বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি মিস করবেন লঙ্কান অধিনায়ক।
রোববার (২৫ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে সমালোচনা করার দায়ে ওয়ানিন্দু হাসারঙ্গাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আফগানিস্তান ম্যাচের আগেই হাসারাঙ্গার নামের পাশে দুই ডিমেরিট পয়েন্ট ছিল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন লঙ্কান লেগ স্পিনার। এমন আচরণের কারণে আইসিসির আচরণ বিধির ২.১৩ ধারা লঙ্ঘন করেন হাসারঙ্গা। সেদিনের ঘটনায় আরও ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন লঙ্কান অধিনায়ক। আর তাতে দুই টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষেধাজ্ঞা পান তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো ক্রিকেটার ৫টি ডিমেরিট পেলে শাস্তি হিসেবে ২ ম্যাচ নিষিদ্ধ হন। সেক্ষেত্রে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করা হয় সংশ্লিষ্ট ক্রিকেটার। তবে তিন ফরম্যাটে যে খেলা আগে থাকে, সেখান থেকে নিষিদ্ধ হবেন শাস্তি পাওয়া ক্রিকেটার।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ম্যাচশেষে আম্পায়ার লিন্ডন হ্যানিব্যালের একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হন হাসারাঙ্গা। কামিন্দু মেন্ডিসের প্রায় কাঁধ বরাবর ‘বিমার’ ডেলিভারি করেন আফগান পেসার ওয়াফাদার মোমান্দ। কিন্তু সেটা ‘নো’ ঘোষণা না করে বৈধ বল দেন হ্যানিব্যাল।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেন হাসারাঙ্গা। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
মন্তব্য করুন