মসজিদে আজান দিল নায়ক সাইমনের সন্তান
ঈদে মুক্তি পেয়েছে সাইমন সাদিক অভিনীত সিনেমা ‘মায়া’। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়ক। তবে অভিনেতার আনন্দে নতুন মাত্রা যোগ করল তার বড় ছেলে সাইয়ান সাদিক। ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা সাইমন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ফেসবুকে বড় ছেলে সাইয়ানের আজান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন এই চিত্রনায়ক। ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্ন রিঅ্যাকশন ও প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন সাইমন। পর্দার বাইরে বেশ সাদামাটা জীবন কাটান সাইমন।  গ্রাম ভালোবাসেন ভীষণ। মাঝেমধ্যেই চলে যান গ্রামে।  মাছ ধরেন নানা জলাধারে। গ্রামে শৈশবের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান তিনি।  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের আনন্দঘন মুহূর্তগুলো। নিজের সন্তানদের সঙ্গে হওয়া খুনসুটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি, যা দেখে মুগ্ধ হন এই নায়কের ভক্তরা।  সন্তানের আজান দেওয়ার বিষয়ে সাইমন বলেন, ঢাকার লালমাটিয়ায় থাকি আমি। সেখানকার হাউজিং কমিউনিটি মসজিদে নিয়মিত যাতায়াত হয়। আমার বড় ছেলেও যায় সেখানে।  ও আরবি পড়ে।  এবার প্রথমবার মসজিদে আসরের আজান দিয়েছে ও। এটি আমার কাছে খুবই আনন্দের। আমার সন্তানেরা পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চা করছে। বাবা হিসেবে গর্বিত আমি।
২৬ এপ্রিল, ২০২৪

আজান শুনে বক্তব্য বন্ধ রাখলেন শেখ হাসিনা
নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে আসরের আজান শুনে বক্তব্য বন্ধ রাখলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেলে নারায়ণগঞ্জের শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।  বিকেল সাড়ে ৩টার দিকে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। এ সময় আসরের আজান শুরু হওয়ায় বক্তব্য দেওয়া বন্ধ করেন তিনি। পরে আজান শেষে আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। যার জন্য তারা সন্ত্রাস করছে। আপনারা জানেন ২০১৪ সালের নির্বাচন বন্ধ করার জন্য ২০১৩ থেকেই অগ্নিসংযোগ সন্ত্রাস শুরু করে। তিন হাজারের বেশি মানুষকে তারা পুড়িয়েছে। তার মধ্যে ৫০০ মানুষ মারা গেছে। এর আগে বিকেল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
০৪ জানুয়ারি, ২০২৪

মসজিদে ফজরের আজান চলাকালীন ইসরায়েলের বোমা হামলা (ভিডিও)
ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরের বুদরিস নামের একটি গ্রামে ফজরের আজানের সময় মসজিদে হামলা করেছে ইসরায়েলি সেনারা।  সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, একজন ইজরায়েলি সৈন্য আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ করছেন। ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে- মসজিদের বাইরে আবছা আলোকিত ভোর। ভেতর থেকে মুয়াজ্জিনের আজান-ধ্বনি শোনা যাচ্ছে। তখন চুপি চুপি একজন ইসরায়েলি সৈন্য মসজিদের মধ্যে একটি বোমা নিক্ষেপ করে।  মসজিদে হামলার বিষয়ে বুদরিস গ্রামের প্রধান নাসির মীরার জানান, শুক্রবার ফজরের আজান যখন চলছিল তখনই দখলদার সৈন্যরা গ্রামের মসজিদে এ হামলা চালায়। মুসল্লিরা নামাজে আসার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। তিনি আরও বলেন, এমন হামলা চরম পৈশাচিকতার বহিঃপ্রকাশ।  
১৮ নভেম্বর, ২০২৩

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মুয়াজ্জিনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বনি আমিন নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) প্রথম ওই মসজিদে আসরের নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারান তিনি। উপজেলার সূর্যমনী ইউনিয়নে এ ঘটনা ঘটে।  বাউফল থানার এসআই আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে।  জানা গেছে, সদ্য কোরআনের হাফেজ হয়ে চাকরি খুঁজছিলেন বনি আমিন। দুদিন আগে তিনি উপজেলার সূর্যমনী ইউপির গোয়ালিয়াবাঘা গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেন। তিনি চাকরিতে যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান। এ সময় মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর ওই বাড়ির এক মহিলা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ‘এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক হয়েছেন।’ বাউফল থানার এসআই আশরাফুল আলম বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
১৬ অক্টোবর, ২০২৩

আজান না হওয়ায় মসজিদে গিয়ে মিলল ইমামের মরদেহ
আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে- কিন্তু মসজিদ থেকে আজান এখনো শোনা যায়নি। বিষয়টিতে খটকা লাগে স্থানীয় মুসল্লিদের। পরে তারা গিয়ে দেখতে পান ইমাম মাওলানা আব্দুল আজিজের (৩৮) মরদেহ পড়ে আছে মসজিদের ভেতরে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সূর্য খান বাড়ির মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) সিরাজ খান। জানা গেছে, মাওলানা আব্দুল আজিজ কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, আব্দুল আজিজ ওই মসজিদের ইমাম এবং একইসঙ্গে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। জোহরের নামাজের পর মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার এবং নিজের কাপড় ধুয়ে খাওয়া দাওয়া করতে দেখা যায় তাকে। কাজ শেষে হয়তো তিনি মসজিদের ভেতর ঘুমিয়ে পড়েন। পরে আসরের নামাজের সময় মসজিদের মাইকে আজান না হওয়ায় মুসল্লিরা মসজিদে এসে দেখেন তিনি মারা গেছেন। ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজ খান বলেন, শুনেছি দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। বিকেলে মসজিদের ভেতর তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।
০৬ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে আজান ট্রেডিং হিমাগার পরিদর্শনে নেদারল্যান্ডসের দুই বিজ্ঞানী
নেদারল্যান্ডসের দুই বিজ্ঞানীর উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানির সম্ভাব্যতা যাচাই ও চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানির সম্ভাব্যতা যাচাইয়ে মাঠ পর্যায়ে পরিদর্শনে যান নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের দুই বৈজ্ঞানিক ফাতিমা পেরেরা ও রেনে উস্তেওয়েচেন। পরিদর্শনকালে তারা আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাট-সোনামসজিদ সড়কের কয়লাবাড়িতে নির্মিত আজান ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ-এর বিশেষায়িত হিমাগার পরিদর্শন করেন। সাড়ে সাত একর জমির ওপর ৩৪০ ফুট লম্বা ও ১০১ ফুট প্রশস্ত এই হিমাগার নির্মাণ করেছে আজান ট্রেডিং। যার ধারণক্ষমতা ৫ হাজার ৬০০ টন। হিমাগারটি আম, পেয়ারা, খেজুরসহ হলুদ, আদা, ডিম, গাজর  ও সবজি সংরক্ষণে উপযোগী। এ সময় নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের দুই বৈজ্ঞানিক ফাতিমা পেরেরা ও রেনে উস্তেওয়েচেন এবং অন্যরা হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, প্রি কুলিং চেম্বার, কুলিং চেম্বার পরিদর্শন করেন। এরপর সেখানে রক্ষিত পরিদর্শন বইতে তারা স্বাক্ষর ও মন্তব্য করেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বিশ্বমানের আধুনিক সুবিধা সম্বলিত এ হিমাগারের প্রশংসা করেন নেদারল্যান্ডসের দুই বিজ্ঞানী। হিমাগার আম, পেয়ারা রপ্তানি প্রক্রিয়াজাত ও সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে তারা বলেন, রপ্তানির প্রক্রিয়াজাতকরণে ওয়াটার ট্রিটমেন্ট পরিষোধন ও সঠিক তাপমাত্রায় সংরক্ষণ দরকার। পরিদর্শনকালে সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. তাজুল ইসলাম এবং কৃষি গবেষণা, হটিকালচার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা। হিমাগার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, আজান ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী, হিমাগারের ব্যবস্থাপক আবু নাইম এবং  অন্যান্য কর্মকর্তা। এর আগে উত্তম কৃষি পরিচর্যায় উৎপাদিত রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করেন। পরে আঞ্চলিক উদ্যান গবেষণাকেন্দ্রে আম চাষিদের সাথে মতবিনিময়ও করেন ।
২৭ আগস্ট, ২০২৩
X