২০ ঘণ্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
২০ ঘণ্টা জ্বলার পর নিভেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগের আগুন। বন সংরক্ষক মিহির কুমার দো গতকাল রোবার দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকার পাঁচ একর জায়গা ঘিরে ফেলে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হয়। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শিকড় থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এবং শুকনো পাতা ও ডাল থাকায় আগামী দু-তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি। আগুন নেভাতে দুপুর ২টার দিকে আকাশপথে পানি ঢালতে শুরু করে বিমানবাহিনীর একটি দল। এর আগে সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বিরামহীন চেষ্টা চালিয়ে ফায়ার লাইন কেটে আগুনের বিস্তৃতি রোধে সক্ষম হলেও নির্মূল করা যায়নি। পরে বিমানবাহিনীর দলটি আকাশপথে পানি ঢালতে শুরু করে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ও পুলিশ সুপার মো. আবুল হাসনাত খান দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির ঘটনাস্থল থেকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন আর আতঙ্কের কিছু নেই। তবে আগুন শতভাগ নির্মূল করে বনকে নিরাপদ ঘোষণা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। এদিকে ক্ষয়ক্ষতির বিষয়ে বন সংরক্ষক মিহির কুমার দো গতকাল দুপুরে বলেছেন, কিছু শুকনো পাতা পোড়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছ বা প্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনো তাদের নজরে আসেনি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, গতকাল সকাল ৮টা থেকেই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। পরে তাদের সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি ইউনিট। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রানা দেবকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভাতে সহায়তা করেন। পরে মোংলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। রাত হয়ে যাওয়ায় সন্ধ্যার পর আগুন নিয়ন্ত্রণের কাজ বন্ধ রাখা হয়। ২৫ বার আগুনে পুড়েছে সুন্দরবন ২২ বছরে সুন্দরবনে এ পর্যন্ত ২৫ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। বন বিভাগের সূত্রমতে, এর আগে ২০০২ সালের ২২ মার্চ বনের কটকা অভয়ারণ্যে আগুন লাগে। পাশাপাশি একই রেঞ্জের নাংলী ও মান্দারবাড়িয়া রেঞ্জে আগুন লাগে দুবার। ২০০৪ সালের ২৫ মার্চ আগুনে পুড়ে যায় চাঁদপাই রেঞ্জের নাংলী ক্যাম্পের বন। ২০০৫ সালের ৮ এপ্রিল চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী এলাকায় আগুন লাগে। একই সালের ১৩ এপ্রিল চাঁদপাই রেঞ্জের তুলাতলার বন পুড়ে যায়। ২০০৬ সালে সবচেয়ে বেশিবার বনে আগুন লাগে। ২০০৬ সালের ৯ মার্চ, ১১ ও ১২ এপ্রিল, ১ ও ৪ মে সুন্দরবনের তেড়াবেকা, আমুরবুনিয়া, খুরাবাড়িয়া, পচাকোড়ালিয়া ও ধানসাগর এলাকায় আগুন লাগে। ২০০৭ সালের ১৫ জানুয়ারি, ১৯ মার্চ ও ২৮ মার্চ সুন্দরবনের পচাকোড়ালিয়া, নাংলী ও ডুমুরিয়া রেঞ্জে আগুন লাগে। ২০১০ সালের ২০ মার্চ গুলিশাখালীতে আগুন লাগে। ২০১১ সালের ১ ও ৮ মার্চ সুন্দরবনের নাংলীতে দুবার আবার আগুন লাগে। ২০১৪ সালের ২৫ মার্চ গুলিশাখালীতে আবারও আগুন লাগে। ২০১৬ সালে ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নাংলী, পচাকোড়ালিয়া ও তুলাতলায় এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। ২০১৭ সালের ২৬ মে সুন্দরবনের মাদ্রাসারছিলায় আগুন লাগে। ২০২১ সালে ৩ মে শরণখোলা রেঞ্জের ধাসের ভারানী এলাকায় আগুন লাগে। ওই আগুন নেভার এক দিন পর আবারও ৫ মে একই এলাকায় আগুন লাগে। মোট ২৫ বার আগুন লাগার ফলে সুন্দরবনে ৭৫ একরের বেশি বনভূমি উজাড় হয়ে গেছে। বারবার সুন্দরবনে আগুন লাগার ঘটনায় বন বিভাগকে দায়ী করছেন পরিবেশবাদীরা। গতকাল বনের আমুরবুনিয়া এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা। এ সময় বাপার বাগেরহাট জেলা শাখার সভাপতি নুর আলম শেখ বলেন, মুনাফালোভী মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তার যোগসাজশে এবং অদক্ষ মৌয়ালদের কারণে সুন্দরবনে বারবার আগুন লাগছে। এর দায়ভার বন বিভাগ এড়াতে পারে না।
০৬ মে, ২০২৪

শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৯ এপ্রিল) ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।  এর আগে দুপুর ১টার পর আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ৩ ইউনিট। এরপর আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট, তেজগাঁও থেকে আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়।  ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি। হাসপাতালের পঞ্চম তলায় কার্ডিয়াক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। গরমের কারণে হাসপাতালটিতে রোগী ও আত্মীয়স্বজনের চাপ ছিল। প্রায় প্রতিটি বেডেই রোগী ছিল।  আগুন লাগার পর যে যার মতো নিচে নেমে যান। মুহূর্তেই সৃষ্টি হয় ভীতিকর অবস্থা। এদিকে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 
১৯ এপ্রিল, ২০২৪

সিলেটে বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট দীর্ঘসময় চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তালতলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল আহমদ। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলী জানান, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। সিলেট তালতলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ কালবেলাকে বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পাওয়ার সাপ্লাইয়ে লাগেনি। পরিত্যক্ত মালামাল রাখার ভবনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ আমার দেখছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতের সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। এর আগে সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ প্রমুখ।
১৫ এপ্রিল, ২০২৪

আশুলিয়ায় ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) বাইপাইল মন্ডল বাড়ি এলাকায় দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মকবুল বলেন, খবর পেয়ে আমাদের এখান থেকে ২টা ১১ মিনিটে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে। প্রত্যক্ষদর্শী মনির মন্ডল জানান, আনুমানিক দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের ধারণা, শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তিনি আরও জানান, এখানে ছোট-বড় ছয়টি গোডাউন ছিল যেগুলোর মধ্যে গার্মেন্টসের ঝুট ও পুরোনো ভাঙাড়ির সামগ্রী মজুদ করা হতো। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার।
১০ এপ্রিল, ২০২৪

রাজশাহীর প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া প্লাস্টিকের ক্যারেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ৫ ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শুক্রবার (০৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়ার মুনসুরের আলিফ ট্রেডার্স নামের একটি গোডাউনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তার হাদিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে দেড় ঘণ্টার মধ্যে বাঘা, পুঠিয়া ও চারঘাটের মোট ৫টি ইউনিট প্লাস্টিকের ক্যারেট গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। অনেক বড় গোডাউন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে। মো. রনি আহমেদ নামে প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি বলেন, আলিফ ট্রেডার্স থেকে মুনসুর পুরোনো নষ্ট ভাঙ্গা ক্যারেটসহ অনেক প্লাস্টিক গুঁড়া ও ছোট ছোট করে কেটে বিভিন্ন কোম্পানিকে ট্রাকে করে বিক্রি করত। সেখানে ৫-৭ জন কর্মচারী সবসময় কাজ করত। শুক্রবার বিকেলে হঠাৎ করেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন দেখে আমরা এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। অবশেষে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। গোডাউনের মালিক মুনসুর আলী বলেন, গোডাউনে কীভাবে যে আগুন লেগেছে তা আমি জানি না। হঠাৎ করেই আগুন দেখতে পাই। পরে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। আমার এখানে প্রায় কোটি টাকার সম্পদ ছিল। সব পুড়ে ছাঁই হয়ে গেছে।
০৫ এপ্রিল, ২০২৪

তীব্র হয়েছে লেলিহান শিখা, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী
এখনো নিয়ন্ত্রণে আসেনি খুলনার রূপসায় বেসরকারি একটি পাটকলে লাগা অগুন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। এর সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী।  বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম জানান, ৩টি গুদামে ৭৫০ টন উৎপাদিত পণ্য ছিল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কাঁচাপাট ছিল ১ হাজার ৩০০ টন যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাটকলের শ্রমিকরা জানান, আজ বিকেলে হঠাৎ করে জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ২টি ইউনিট। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে অনেক পাট পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে। জানা যায়, মিলটিতে প্রায় ৪০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে। ঈদের আগে আগুন লাগায় তাদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
০৩ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের বায়েজিদে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।  চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ১২টি ইউনিট এক ঘণ্টা ৪০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
২৯ মার্চ, ২০২৪

পাবনায় স্কয়ারের কসমেটিক্স গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
পাবনা সদর উপজেলার লস্করপুরে স্কয়ার গ্রুপের একটি কসমেটিক্সের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ার গ্রুপের কসমেটিক্স গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১১টার আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২ টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫ টি ইউনিট,  আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট। সব মিলে ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।  স্থানীয় জানান, হঠাৎ করে দাউ দাউ আগুন দেখা যায়। তখন কসমেটিক্স গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাহিরে বের হয়ে আসে। পরে জরুরি সেবা ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে। এটা মূলত স্কায়ারের পুরনো কসমেটিক্স গোডাউন। আগুন কীভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।
২৭ মার্চ, ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় আগুন নিয়ন্ত্রণে
মুন্সীগঞ্জের মেঘনা নদীর তীরে সুপার ফর্মিকা অ্যান্ড লমিনেশন (সুপারবোর্ড) কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৫ মার্চ) রাতে ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। শেষ খবার পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এর আগে দুপুর ১টার দিকে জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকার কারখানায় এ আগুন লাগে। জানা গেছে, কারখানাটি ফ্লাইবোর্ড দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে ওই গোডাউন রাখে। দুপুরের দিকে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউনে। এতে নদীর তীরে নোঙ্গর করে রাখা পাটখড়ির ট্রলারেও আগুন লেগে যায়। এ ঘটনায় সাতজন আহত হন। আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট এবং স্টেন্ডার মেশিনে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ্ বলেন, আমরা ১টা ১১ মিনিটে খবর পাই। পরে গজারিয়া এবং আদমজী ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আগুন ভয়াবহতা দেখে পর্যায়ক্রমে সোনারগাঁ, বন্দর, সিদ্দিকবাজার, ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। কোম্পানির কর্মচারী মো. জসিম বলেন, দুপুর ১টার সময় আগুন লাগে। আগুনটা যেন অন্য গোডাউন বা অন্য কোনো শিফটে ছড়াতে না পারে সেটার জন্যও চেষ্টা করেছি। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। আরেক কর্মচারী মো. ইমন বলেন, সাইরেনের শব্দ শুনে দেখি আগুন জ্বলছে। প্রথমে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে পারিনি। সুপারবোর্ড কোম্পানির পরিচালক শফিউল আতাহার তাসলিম কালবেলাকে বলেন, কী কারণে আগুন লেগেছে এখনো জানি না। আমাদের আগুন নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। নিজস্ব ম্যান পাওয়ারও আছে। ম্যান পাওয়ার দিয়ে প্রথমে চেষ্টা করেছি যেন ক্ষতিটা বেশি না হয়। এ ছাড়া আমাদের ৩৫টি পানির লাইন দিয়ে কাজ করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং গজারিয়ার ফায়ার স্টেশন মিলে মোট ১২টি ইউনিট কাজ করেছে। তবে কী কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৫ মার্চ, ২০২৪

বনানীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রোববার (২৪ মার্চ) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিনি জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী গোডাউন বস্তিতে লাগা আগুন বিকেল ৫টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের ছয় ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। আগুনের ঘটনায় প্রায় দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন বস্তিবাসী। এ আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন বস্তির অনেকে। এর আগে, রোববার বিকেল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
২৪ মার্চ, ২০২৪
X