বিসিআরএ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত চলচ্চিত্র সাংবাদিকদের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার একটি রেস্তোরায় এ দোয়া ও ইফতার মাহফিল হয়।  অনুষ্ঠানের শুরুতে বিসিআরএর সভাপতি সাংবাদিক ও আমাদের নতুন সময় এর সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাংবাদিক মুফদি আহমেদ, নায়িকা অন্জনা রহমান, অন্তর শো বিজের কর্ণধার স্বপন চৌধুরী, নায়ক সুব্রত, টেলিপ্যাবের সভাপতি মনোয়ার হোসেন পাঠান, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক গাজী মাহবুব, নায়িকা পলি, নায়িকা শাহনূর, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক শপথ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ইব্রাহিম খলিল খোকন, আব্দুল্লাহ জেয়াদ, দেশ নিউজ ২৪ এর প্রকাশক রোকেয়া চৌধুরী, ফখরুল আলম সোহাগ, অভিনেতা জ্যাকী আলমগীর।  এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক ইউসুফ খান, স্বপ্নের মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার কামরুজ্জামান  মিলু, চিত্রনায়ক কায়েস আরজু, নায়ক সনি রহমান, সাংবাদিক রাহাত সাইফুল, রুহুল আমিন ভুইয়া, আসিফ আলম, রোমন রয়, হাফিজ রহমান, রিফাত কবীর, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না, কণ্ঠশিল্পী সুমি, তানিশা খান, অভিনেত্রী শ্যামলী, সাগর সিদ্দিকী প্রমুখ।
০৫ এপ্রিল, ২০২৪

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাজধানীর কাঁঠালবাগানের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এ সময় ইফতার উপলক্ষে এ মিলনমেলায় সদস্যরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমানের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হক। এ সময় সংগঠনের সদস্যরা রাজবাড়ী জেলা এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং প্রয়াত সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের মাগফিরাত কামনা করে দোয়া করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর।
০১ এপ্রিল, ২০২৪

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ মার্চ) রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনজেএফ-ঢাকার সভাপতি শাহাদৎ হোসেন নিজামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নারায়ণগঞ্জের ফতুল্লার সহকমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, খিলগাঁও জোনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন লিয়ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজেএফ সহসভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, দপ্তর সম্পাদকসহ প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর হায়দার লেলিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানন আরা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা হিরণ, এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ রিয়াদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে- অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। নোয়াখালীর মানুষ ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করবে এই ফোরাম। তারা আরও বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে আরও জোরাল ভূমিকা রাখবে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম। ইফতার পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
৩০ মার্চ, ২০২৪

শৈলকুপায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহে শৈলকুপার মনোহরপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলার সীমান্ত বাজারে আওয়ামী লীগ নেতা বকুল মোল্লার ব্যবস্থাপনায়, ইউনিয়ন আওয়ামী লীগ এ ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল। এ সময় উপস্থিতি ছিলেন, শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, নিত্যানন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম খাঁ, বাবলু জোয়ার্দার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলু, মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাবেক ছাত্রনেতা মোস্তাক শিকদার, মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
২৯ মার্চ, ২০২৪

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় এবং সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা পলাশ রহমান। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে স্থানীয় বেষ্ট ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রবাসী সাংবাদিকরা ছাড়াও কম্যুনিটির ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি পলাশ রহমান বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। বহু প্রাণ ঝরিয়েছি। ২৫ মার্চ রাতে গণহত্যার মুখে পড়েছি। আমরা জানি স্বাধীনতার জন্য কত ত্যাগ করতে হয়, কত বিসর্জন দিতে হয়। কিন্তু ফিলিস্তিনির স্বাধীনতাকামীদের ত্যাগ, তাদের ওপর চালানো ইজরায়েলের গণহত্যা আমাদের স্তম্ভিত করেছে। তিনি বলেন, রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র মাস। এ মাসকে মুসলমানরা ইবাদতের মাস হিসেবে পালন করেন। কিন্তু এই পবিত্র মাসেও রেহাই পাচ্ছে না ফিলিস্তিনির মজলুম মানুষরা। ইজরায়েল তাদের ওপর গণহত্যা চালাচ্ছে। এ পর্যন্ত ৩২ হাজারের বেশি সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। বৃষ্টির মতো বোমা ফেলে ঘর-বাড়ি, হাসপাতাল ধ্বংস করেছে। দেড় শতাধিক ত্রাণকর্মী এবং সংবাদকর্মীকে হত্যা করেছে। তারা গাজায় ত্রাণ ঢুকতে বাঁধা দিচ্ছে। ক্ষুধাকে অস্ত্র বানিয়েছে। যা পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের অন্যতম।  পলাশ রহমান প্রশ্ন তুলে বলেন, আর কতো মানুষ মরলে, কতো মানবাধিকার লঙ্ঘন হলে বিশ্ববিবেক জাগবে? আর কতো শিশু, নারীর রক্ত ঝরলে আরব নেতাদের টনক নড়বে? তিনি বলেন- হিটলার, মুসলিনিদের চেয়েও ভয়ঙ্কর দানব নেতানিয়াহুকে থামানোর মতো কি কেউ নেই বিশ্বে? যদি না থাকে আমরা কীভাবে এই বিশ্বকে একটি সভ্য বিশ্ব বলতে পারি! পলাশ বলেন, পশ্চিমা নেতারা মুখে মানবাধিকারের কথা বললেও মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলতে তারা পছন্দ করেন। তাদের মুখে এখন আর মানবতার কথা মানায় না। তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। তারা এক দিকে মানবতার কথা বলেন, অন্যদিকে নিরীহ মানুষ হত্যা করতে অস্ত্র সরবরাহ করেন। তিনি বলেন, দানব ইজরায়েলকে থামতে হবে। তাদের রক্ত পিপাসার লাগাম টানতে হবে। স্বাধীন ফিলিস্তিন গড়তে হবে। অন্যথায় বিশ্বে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। পৃথিবী এক মহাযুদ্ধের দিকে এগিয়ে যাবে। যা আমাদের সবার ধ্বংস ডেকে আনবে। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবাধিকার বিষয়ে ইতালিয় ভাষায় প্রবন্ধ পাঠ করেন ভেনিসের সাবেক রাজনীতিক বেল্লাতো জাকমো এবং বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুস সালাম। বাংলাদেশের স্বাধীনতা এবং মৃতপ্রায় গণতন্ত্র বিষয়ে বক্তৃতার শুরুতে কোরআন তেলোয়াত করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি শাইখ আহমেদ। বক্তৃতা করেন উপদেষ্টা আমিনুল হাজারী, সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, প্রবাসী আওয়ামী লীগ নেতা আকতার হোসেন বেপারী, স্থানীয় পৌর কমিশনার (বাংলাদেশি বংশউদ্ভূত) আফাই আলি, ভেনিস বাংলা স্কুলের সহসভাপতি নাসির উদ্দিন পান্না, আওলাদ হোসেন অন্তু প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম টগর, ফাহিম হোসেন মুন্না ও আনোয়ার হোসেন।
২৮ মার্চ, ২০২৪

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল
নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) নিউইয়র্কের জ্যামাইকা আল আকসা পার্টি সেন্টারে (সাবেক তাজমহল পার্টি সেন্টার) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশটিতে বসবাসরত তিন শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশ নেয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সন্তান ও জাতিসংঘের প্রথম বাংলাদেশি মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামীম গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদের পরিচালনায় দোয়া ও মাহফিলে রোজার ফজিলত সম্পর্কে বয়ান করেন ছারছিনার পীর সাহেব। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মতিউর রহমান, সমন্বয়কারী আবদুল কাইয়ুম, অলিউল্লাহ খন্দকার সুমন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সাহাদাত হোসাইন, সমিতির সহসভাপতি ইসমাইল হোসেন, মোহাম্মদ ইকবাল এ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুল আলম, মোহাম্মদ জিয়াউর রহমান, ইয়াসিন মিয়া, মোহাম্মদ রাশেদুল কবির, সজল মোহাম্মদ, মোল্লা সানি, বি এম মাসুদ সালাউদ্দিন খান তুহিন, কাজী কামরুজ্জামান। সমিতির উপদেষ্টাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আহসানুল হক, ইঞ্জিনিয়ারন নুরুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, বি এম মুরাদ, অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবদীন ও মোহাম্মদ মোহসিন হোসেন। আর নির্বাচন কমিশনারদের মাঝে উপস্থিত ছিলেন জাকির খান ও মোহাম্মদ ইকবাল কবির।  গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়োলো সোসাইটির সাবেক সভাপতি আওয়াল ভূঁইয়া, আলী আক্কাস, বর্তমান সভাপতি মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দীক।  এ ছাড়াও নরসিংদী জেলার গণ্যমান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. ইরান, মুরাদ, সাইফুল, সাইফুল্লাহ ভূঁইয়া সুমন, ওবায়দুল হোসেন, শাহজালাল, রবি ঊল্লা, রুহল আমিন মোল্লা প্রমুখ।
২৭ মার্চ, ২০২৪

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল
ঢাকাস্থ কুুমিল্লা সাংবাদিক ফোরামের নতুন কমিটির পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ মার্চ) রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁতে এ মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, কুমিল্লা সাংবাদিক ফোরাম সব শ্রেণি পেশার মানুষের মিলন মেলার স্থান। প্রত্যেকের সক্ষমতার জায়গা থেকে কুমিল্লা সাংবাদিক ফোরামকে আরও এগিয়ে নিতে হবে। সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমি বিশ্বাস করি আজকের এ অনুষ্ঠান একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করবে। কুমিল্লা সাংবাদিক ফোরাম আগামী দিনগুলোতে সারা দেশে সাংবাদিকতা অঙ্গণে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি। বরেণ্য শিক্ষাবিদ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, কুমিল্লা সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে থাকলেও শিক্ষাখাতে এর অগ্রগতি আশানুরূপ নয়। আমি আশা করবো কুমিল্লার গুণিজন শিক্ষাখাতে কুমিল্লাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, কুমিল্লা বিভাগ চাই। কিন্তু আমরা এটা এখনও একসঙ্গে বলতে পারিনা। কারণ আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের সম্পর্ক নেই। সবার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে হবে। কুমিল্লা সাংবাদিক ফোরাম আমাদের একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে এক অনন্য প্ল্যাটফর্ম হবে বলে আমি বিশ্বাস করি। কুমিল্লার মানুষ ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করবে এই ফোরামের নেতৃবৃন্দ। একপর্যায়ে সম্প্রতি নির্বাচনের মাধ্যমে ২০২৪-২৬ সেশনের জন্য গঠিত হওয়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। এছাড়া উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জাতীয় যাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বিটিআরসি কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন এবং অ্যাসোসিয়েট হেড অব নিউজ শহিদুল আজম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রশিদ, মোস্তফা হোসেইন ও প্রণব মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ড. এ কে এম ফারুক, কুমিল্লা যুব সমিতির সভাপতি অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, বায়ো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ, পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. হায়াতুন নবী। আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শিশির, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের (খিলগাঁও) কাউন্সিলর মো. মাহবুবুল আলম, মার্ভেলাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাঈদ আহমদ খান ও মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল অদুদ ও এম. এস. দোহা, যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন জসিম ও কামরুজ্জামান বাবলু, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রচার-প্রকাশনা সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সমাজকল্যাণ সম্পাদক জহির আলম সিকদার, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, আন্তর্জাতিক সম্পাদক বদরুল আলম মজুমদার, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য সায়ীদ আবদুল মালিক, মোহাম্মদ মাসুদ ও কমল চৌধুরী।
২৪ মার্চ, ২০২৪

বগুড়ায় ইফতার মাহফিল থেকে জামায়াত সন্দেহে আটক ৯
বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। জামায়াত নেতাকর্মী সন্দেহে তাদের আটক করা হয়। পুলিশি অভিযানে ওই ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের জলেশ্বরিতলা এলাকার রেড চিলিজ রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়েছে। আটক ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  সূত্র জানায়, রেড চিলিজ রেস্তোরাঁর পঞ্চম তলায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতারের আয়োজন করা হয়। সেখানে বগুড়ার সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ প্রধান অতিথি ছিলেন। বিকেল ৩টার দিকে শুরু হওয়া ওই ইফতার মাহফিলে প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।  রেড চিলি রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন জানান, ৩টার দিকে ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতার মাহফিল শুরু হয়। ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি ইফতারের জন্য রেস্তোরাঁ বুকিং দিয়েছিলেন। তিনি নিজেকে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ হিসেবে পরিচয় দেন। আরিফ বলেন, পুলিশি অভিযানের পর ইফতার মাহফিলের আয়োজন ভন্ডুল হয়ে যায়।   সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আহমাদুল্লাহ জানান, বগুড়া জেলায় নতুন পদায়ন পেয়ে এসেছেন। ডোমানপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ইসমাইল তাকে দাওয়াত করেছিলেন। তিনি বলেছিলেন জেলার বেশকিছু মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে ইফতারের আয়োজন হবে। পরে গিয়ে দেখেন তার কথার সঙ্গে আয়োজনে গরমিল। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত। না বুঝে সেখানে যাওয়াটা ঠিক হয়নি। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াত নেতাকর্মী সন্দেহে সেখান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
১৭ মার্চ, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১তম ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১তম ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজধানী উত্তরায় অভিজাত এক রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের সব বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে ৩১তম ব্যাচের আইন বিভাগের ছাত্র, সিটি ব্যাংকের হেড অব লিগ্যাল ম্যানেজমেন্ট অ্যাডভোকেট শওকত হাসানের অকাল মৃ্ত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের পেয়ে আড্ডা-আলোচনায় ইফতার মাহফিল প্রাণবন্ত হয়ে উঠে।
১৬ মার্চ, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে চকবাজার থানা বিএনপি। শনিবার (১৫ মার্চ) বিকেলে চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহসভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা  কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর  শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস  সালাম। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় তিনি কারাবন্দী বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।   এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩ নং ওয়ার্ড সহসভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।   এছাড়াও সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর বাসায় যান আব্দুস সালাম।
১৬ মার্চ, ২০২৪
X