে পারে। একই কথা প্রযোজ্য দেশটির ক্রিকেট দলের অধিনায়কের ক্ষেত্রেও।    গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে বাবর আজমকে এক প্রকার জোড় করেই সরিয়ে দেয় পিসিবি। শাহিন শাহ আফ্রিদির হাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়ে বাকি দুই ফরম্যাটের দায়িত্ব চলে যায় শান মাসুদের হাতে। তবে আবারও নাকি বাবরে ফিরতে চাচ্ছে পিসিবি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের এমনটাই দাবি। ভারতে আয়োজিত বিশ্বকাপে বাবরের নেতৃত্বেই খেলে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। সমর্থক তথা বোর্ডের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এই ব্যাটারকে। এরপরই জাতীয় দলে সব ধরনের ফরম্যাট থেকে একপ্রকার জোর করেই নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য নেন বাবর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বর্তমান শাহিন শাহ আফ্রিদির গত কয়েকটি ম্যাচের পারফরম্যান্সের পর বোর্ড বুঝতে পেরেছে, নেতা হিসেবে বাকিদের থেকে এগিয়ে বাবরই। তবে বাবর এখনও পিসিবিকে ‘সবুজ সংকেত’ দেয়নি বলেই খবর। ধারণা করা হচ্ছে, বোর্ডের তরফ থেকে তিনি একাধিক বিষয়ে নিশ্চয়তা চাইছেন। শর্ত পূরণ হলে তবেই আবার অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন বাবর। শোনা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের জন্য সাবেকদের পরামর্শ নিচ্ছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সূত্রেই নাকি আবারও অধিনায়ক হিসেবে ওঠে এসেছে বাবর আজমের নাম। অবশ্য পাকিস্তানের নেতৃত্বে বাবর এলে নতুন করে সমস্যা বাড়তেও পারে। সম্প্রতি অবসর ভাঙার ঘোষণা দিয়েছেন পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার মোহাম্মদ আমির। এরই মধ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের অনুশীলন ক্যাম্পেও রাখা হয়েছে তাদের। এ দুজনের সঙ্গে সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয় বাবরের। সেক্ষেত্রে কেমন কি হতে পারে তা নিয়েও হয়তো ভাবনাচিন্তা চলতে পারে।
২৭ মার্চ, ২০২৪

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে বৈঠক
নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবি কর্তৃক বিএসএফের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সীমান্ত, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ বিজিবি-বিএসএফ বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারে ১৬৪ শীতল মাঠ ক্যাম্প এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবির আহ্বানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি, অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। অপর দিকে ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটানিয়নের কমান্ড্যাট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।  এ সময় সৌজন্য সাক্ষাৎ এ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পত্নীতল ব্যাটালিয়ন (১৪বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে সু-সমন্বয় ও দ্বি-প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ২ বছরে সীমান্তে কোনো ধরনের অনাকাক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে, সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসঙ্গে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়।  উল্লেখ্য ১৪ বিজিবির বর্তমান অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি এই ব্যটালিয়নে যোগদানের পর থেকে সীমান্ত অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখায় বর্তমানে সীমান্ত এলাকা অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করছে বলে সীমান্তে বসবাস কারীরা জানান এবং বিজির উল্লেখযোগ্য অভিযানের কারণে সীমান্তে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব অনেকটাই কমে যাওয়ায় উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিজিবির ভূয়সী প্রশংসা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ সুধীমহল।
২৩ মার্চ, ২০২৪

দুই ম্যাচ নিষিদ্ধ লঙ্কান অধিনায়ক
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি মিস করবেন লঙ্কান অধিনায়ক। রোববার (২৫ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে সমালোচনা করার দায়ে ওয়ানিন্দু হাসারঙ্গাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আফগানিস্তান ম্যাচের আগেই হাসারাঙ্গার নামের পাশে দুই ডিমেরিট পয়েন্ট ছিল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন লঙ্কান লেগ স্পিনার। এমন আচরণের কারণে আইসিসির আচরণ বিধির ২.১৩ ধারা লঙ্ঘন করেন হাসারঙ্গা। সেদিনের ঘটনায় আরও ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন লঙ্কান অধিনায়ক। আর তাতে দুই টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষেধাজ্ঞা পান তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার ৫টি ডিমেরিট পেলে শাস্তি হিসেবে ২ ম্যাচ নিষিদ্ধ হন। সেক্ষেত্রে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয় সংশ্লিষ্ট ক্রিকেটার। তবে তিন ফরম্যাটে যে খেলা আগে থাকে, সেখান থেকে নিষিদ্ধ হবেন শাস্তি পাওয়া ক্রিকেটার। এর আগে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ম্যাচশেষে আম্পায়ার লিন্ডন হ্যানিব্যালের একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হন হাসারাঙ্গা। কামিন্দু মেন্ডিসের প্রায় কাঁধ বরাবর ‘বিমার’ ডেলিভারি করেন আফগান পেসার ওয়াফাদার মোমান্দ। কিন্তু সেটা ‘নো’ ঘোষণা না করে বৈধ বল দেন হ্যানিব্যাল। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন হাসারাঙ্গা। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।  
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

অধিনায়ক হয়েই ফিরছেন পান্ত
২০২২ সালের ডিসেম্বরে ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশাভ পান্ত। প্রায় দেড় বছর ধরে ক্রিকেটের বাইরে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। দীর্ঘ বিরতির পর আসন্ন আইপিএল দিয়েই আবারও মাঠে ফিরছেন বাঁহাতি ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের দিল্লির অধিনায়ক হয়ে মাঠ মাতাবেন পান্ত। আইপিএলের প্রথম কিছু ম্যাচে কিপিং করবেন পান্ত। শুধু ব্যাটিং ও নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৭ বছর বয়সী তারকাকে। শারীরিক অবস্থার বুঝে কিপিং করতে পারেন টুর্নামেন্টের শেষ দিকে। ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে এমনটায় জানিয়েছেন দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল। রিশাভ পান্তের আইপিএলে খেলার বিষয়টি এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে মাঠে নামার অনুমতি পাবেন দিল্লি অধিনায়ক। তবে টুর্নামেন্টের এক মাস বাকি থাকায় পান্তকে নিয়ে আশাবাদী দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি ও কোচ রিকি পন্টিং। দুজনই প্রিয় তারকাকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনার ছক কষছেন।  ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পান্ত। সেখানে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ২৬ বছর বয়সী ব্যাটার। সেখানে বেশ স্বস্তিতে ব্যাটিং করছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল বলেন, ‘রিশাভ এখন ব্যাটিং করছে, রানিং করছে। উইকেটকিপিংও শুরু করেছে। আইপিএলের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। রিশাভ আইপিএলে খেলবে এবং প্রথম ম্যাচ থেকেই নেতৃত্ব দেবে বলে আশা করছি।’ ২০২২ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে সবশেষ মাঠে নামেন পান্ত। মিরপুর টেস্টের ৫ দিন পর উত্তরাখন্ডের রুর্কিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন দিল্লি অধিনায়ক। সে যাত্রায় প্রাণে বেঁচে যান পান্ত। তবে পিঠে ও মাথায় প্রচণ্ড আঘাত পান ভারতীয় উইকেটকিপার। কয়েক দফায় অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন পান্ত।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

নাজমুল শান্ত তিন ফরম্যাটেই অধিনায়ক
তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিলেন সাকিব আল হাসান। তার জায়গায় আগামী এক বছর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে বদলে ফেলা হয়েছে বহুল আলোচিত মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। নতুন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। আগামী দুই বছর জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। ঠিক আট মাস পর হলো বহুপ্রতীক্ষিত বিসিবির পরিচালনা পর্ষদের সভা। দুপুর থেকেই বিসিবিতে সংবাদকর্মীদের ভিড় বাড়তে থাকে। লম্বা সময় পর হওয়ায় বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রধান নির্বাচক ও জাতীয় দলের অধিনায়ক পরিবর্তন। সাড়ে ৩টায় শুরু হয়ে প্রায় ৪ ঘণ্টার মতো হয়েছিল সভা, যেখানে সবার সম্মতিতে গাজী আশরাফকে প্রধান নির্বাচক করা হয়। আর সাকিবের জায়গায় অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ২০২২ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক হয়েছিলেন সাকিব। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক থাকার কথা ছিল তার। এ ছাড়াও সর্বশেষ এশিয়া কাপের আগে ওয়ানডে সংস্করণের অধিনায়কও করা হয়েছিল বাঁহাতি এ অলরাউন্ডারকে। তবে বিশ্বকাপের পর চোটে পড়ে আর খেলা হয়নি তার। নতুন করে চোখের সমস্যা সৃষ্টি হওয়ায় সব সংস্করণের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন সাকিব। অধিনায়ক পরিবর্তন নিয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনো যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলিটিটা সম্বন্ধে আমরা নিশ্চিত নই।’ বোর্ডের পছন্দের শীর্ষে থাকার পরও সাকিবকে না রাখার ব্যাখ্যা পাপন এভাবে দিলেন, ‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দের অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনো আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত নিতে আর দেরি করতে চাইনি।’ তবে নির্বাচক পরিবর্তন নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন বিসিবির পরিচালকরা। সবার মতামতের ভিত্তিতে লিপুকে প্রধান নির্বাচক করা হয়। গাজী আশরাফ আগেও বিসিবির বিভিন্ন পদে ছিলেন। ২০০৭ সাল থেকে বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন করেন তিনি। ওই মেয়াদে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বেও ছিলেন।
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
X