মঞ্চে বিব্রতকর অবস্থায় মাহিরা খান
শাহরুখ খানের বিপরীতে প্রথম সিনেমাতেই বেশ আলোচিত হন মাহিরা খান। দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় মাহিরা খানকে আর দেখা যায়নি বলিউডে। তাতে অবশ্য তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুও। দুদেশেই তিনি সমানতালে জনপ্রিয়। তবে এবার দর্শকের ভালোবাসার কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হলো তাকে। বিভিন্ন সময়ে তারকাদের দেখতে পেলে অনেক ভক্তই তাদের কাছাকাছি যেতে চায়। তাদের সঙ্গে ছবি তুলতে চায়। এমনকি ছুঁয়েও দেখতে চায়। অনেক সময় তাদের আবার অনুরাগীদের বাড়তি ভালোবাসার কারণে নানা রকমের অপ্রীতিকর পরিস্থিতিরর সম্মুখীন হতে হয়। অপ্রীতিকর এমন এক ঘটনার মুখোমুখি হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি মাহিরা দেশটির এক সাহিত্যসভায় যোগ দিয়েছিলেন। দর্শকের আসন থেকে কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়তে থাকেন। এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যান অভিনেত্রী। বিরক্ত হয়ে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান তিনি। জিনিসপত্র ছোড়াছুঁড়ির ঘটনায় বিরক্ত হয়ে মাহিরা বলেন, ‘এটা কিন্তু গ্রহণযোগ্য নয়।’ এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান তিনি। এ দিনের অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে হতাশার সঙ্গে লেখেন, ‘মঞ্চে অনুষ্ঠান চলাকালীন কোনও কিছুই ছোঁড়া ঠিক নয়। কাগজে মোড়ানো ফুল হলেও তা মঞ্চে ছোঁড়া যায় না। পুরো ঘটনাটা খুব ভুল একটা নজির স্থাপন করেছে, এটা কখনও মেনে নেওয়া যায় না।’ এ কারণে তিনি একটি সিদ্ধান্তও নিয়েছেন। মাহিরা এ দিনের ঘটনার পর ঠিক করেছেন, এই রকম আরও অনুষ্ঠান তিনি করবেন। কারণ হিসাবে মাহিরা বলেন, পাকিস্তানে এমন অনুষ্ঠান অনেক প্রয়োজন। যতবেশি আলোচনা হবে, মানুষ ততবেশি শিক্ষিত ও সচেতন হবে। পাকিস্তানের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার মানসিকার অভাব রয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। 
১৩ ঘণ্টা আগে

এখানে না এলে এই ভালোবাসা অনুভব করা হতো না
অভিনেত্রী তারিন জাহান। চার দশকের বেশি সময় ধরে দেশের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। গত বছর হৃদি হকের ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এ বছরের ২৬ এপ্রিল ‘এটা আমাদের গল্প’ সিনেমা দিয়ে কলকাতায় অভিষেক হয় তার। মানসী সিনহার পরিচালনায় সিনেমায় বাংলাদেশের মেয়ে ‘মিসেস বসু’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তারিন। কলকাতা থেকে মোবাইল ফোনে সিনেমার সফলতা ও কাজের অভিজ্ঞতা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। লিখেছেন মহিউদ্দীন মাহি কালবেলা: টালিগঞ্জে ‘এটা আমাদের গল্প’ সিনেমা দিয়ে অভিষেক হয়ে গেল আপনার। সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। কেমন উপভোগ করছেন? তারিন: এটি আসলেই চমৎকার একটি অভিজ্ঞতা, পাশাপাশি আমার জন্য আবেগের। এমন ভালোবাসা সত্যি আমাকে অভিভূত করছে। এ সিনেমার শুটিং শুরু হয় কভিডের আগে। এমন একটি গল্পে নির্মাতা মানসীদি আমাকে তার প্রথম সিনেমায় কাস্ট করেছেন। এজন্য আমি আসলেই গর্বিত ও আনন্দিত। এখন দর্শকের ভালোবাসায় তা দ্বিগুণ বেড়েছে। কালবেলা: পরপর দুটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। যার দুটিই নারী নির্মাতার সিনেমা। বিষয়টি কেমন লাগছে? তারিন: এটি আসলেই গর্বের বিষয়। বলতে গেলে আমি সত্যিই ভাগ্যবান। মজার বিষয় হলো, তাদের দুজনেরই প্রথম সিনেমায় আমি অভিনয় করেছি। দুটি কাজের অভিজ্ঞতা থেকে আমি একটি কথাই বলতে চাই—মেয়েরা এখন আর পিছিয়ে নেই। তারাও যে দক্ষ, তার প্রমাণই এ দুটি সিনেমা। কারণ হৃদির সিনেমাটি আমি যখন প্রথম করি এবং বড় পর্দায় সেটি যখন মুক্তি পায়, সবার প্রশংসায় আমরা মুগ্ধ হয়েছিলাম। ভালো লাগছিল; সরকারি অনুদানের সিনেমা নিয়ে দর্শকের এমন চাহিদা আসলেই প্রশংসার। কারণ এর আগে সরকারি অনুদানের সিনেমা মানেই দর্শকের মুখ ফিরিয়ে নেওয়া ছিল নিয়মিত ঘটনা। এ সিনেমাটি সেই প্রথা ভেঙে দেশ ও দেশের বাইরে প্রশংসিত হচ্ছে। এরপর মানসীদির ‘এটা আমাদের গল্প’ মুক্তি পেল, যা কলকাতায় দর্শক চাহিদায় এখন রয়েছে সবার ওপরে। অনেক হলো মালিক সিনেমাটি নেওয়ার জন্য নিয়মিত যোগাযোগ করছে বলেও জেনেছি। সবকিছু মিলিয়ে দুর্দান্ত লাগছে। কালবেলা: এ সিনেমাটি নির্বাচনের কারণ কী? তারিন: অবশ্যই এর গল্প। কারণ আমার কাছে যখন গল্পটি আসে তখনো আমি জানতাম না, সিনেমায় কারা অভিনয় করছেন। আমি শুধু গল্প ও চরিত্র দেখেই রাজি হয়ে গিয়েছিলাম। এরপর জানলাম সিনেমার কাস্টিং আরও দুর্দান্ত হয়েছে। কালবেলা: বর্তমানে কলকাতায় আছেন, সেখানে নিয়মিত হল ভিজিট করছেন, যার ছবি আমরা আপনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি। এই অভিজ্ঞতা জানতে চাই... তারিন: এরই মধ্যে আমাদের সিনেমার শো বেড়েছে। এ সপ্তাহে কলকাতায় আরও ১০টি শো বেড়েছে। তাই এখানে নিয়মিতই আমি হল ভিজিটে যাই। যেই অভিজ্ঞতা আমার অভিনয় জীবনের স্মরণীয় হয়ে থাকবে। কারণ এ গরমে দর্শক যেভাবে সিনেমাটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তা আসলেই আনন্দের। এর মধ্যে দুটি অভিজ্ঞতার কথা বলি; আমাদের এ সিনেমা দেখতে চেন্নাই থেকে বিমানে করে দর্শক এসেছেন কলকাতায়। যার সঙ্গে আমার দেখা হওয়ার পর তার অনুভূতি শুনে আমি ইমোশনাল হয়ে পড়ি। এরপর আমাদের স্পেশাল স্ক্রিনিংয়ের আগে জানতে পারি সেখানে বৃদ্ধাশ্রম থেকে ৫০ জন নারী এসেছেন আমাদের ছবি দেখতে। যারা শো শেষ হওয়ার পর অশ্রু মুছতে-মুছতে বের হয়েছেন। এ মুহূর্তগুলোই একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় সফলতা। এর চেয়ে বেশি আর কী চাই একজন শিল্পীর। এখানে এসে আমার হৃদয় জুড়িয়ে গেছে। কালবেলা: আপনার কাছে কোনো কাজে যুক্ত হওয়ার প্রধান কারণ কী? তারিন: আমি যে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগে সেটির গল্প দেখি। কোন চরিত্রে অভিনয় করছি সেটি নিয়ে আমার কখনোই চাহিদা ছিল না। মুখ্য চরিত্রে অভিনয়ের চেয়ে গল্পটাই আমার কাছে বেশি প্রাধান্য পায়। কালবেলা: হলে দর্শক আসছে না। এমন একটি অভিযোগ অনেক দিন ধরেই ঢাকাই সিনেমায় করা হচ্ছে। এর সঙ্গে কি আপনি একমত? তারিন: নাহ। আমিও কখনোই এ অভিযোগের সঙ্গে একমত নই। দর্শকের ঘাড়ে দোষ দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই—ভালো গল্প পেলে অবশ্যই হলে দর্শক যাবে। যেটির প্রমাণ বেশ কিছু সিনেমা এরই মধ্যে দিয়েছে। আমি যদি আমার দুটি সিনেমার কথা বলি, তাহলে এ দুটি সিনেমাই তার প্রমাণ। কালবেলা: কলকাতায় নতুন সিনেমার অফার আসছে? তারিন: হ্যাঁ, নতুন কিছু সিনেমায় কাজের অফার পাচ্ছি। কথা হচ্ছে। সেগুলো কনফার্ম হলেই সবাইকে জানানো হবে। কালবেলা: বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) সঙ্গে আপনার ছবি দেখলাম। তার সঙ্গে কি কথোপকথন হয়েছে? তারিন: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুই বাংলার কিংবদন্তি। তাকে চেনেন না এমন সিনেমাপ্রেমী নেই বললেই চলে। তিনি নিজে থেকে আমাদের সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন এবং আমার অভিনয় নিয়ে কথা বলেছেন। সবকিছুর খোঁজখবর নিয়েছেন। কালবেলা: শেষ প্রশ্ন—কলকাতার দর্শক কি তারিনকে চিনতে পেরেছেন? তারিন: তারা আমাকে আগে থেকেই চিনতেন। কারণ পশ্চিম বাংলায় আমাদের দেশের নাটকের অসংখ্য ভক্ত রয়েছে। যারা নিয়মিত বাংলাদেশের নাটক দেখেন। তাদের মধ্যে একজনের আমার সঙ্গে দেখাও হয়েছে। এক নারী তার মেয়েকে নিয়ে এসেছেন সিনেমা দেখতে। তিনি আমার নাটক আগে দেখেছেন, তাই সিনেমাটি দেখতে এসেছেন। এমন অসংখ্য দর্শকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সবকিছু মিলিয়ে এখানে না এলে এমন ভালোবাসা বুঝতাম না।
১৮ মে, ২০২৪

মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙায় ট্রমায় চলে গিয়েছিলেন এই অভিনেত্রী (ভিডিও)
ভারতীয় বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। দুর্দান্ত অভিনয়, সংলাপ ও নাচের জন্য প্রায় সব বয়সী দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই নায়ক। সিনেমাপ্রেমী তো বটেই, তার প্রতি আসক্ত হয়েছিলেন ভারতীয় সুন্দরী নায়িকাদের অনেকে।  অনেক অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে মিঠুনের। তেমনই একজন হলেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী মমতা শঙ্কর। তাদের বিয়ে হবে-হবে করেও শেষ পর্যন্ত হয়নি। বিয়ের দিন-তারিখও চূড়ান্ত হয়েছিল। এমনকি ছাপানো হয়েছিল কার্ডও। কিন্তু শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়েননি তারা। মিঠুনের সঙ্গে প্রেমে জড়ানোর সময় চন্দ্রোদয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি, যিনি কিনা মমতার বর্তমান স্বামী। তবুও মিঠুনকে মন দিয়েছিলেন মমতা। তবে কেন মিঠুনের সঙ্গে তার ঘর বাঁধা হলো না, সেই গল্প এতদিন আড়ালেই ছিল। শেষমেশ এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন মমতা শঙ্কর। মমতা জানান, ‘মৃগয়া’ সিনেমা করতে গিয়ে মিঠুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।  কীভাবে যে মন দেওয়া-নেওয়া হলো ওই বয়সে তা বুঝে উঠতে পারেননি মমতা।  তবে চন্দ্রোদয়ের সঙ্গে কমিটেড থাকায় মিঠুনের সঙ্গে প্রেমের আবেগকে প্রশ্রয় দিতে বেশ ভাবনা-চিন্তা করেছেন এই অভিনেত্রী।  তবুও মন ফেরাতে পারেননি মিঠুনের দিক থেকে। তখন অবশ্য মিঠুনের পায়ের তলার মাটি শক্ত হয়ে ওঠেনি। ক্যারিয়ার গোছাতে বেশ কাঠখড় পোড়াচ্ছিলেন এই নায়ক।  সবে একটি-দুটি করে সিনেমার কাজ পেতে চলেছেন তিনি।  তাই মিঠুনের মন পড়েছিল ক্যারিয়ারের দিকেই। বিয়ে নিয়ে ভাবছিলেন না তিনি।  তাই দিনক্ষণ পাকা হওয়ার পরও তখন বিয়েটি দুবছর পেছানোর আবদার করে বসেন মিঠুন। বিয়ে থেকে নিজেকে পিছিয়ে নেওয়ায় বেশ আঘাত পেয়েছিলেন অভিনেত্রী মমতা। ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন তিনি। কারণ দুই পরিবারই চাইছিল তারা গাঁটছড়া বাঁধুক। পরে মিঠুনের এমন প্রত্যাখ্যান মেনে নেন অভিনেত্রী। ধীরে ধীরে সামলে নেন নিজেকে। অভিনেত্রীর ভাষ্য, আলোচনা করে বিয়ে ঠিক হলেও বিয়ের ঠিক আগ-আগ বদলে যায় পরিস্থিতি। মমতার পরিবার চাইছিল মিঠুনের সঙ্গে বিয়ে না হওয়ার বিষয়ে সিনেমাপাড়ায় যেন কোনো গসিপ না হয়।  তাই বিষয়টি চেপে যান মমতা।  মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার পর চন্দ্রোদয়ের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। অন্যদিকে মিঠুন বিয়ে করেন হেলেনাকে।  বিয়ের পর মিঠুন-মমতার যোগাযোগ দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিল। তবে এখন তারা খুব ভালো বন্ধু।  দুই পরিবারের সদস্যদের মধ্যেও খুবই ঘনিষ্ঠ সম্পর্ক।  এমনকি দীর্ঘ ৪৭ বছর পর প্রজাপতি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন মিঠুন-মমতা। দুবছর আগে মুক্তি পেয়েছে সিনেমাটি।
০৬ মে, ২০২৪

হাসপাতালে ভর্তি অভিনেত্রী রোজা খন্দকার
শরীরে জ্বর নিয়ে অভিনেত্রী রিমু রোজা খন্দকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর তার শরীরে আরও বিভিন্ন ধরনের রোগের অস্তিত্ব খুঁজে পায় চিকিৎসকরা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।  রিমু রেজার অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তার সহকর্মী অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। তিনি জানান   ‘রিমু অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। তার শরীরে ইনফেকশন হয়েছে। শরীরে এখনো জ্বর আছে। পেটও ফুলে আছে। এ ছাড়া ফিস্টুলারও সমস্যা রয়েছে। আবার হিমোগ্লোবিনও অনেক কম। হাসপাতালে তার চিকিৎসা চলছে। সবাই রিমুর জন্য দোয়া করবেন।’ দীর্ঘ সময় ধরে রিমু দেশের ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন। এ ছাড়া বেশকিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ,‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘জীবন ঢুলী’, ‘বৃত্তের বাইরে’, ‘লাভ স্টেশন’, ‘কিং খান’।
০৪ মে, ২০২৪

মুখ খোলা নিষেধ
সবশেষ ২০২২ সালে শেষ ‘হাওয়া’ সিনেমায় দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে। ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছিলেন নিজের দক্ষতা। হয়েছিলেন প্রশংসিত। এরপর দুই বছর কেটে গেলেও সেভাবে কাজে দেখা যায়নি তাকে। তবে তিনি আছেন কাজের মধ্যেই। কালবেলার সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার—মহিউদ্দীন মাহি অনেকদিন নতুন কোনো কাজে আপনাকে দেখা যাচ্ছে না। বর্তমানে কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার? আমি কাজের মধ্যেই আছি। তবে যা ব্যস্ততা সবই আসন্ন কাজ নিয়ে। তবে এসব কাজ নিয়ে মুখ খোলা নিষেধ। কারণ কাজগুলো সম্পর্কে আমার কথা বলার অনুমতি নেই। তাই আমি কোনো সাক্ষাৎকারও দিচ্ছি না নতুন কাজ সম্পৃক্ত। নতুন কাজগুলো সিনেমা নাকি ওয়েব সিরিজ? আমি এখন শুধু এটুকুই বলতে চাই, নতুন কাজ করছি। আমি কোথাও বলিনি আমি আসলে কী কাজ করছি। সেগুলো সিনেমাও হতে পারে, ওয়েব সিরিজও হতে পারে। এ বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি। নতুন কাজের ক্ষেত্রে আপনি গোপনীয়তা রক্ষা করেন। এ বিষয়ে প্রোডাকশন থেকেই নির্দেশ দেওয়া হয়, নাকি আপনার কাজের ধরনই এমন? এটাই আমার কাজের ধরন। আমি প্রকাশের আগে প্রচার পছন্দ করি না। মনে করেন একটি কাজ মুক্তি পেতে দুই বছর সময় লাগবে। সেই কাজটি নিয়ে শুরু থেকেই যদি আমি প্রচার শুরু করি, তাহলে কাজের প্রতি দর্শকের আগ্রহ কমে যাবে। এমনও হতে পারে একটা সময় কাজটি আমার করাই হয় না। তখন সবাই কী মনে করবে। তাই আমি আগে কাজ সম্পন্ন করি, এরপর এ বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেহেতু গোপনীয়তা রক্ষা করে কাজ করছেন। তাই আসন্ন প্রজেক্টগুলোতে নতুন তুষিকে পাবে কি দর্শক? নতুন কিছু চরিত্র করার জন্যই সময় নিয়ে কাজ করি। আমি সবসময় চেষ্টা করি দর্শক নতুন কাজগুলোতে নতুন নতুন চরিত্রে আমাকে দেখুক। তাই আসন্ন কাজগুলো নিয়ে আমি আশাবাদী। বাকি কথা দর্শক বলবে। আপনার বলিউডে অভিনয়ের বিষয়ে একটি গুঞ্জন উঠেছিল। এ বিষয়ে একটু জানতে চাই... হ্যা, আমিও বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম। তবে সেসময় আমাকে প্রশ্ন করা হয়েছিল দেশের বাইরে কাজের কোনো সুযোগ আসছে কি না। উত্তরে তখন আমি বলেছিলাম, কত কাজের সুযোগই তো আসে। এটুকুই। তবে হ্যা, বলিউডের কাজের ধরন একটু আলাদা। তারা সময় নিয়ে কাজ করে। তবে আমার সঙ্গে আপাতত বলিউডের কোনো কাজ নেই। হলে অবশ্যই সবাইকে আনুষ্ঠানিক ভাবে জানাব। কারণ এটি আনন্দের। অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দেন? নতুন কাজের ক্ষেত্রে আমি তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দিই। বিষয়গুলো হলো চিত্রনাট্য, নির্মাতা ও থিম। এই তিনটি বিষয় শক্ত, পোক্ত হলেই আমি হ্যা বলি। এর কারণ যদি ব্যাখ্যা করি, তাহলে শুরুতেই আমি বলব, চিত্রনাট্য শক্ত হলে কনটেন্ট অনেকটাই এগিয়ে যায়। এরপর থিম পোক্ত হলে দর্শকের ভালোবাসা আসবেই। সবশেষ নির্মাতার মুন্সিয়ানা সবাইকে মুগ্ধ করবে। এই তিনটি বিষয় ঠিক থাকলে এরপর আমার বিপরীতে কে অভিনয় করছে, পারিশ্রমিক কী হবে। এ বিষয় নিয়ে আমি আর কথা বলি না। কাজটি নিয়ে ভাবতে শুরু করি। পর্দায় আপনাকে নিয়মিত দেখা যায় না কেন? কারণ ভালো কাজের গল্প তৈরিতেই সময় লাগে অনেক। এরপর শুটিং,এডিটিং মিলিয়ে বছর পার হয়ে যায়। তাই কাজ কম হোক, কিন্তু ভালো হোক। এর জন্যই। আপনি বড় পর্দায় অভিনয় করেছেন, শাকিব খান দেশের ইন্ডাস্ট্রির বড় পর্দার বড় তারকা। তার সঙ্গে কাজের ইচ্ছা আছে? আমি একজন অভিনয় শিল্পী। অভিনয় আমার কাজ। সেক্ষেত্রে নির্মাতা যদি আমাকে নিয়ে চরিত্র তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব। সেক্ষেত্রে আমি আগে দেখি চিত্রনাট্য, নির্মাতা ও থিম ঠিক আছে কি না। এগুলো ঠিক থাকলে তখন আমি আর ভাবি না নায়ক নিয়ে। যে কারও সঙ্গেই কাজ করতে আগ্রহী। তবে শুধু নায়ক নয়, প্রতিভাবান অভিনেত্রীদের সঙ্গেও আমার কাজ করার ইচ্ছে আছে। ভিন্ন ভিন্ন চরিত্রে।
১৭ এপ্রিল, ২০২৪

মেজাজ হারালেন সারা
বলিউড অভিনেত্রী সারা আলি খান। মুম্বাইয়ের রাস্তায় তাকে নিয়মিতই একা একা ঘুরতে দেখা যায়। এ সময় তার ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পরে পাপারাজ্জি কিংবা ফটোসাংবাদিকরা। তবে বিরক্ত না হয়ে তাদের সঙ্গে খোশ গল্পে মজতেও দেখা যায় সাইফ কন্যাকে। যার বেশকিছু ভিডিও সামাজিক যোগামাধ্যমেও ভাইরাল হয়েছে বহুবার। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পাড়লেন না এই অভিনেত্রী, মেজাজ হারালেন তিনি। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। খবর : টাইমস অব ইন্ডিয়া     বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা। বাবা ও মায়ের দুই ধর্মই পালন করেন তিনি। দেন মন্দিরে গিয়ে পূজা। সম্প্রতি মুম্বাইয়ের একটি মন্দিরের বাইরে সারাকে দেখা যায়। সেখানকার দুস্থ মানুষদের খাবার বিলি করছিলেন তিনি। আর সেই দৃশ্য ফ্রেমবন্দি করছিলেন পাপারাজ্জিরা। তা দেখেই মেজাজ হারান সারা। উপস্থিত সাংবাদিকদের নিষেধ করেন ছবি তুলতে। এ সময় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘দয়া করে এমনটি করবেন না। আমি আপনাদের অনুরোধ করতে করতে ক্লান্ত। আপনারা দয়া করে ছবি ও ভিডিও করা বন্ধ করুণ, প্লিজ!’ তবে সারার এমন অনুরোধ উপলক্ষে করে সবাই ছবি ও ভিডিও করতে থাকেন। এরপর দ্রুত অভিনেত্রী স্থান ত্যাগ করেন।  চলতি বছর সারার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘মার্ডার মুবারক’ ও ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’। আগামীতে আসবে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন আদিত্য রায়কাপুর।  
৩১ মার্চ, ২০২৪

তাপসীর বিয়ে সম্পন্ন
অবশেষে সাতপাকে বাঁধা পরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘ দিনের প্রেমিক  ডেনিস ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ভারতের রাজস্থানের উদয়পুরে গত ২৩ মার্চ পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই আয়োজন করা হয়। খবর : টাইমস অব ইন্ডিয়া ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী-ম্যাথিয়াস জুটি। এ সময় পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বলিউড তারকাদের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ,  প্রযোজক কণিকা ধিলোন।  নিজেদের বিয়ে নিয়ে তাপসী এখনো কোনো মন্তব্য করেননি। তবে বিয়ের বেশকিছু ছবি ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা এখন ভাইরাল। ছবিতে দেখা যায় ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুদের সঙ্গে বলিউড অভিনেত্রীর ছোট বোন শগুন পান্নুও উপস্থিত হয়েছেন। এসময় সবার গায়ে কালো রঙের পোশাক দেখা যায়।      খুব শিগগির তাপসী পান্নু মুম্বাইয়ে একটি পার্টির আয়োজন করবেন। আর এতে বন্ধু ও সহকর্মীদের নিমন্ত্রণ জানাবেন তিনি। পরিবারের পক্ষ থেকে এমনটি নিশ্চিত করা হয়েছে।  ১০ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাপসী-ম্যাথিয়াস। মাঝে নিজেদের সম্পর্কের বিষয়টি হুট করেই সামনে নিয়ে আসেন এই অভিনেত্রী। এবার তাদের বিয়ের খবর আসলো গণমাধ্যমে।
২৫ মার্চ, ২০২৪

কাজলকে ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, ভিডিও ভাইরাল
সম্প্রতি ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। যেখানে দেখা যায়, হায়দরাবাদে একটি লঞ্চ ইভেন্টে হাজির হয়েছিলেন আগারওয়াল। সঙ্গে ছিলেন তার বাবা বিনয়ও। সেখানেই সেলফি তোলার সময় একজন ব্যক্তির স্পর্শে অপ্রস্তুত অনুভব করেন কাজল।  ভিডিওতে দেখা যায়, স্টোরের লঞ্চের সময়, তিনি একটি সেলফি ক্লিক করার জন্য একজন ব্যক্তির অনুরোধ রাখার চেষ্টা করেন। ছবিটি ক্লিক করার সময় ওই ব্যক্তি অভিনেত্রীর কোমর স্পর্শ করেন। কাজলকে বেশ আতঙ্কিত দেখাচ্ছিল সেই সময়। ইভেন্টের ভিডিও এক্স প্ল্যাটফর্মে শেয়ার হতেই ওই নেটিজেনের ভিডিওতে সেই দৃশ্য নজরে আসে। অভিনেত্রী যদিও অনুষ্ঠান স্থলে কোনো বাধা দেননি। এরপরই অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন তিনি। দুর্ভাগ্যবশত, কাজল প্রথম নারী অভিনেত্রী নন যিনি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। সারা আলি খান, অপর্ণা বালামুরালি, অহনা কুমার, মালাইকা আরোরাসহ এমন কয়েকজন অভিনেত্রী ছিলেন যারা গত বছর নানা রকমের ইভেন্টে যোগ দেওয়ার সময় এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। ২০২২ সালে মা হয়েছেন অভিনেত্রী কাজল। স্বামী গৌতম কিচলু আর কাজলের কোল আলো করে এসেছে পুত্র সন্তান। আদর করে ছেলের নাম রেখেছেন নীল। সন্তান জন্মের পর কিছু দিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। শিগগিরই তেলুগু সিনেমা সত্যভামা এবং তামিল সিনেমা ইন্ডিয়ান ২-এ দেখা যাবে কাজলকে। সত্যভামায় একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। পরবর্তী ছবিতে তার ভূমিকাটি গোপন রাখা হয়েছে। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করলেও মূলত দক্ষিণী ছবিতেই তার উত্থান। দক্ষিণী ছবির অভিনেত্রী হিসাবেই মূলত পরিচিতি তৈরি করেছেন কাজল আগরওয়াল। ২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম। কাজলের কথায়, তার বড় হওয়া মুম্বইতে, হিন্দি বলেই তিনি বড় হয়েছেন, তবে বাড়ি বলতে তিনি হায়দরাবাদকেই বোঝেন। প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লক্সমী কল্যাণম’ ছবির হাত ধরে তেলুগু ছবির দুনিয়ায় পা রাখেন। পরবর্তী সময়ে ‘মাগধীরা’, ‘আর্য-২’ এর মতো হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। অজয় দেবগনের বিপরীতে রোহিত শেট্টির ‘সিংঘম’ ছবির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান।
০৭ মার্চ, ২০২৪

ডাকাত রূপে সানি লিওন
ভারতীয় বিনোদন জগতে সানি লিওন যাত্রা শুরু করেন ২০১১ সালে। ‘বিগবস-৫’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। এরপর ২০১২ সালে ‘জিসম-২’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এ মডেল। এরপর বি-টাউনের বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা ও ওটিটিতে অভিনয় করেছেন তিনি। এবার গ্যাংস অব গাজিয়াবাদ ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। নারী ডাকাতের চরিত্রে অভিনয় করছেন তিনি। খবর : আউটলুক ওয়েব সিরিজটিতে নব্বই দশকের উত্তর প্রদেশের সময়কাল তুলে ধরা হবে। ক্রাইম, ড্রামা ও ভরপুর থ্রিলারে ভরা এই সিরিজের গল্প লেখার পাশাপাশি নির্মাতার দায়িত্বে আছেন নগেন্দর চৌধুরী। এর আগে তিনি বেশকিছু সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিরিজটিতে সানি একজন নারী ডাকাতের চরিত্রে অভিনয় করবেন। বিষয়টি পরিচালকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া এই সিরিজ দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখছেন বলিউড কিংবদন্তি শত্রুঘ্ন সিনহা। এরই মধ্যে সিরিজের একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। তারকায় ভরা এই সিরিজে সানি লিওন ও শত্রুঘ্ন সিনহা ছাড়াও আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, প্রদীপ নগার, যতীন স্বর্ণা, অভিমন্যু সিং, মুকেশ তিওয়ারি, রাজেশ ভাটির মতো তারকা। সিরিজ নির্মাণের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ বছরেই মুক্তি পাবে। তবে কোন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে তা নিশ্চিত করে এখনো জানানো হয়নি।                
০৭ মার্চ, ২০২৪

জ্যাকুলিনের ফ্ল্যাটে আগুন
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের অ্যাপার্টমেন্টে বুধবার (৬ মার্চ) ভয়াবহ আগুন লেগেছিল। আগুন লাগার খবর ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করে। জানা গেছে, আগুনে বলিউড অভিনেত্রীর কোনো ক্ষতি হয়নি। তিনি ঠিক আছেন। জ্যাকুলিন মুম্বাইয়ের পালি হিল এলাকার নভরোজ হিল সোসাইটির একজন বাসিন্দা। এই অ্যাপার্টমেন্টের ১৫ তলায় থাকেন তিনি। অভিনেত্রীর ওপরের ফ্ল্যাটে আগুন লাগে। এরপর কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দেঢ় ঘণ্টার বেশি সময় লেগে যায়। ফায়ার সার্ভিসের কমপক্ষে চারটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এরপর রাত ৯ বেজে ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় কেউ আহত হননি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এদিকে জ্যাকুলিনের নতুন একটি মিউজিক ভিডিও আগামীকাল মুক্তি পাবে। গানের শিরোনাম ‘ইমি ইমি’। তিনি মডেল হয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন। এ ছাড়া জ্যাকুলিনকে শিগগিরই অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে।
০৭ মার্চ, ২০২৪
X