টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেল এবাদত
ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের স্ট্রাইক পেসার এবাদতে হোসেনের ইনজুরিতে ছিটকে পড়া নিয়ে হতাশ ছিলেন সবাই। এবাদতের মতন পেসারকে দলে না পাওয়া যে বাংলাদেশকে বিশ্বকাপে ভুগিয়েছে তা স্বীকার করেন জাতীয় দলের অধিনায়ক থেকে শুরু করে সবাই। আশা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে ফিরবেন তিনি। তবে দেশের ক্রিকেট ভক্তদের সেই আশা পূরণ হচ্ছে না। ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি।    ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবাদতকে পাওয়ার আশা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানাল টাইগারদের সেই আশা পূরণ হচ্ছে না। বুধবার (১০ এপ্রিল) এমন খবরই জানিয়েছে তারা। গত বছরের পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হাইব্রিড এশিয়া কাপ থেকেই জাতীয় দলের বাইরে এবাদত। লিগামেন্টের ইনজুরির কারণে এশিয়া কাপের পর একে একে মিস করেছেন ওয়ানডে বিশ্বকাপ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মার্চে অবশেষে এবাদত অনুশীলনে ফেরেন তবে তাকে এই অল্প সময়ের মধ্যে পুরোপুরি ফিট পাওয়া সম্ভব নয় বলে ক্রিকবাজকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিসিবির এই চিকিৎসক বলেন, ‘এবাদতের যে অস্ত্রোপচার হয়েছে এরপর সুস্থ হতে ১২ মাসের মতো সময় লাগে। ফলে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’    তবে এবাদত আগে জানিয়েছিলেন, বিশ্বকাপ দিয়েই ফেরার অপেক্ষায় আছেন তিনি। লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ডানহাতি পেসার। গত বছর এশিয়া কাপের ঠিক আগে লিগামেন্টের ইনজুরিতে পড়েন বাংলাদেশের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন।  
১১ এপ্রিল, ২০২৪

ইনজুরি আক্রান্ত মেসি এবার জড়ালেন বিতর্কে
বেশ কিছুদিন ধরেই ফুটবল মাঠের চেয়ে চোটের সঙ্গে লড়াই করেই সময় পার করতে হচ্ছে বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির। চোটের কারণে কিছুদিন পরপরই মাঠের বাইরে থাকতে হচ্ছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর। নিজ ক্লাব মায়ামির হয়ে শেষ চার ম্যাচে মাঠের বাইরে থাকা এই ফুটবলার এবার জড়ালেন নতুন এক বিতর্কে। ম্যাচে না খেলেও এই তারকার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। সর্বশেষ কনকাফ চ্যাম্পিয়নস কাপে ম্যাচ খেলেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া মেক্সিকোর ক্লাব মন্টেরির বিপক্ষে মাঠে নেমে জয়ের মুখ দেখতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। হেরে যাওয়া ম্যাচটিতে একাদশে না থাকলেও গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। আর এই ম্যাচের শেষে সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইএসপিএন দাবি করছে, মেসি ম্যাচের পর প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার করে এসেছেন!    শোনা যাচ্ছে, ম্যাচের আগে মন্টেরির কোচ ফার্নান্দো অর্টিজ মন্তব্য করেছিলেন যে মায়ামি মেসির কারণে রেফারির কাছ থেকে ম্যাচে বাড়তি সুবিধা পাবে। প্রতিপক্ষ কোচের করা এই মন্তব্যের সঙ্গে ম্যাচের রেফারির বাজে পারফরম্যান্স খেপিয়ে দেয় মেসিকে। মেসির এই অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ মন্টেরি অভিযোগ দায়ের করবে বলেও জানিয়েছে কিছু মার্কিন সংবাদমাধ্যম। শুধু মেসি নয় তার সঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার নামেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।    এদিকে রোববার (৭ এপ্রিল) মেজর লিগ সকারে কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচে ১০ মিনিটের জন্য হলেও মেসিকে নামাতে চায় মায়ামি কোচ। রোববারের এই ম্যাচের আগে দলটির সহকারী কোচ জাভি মোরালেস কথা বলেন এই বিতর্ক নিয়ে। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে ব্যাপারগুলো কেমন হয় আমরা জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটার দায় তারই।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাঠেই ঘটেছে। যেটি হলো কাপ ম্যাচটি। এসব ম্যাচ কী ধরনের হয় আমরা জানি। এগুলো অনেক আগ্রাসী মনোভাব নিয়ে খেলা হয়। সত্যি কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হয় মাঠেই।’ মন্টেরির বিপক্ষে কনকাফ চ্যাম্পিয়ন কাপ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল মায়ামি। সেদিন মেসির খেলার কথা থাকলেও মাঠে ফেরা হয়নি তার। গ্যালারি থেকে ম্যাচটি দেখেছেন আর্জেন্টাইন তারকা। চলতি মাসের ১১ তারিখ মন্টেরির মাঠে ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
০৬ এপ্রিল, ২০২৪

কোল্ড ইনজুরি এড়িয়ে কম বীজে বোরো ধানের চারা উৎপাদনের উপায়
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বোরো মৌসুমে আদর্শ বীজতলা তৈরিতে ‍কৃষকদের আগ্রহ বাড়ছে। এ বীজতলায় উৎপাদিত ধানের চারা বৈরী আবহাওয়ায় টিকে থাকতে পারে। একই সঙ্গে সুস্থ চারা উৎপাদন ও কোল্ড ইনজুরির ঝুঁকি কমাতেও সহায়তা করে।  আদর্শ বীজতলায় চারা উৎপাদন খরচ সাশ্রয় ও উৎপাদন বৃদ্ধি হয়। তাই মাটিরাঙ্গা উপজেলার প্রায় সব স্থানে এ বীজতলা চোখে পড়ছে। এ বীজতলা তৈরিতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলার কৃষি অফিস। সনাতনী বীজতলার তুলনায় আদর্শ বীজতলায় উৎপাদিত চারার স্বাস্থ্য ভালো হয়। বীজতলা থেকে চারা তোলার সময় শিকড়ে মাটি ধরে না, ফলে চারাগুলো কোনো আঘাত পায় না। জমিতে রোপনের পর শতভাগ চারা জীবিত থাকে এবং অল্প সময়ে বেড়ে উঠে। চারা সবল থাকায় ধানের ফলনও ভালো হয়। স্থানীয় পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজ কম লাগে। ফলে খরচও কম হয়। আদর্শ বীজতলা পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য প্রথমে শুকনো জমি ভালোভাবে চাষ করে জৈব ও রাসায়নিক সার দিতে হয়। জমি প্রস্তুত হলে দুই হাত প্রস্থ এবং ইচ্ছেমতো দৈর্ঘ্য নিয়ে বেড তৈরি করতে হবে। মানসম্মত বীজ সংগ্রহপূর্বক পানিতে ২৪ ঘণ্টা ভিজিয়ে রেখে সেগুলো বীজতলায় সমানভাবে ছিটিয়ে দিতে হবে। বীজ ছিটানোর পরে আলতো করে মাটি নেড়ে ঢেকে দিতে হবে। ২৫-৩০ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযুক্ত হয়। মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর মাটিরাঙ্গা উপজেলায় ২ হাজার ৯০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অর্জিত হতে পারে ২২ শ হেক্টরের বেশি। এর বিপরীতে ১৫০ হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্জিত হতে পারে ১৬০ হেক্টর জমি।  উপজেলার গোমতী ইউনিয়নের কৃষক আমান উল্ল্যাহ জানান, স্থানীয় পদ্ধতির চেয়ে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করলে বীজ, শ্রম, সার ও সেচ খরচ কম লাগে এবং চারার মান ভালো পাওয়া যায়। তাই আমি এ পদ্ধতি অনুসরণ করি।  মাটিরাঙ্গায় চড়পাড়ার কৃষক মো. জমির আলী বলেন, সনাতন পদ্ধতিতে যে জায়গায় ৫০ কেজি বীজ প্রয়োজন হতো সেখানে আদর্শ পদ্ধতিতে ৩৫ কেজি বীজ লাগে। ফলে বীজতলা তৈরিতে খরচ কম হয়। মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, আদর্শ বীজতলার বিষয়ে কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। এ বীজতলা তৈরির ফলে আগাছা দমন, সার প্রয়োগ, সেচ দেওয়া, বালাই দমন সহজ হয় একইভাবে সুস্থ-সবল চারা উৎপাদন হয়। স্থানীয় পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে বীজ কম লাগে। ফলে খরচও কম হয়।
২৭ জানুয়ারি, ২০২৪

মোটরসাইকেল চালকদের নিয়ে বাংলা ভাষায় আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ
সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুহার বৃদ্ধিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ কোনোভাবেই পিছিয়ে নেই। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি। মোটরসাইকেল দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং মৃত্যু হার হ্রাসে করণীয় বিষয় নিয়ে আন্তর্জাতিক ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে বাংলাদেশি গবেষকদের বাংলা ভাষায় এবস্ট্রাক্টসহ সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাদের গবেষণায় ওঠে এসেছে ঢাকা শহরে প্রায় ৪৫.৪ ভাগ মোটরসাইকেল চালকদের সড়ক নিরাপত্তাবিধি সম্পর্কে ভালো জ্ঞান নেই। গত ২৮ নভেম্বর ব্রিটিশ মেডিকেল জার্নালের ইনজুরি প্রিভেনশনে প্রকাশিত ‘এক্সপ্লোরিং দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিসেস অন রোড সেইফটি মেজারস এমং মোটরবাইকার্স ইন ঢাকা, বাংলাদেশ : অ্যা ক্রস-সেকশনাল স্টাডি’ শিরোনামে একটি গবেষণা পরিচালনা করেছেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) বায়োস্ট্যাটিস্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহউর রহমানের নেতৃত্বে একদল গবেষক।  গবেষণাটি ওই জার্নালের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোলাবোরেশানে প্রকাশিত ইস্যু-ডব্লিউএইচও গ্লোবাল স্টেটাস রিপোর্ট অন রোড সেইফটি (সাপ্লিমেন্ট) এ প্রকাশিত হয়েছে যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রোড সেইফটি পলিসিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। গবেষণার বিষয়ে জনস্বাস্থ্য গবেষক মেসবাহউর রহমান বলেন, আন্তর্জাতিক জার্নালে বাংলা ভাষায় গবেষণা প্রকাশ-এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমরা ঢাকা শহরের ৩৫০ জন মোটরসাইকেল চালকের ওপর গবেষণাটি করেছি। আমাদের গবেষণায় মোটরসাইকেল চালকদের সড়ক নিরাপত্তা বিধিসমূহ সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে সেটি তুলে আনার চেষ্টা করেছি। এতে দেখা গেছে, ৫৪.৬ শতাংশ চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে ভালো জ্ঞান আছে। ২৮.৫ শতাংশ চালকের সাধারণ জ্ঞান ও ১৬.৯ শতাংশ চালকের যথেষ্ট কম জ্ঞান আছে। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তাবিধি যথাযথ অনুসরণ করেন কিনা- সে বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ৫০.৬ শতাংশ চালক সঠিকভাবে অনুসরণ করেন। বাকি ৪৯.৪ শতাংশের মধ্যে ২৬ শতাংশ মোটামুটি অনুসরণ করেন এবং ২৩.৪ শতাংশ চালক যথাযথ অনুসরণ করেন না।  পরিসংখ্যানিক বিশ্লেষণে দেখা গেছে, উচ্চশিক্ষিত এবং অধূমপায়ীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিধি জ্ঞান এবং তা যথাযথ অনুসরণ উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
০৫ ডিসেম্বর, ২০২৩

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হার্দিক পান্ডিয়ার  
ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের শিরোপার সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে ভারতকে। প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। তবে বিশ্বকাপের মাঝপথে বড় দুঃসংবাদই পেল ভারত। আসর থেকে ছিটকে গেছেন গোড়ালির চোটে পড়া পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অ্যাঙ্কেলের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার। বিশ্বকাপে ভারতের হয়ে চার ম্যাচ খেলেছিলেন পান্ডিয়া। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে। এরপর চোট খুব একটা গুরুতর নয় শোনা গেলেও বাস্তবে ভিন্ন ঘটনাই দেখা গেল। সেই চোট সারিয়ে সময়মতো সেরে উঠতে পারেননি পান্ডিয়া। তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা। বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি ভারত দলে তার অন্তর্ভুক্তি অনুমোদন দিয়েছে।  শনিবার (৪ নভেম্বর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে গত ১৯ অক্টোবরের ম্যাচে নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন পান্ডিয়া। চোট এতটা গুরুতর ছিল যে ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষেও। তবে তার ফেরার কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২৯ অক্টোবরের ম্যাচে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় খেলতে পারেননি সে ম্যাচে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচেও বিশ্রামে ছিলেন তিনি। দীর্ঘ বিশ্রাম ও চিকিৎসার পরও ব্যথামুক্ত না হওয়ায় এবার আসর থেকেই ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ চলতি বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন পান্ডিয়া। এর মধ্যে এক ম্যাচে ব্যাট করে ১১ রানে অপরাজিত ছিলেন। বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হয়নি তাকে। তার ঝুলিতে উইকেটসংখ্যা ৫। টানা ৭ জয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হচ্ছে না ভারতকে। কিন্তু নক আউট ম্যাচে তার মতো প্রতিভাবান অলরাউন্ডারের সার্ভিসটা নিশ্চিত মিস করবে রোহিত শর্মার দল। এদিকে পান্ডিয়ার বদলে দলে ভেড়ানো হয়েছে পেসার প্রসিধ কৃষ্ণাকে। এখন পর্যন্ত ১৭ ওয়ানডে খেলে তার ঝুলিতে আছে ২৯ উইকেট। ইতোমধ্যে আইসিসির অনুমতি মেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকালের ম্যাচেই তাকে মূল একাদশে অন্তর্ভুক্ত করা যাবে।
০৪ নভেম্বর, ২০২৩

ফাইনালের আগে বড় ধাক্কা লঙ্কান শিবিরে
আগামীকাল ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে মুখোমখি হবে শ্রীলঙ্কা। দেশের মাটিতে শিরোপা নির্ধারণী মহারণ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই ছিল স্বাগতিকরা। তবে ফাইনালের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাস্পিয়নরা। হ্যামস্ট্রিং চোটের কারণে শিরোপা ধরে রাখার ম্যাচে খেলতে পারবেন না লঙ্কান স্পিনার মাহেশ থিকশানা। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ইনজুরির কারণে কাল খেলতে পারবে না দলের সেরা বোলার থিকশানা। তার পরিবর্তে ফাইনালের দলে ডাকা হয়েছে শাহান আরাচচিগেকে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন থিকশানা। সেদিন দুজন সতীর্থের ঘাড়ে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তখনই লঙ্কান শিবিরে শঙ্কা জাগে ফাইনাল মিসের। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই স্পিনারের ভারতের বিপক্ষে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এলএলসি বিবৃতিতে লিখেছে, ‘পাকিস্তান ম্যাচ শেষে চিকিৎসকের পরামর্শে স্ক্যান করানো হয় থিকশানার। সেখানেই পায়ের পেশিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন থিকশানা। এবারের এশিয়া কাপে ইনজুরিতে পড়ার আগে ৫ ম্যাচ খেলে ৮ উইকেট শিকার করেন থিকশানা। তাছাড়া ২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১টি উইকেট ঝুলিতে তোলেন এই স্পিনার।  
১৬ সেপ্টেম্বর, ২০২৩

ব্যাডমিন্টনে ইনজুরি দুর্ভাগ্য!
ইনজুরি দুর্ভাগ্যে শিরোপাবঞ্চিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ থেকে একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে। ব্যাডমিন্টন এশিয়া কনফেডারেশন আয়োজিত চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৭ বিভাগে ইনজুরির কারণে শিরোপাবঞ্চিত হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ বিভাগে ব্রোঞ্জ পায় লাল-সবুজরা। অনূর্ধ্ব-১৭ বিভাগে শ্রীলঙ্কার বিপক্ষে বালক এককের লড়াইয়ে সিফাত উল্লাহ গালিব জয় তুলে নেন। দ্বৈতের লড়াইয়ে গালিব-রাজিব জুটিও জয় পায়। বালিকা এককে হেরে গেছেন সিনথিয়া খানম প্রিয়ন্তি। মিশ্র দ্বৈতের লড়াইয়ে গালিব-প্রিয়ন্তি জুটিও হেরে যায়। মাথেনা মাধুর্য্য বিশ্বাসের ইনজুরির কারণে বালিকা দ্বৈত ইভেন্টে কোর্টে নামতে পারেনি বাংলাদেশ। ‘দুর্ভাগ্য বরণ করতে হয়েছে আমাদের। নইলে হয়তো স্বর্ণপদক নিয়েই ফিরতে পারতাম’—গতকাল কাঠমান্ডু থেকে কালবেলা বলছিলেন বাংলাদেশ দলের কোচ মো. অহিদুজ্জামান রাজু। অনূর্ধ্ব-১৭ বিভাগে রৌপ্য পদক ছাড়াও অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে স্বাগতিক নেপালের কাছে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে। গত বছর আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় করে বাংলাদেশ। সে আসরে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সিফাত উল্লাহ গালিব। এবার ফাইনালে হারের পর এ শাটলার বলেছেন, ‘আমরা সামর্থ্যর সেরাটা দিয়ে চেষ্টা করেছি। তা শিরোপার জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। আসলে ইনজুরির ওপর তো কারোর হাত নেই।’
২১ আগস্ট, ২০২৩
X