ব্রাহ্মণবাড়িয়ার চার উপজেলায় যুবলীগের কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার ৪টি উপজেলায় কমিটি গঠন করেছে যুবলীগ। বৃহস্পতিবার (২ মে) এসব কমিটি ঘোষণা করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাড. মো. শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত যেসব শাখাসমূহে যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সদর উপজেলা, সদর পৌরসভা, বিজয়নগর উপজেলা ও বাঞ্ছারামপুর উপজেলা শাখা। নতুন কমিটিতে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- সদর উপজেলা যুবলীগের আংশিক কমিটির সভাপতি মো. আলী আজম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রানা ও যুগ্মসাধারণ সম্পাদক মো. বিল্লাল আহমেদ।  ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শাখা যুবলীগের আংশিক কমিটির সভাপতি আল আমিন সওদাগর, সহসভাপতি আমজাদ হোসেন রনি, সহসভাপতি মো. এমরান হোসেন মাসুদ এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন লিটন। বিজয়নগর উপজেলা যুবলীগের আংশিক কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি মুখলেসুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. রাসেল খান। বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের আংশিক কমিটির সভাপতি সমাপ্ত রঞ্জন সাহা, সহসভাপতি মো. জাকির হোসেন, সহসভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক আবু নাছির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু এবং সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন। ওই কমিটিসমূহকে আগামী ৬০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা যুবলীগের অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
০২ মে, ২০২৪

বঙ্গবন্ধু হত্যা প্রতিরোধ যোদ্ধাদের স্বীকৃতি দিতে কমিটি গঠন হাইকোর্টের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ (১৯৭৫-১৯৭৯) চিহ্নিত করে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সুপারিশ করতে চার সচিবের সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে রায় দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, সমাজকল্যাণ সচিব ও অর্থ সচিবকে নিয়ে করা এ কমিটিকে ৪ আগস্টের মধ্যে ‘প্রতিরোধ যোদ্ধাদের’ চিহ্নিত করার বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাঁচ ব্যক্তির করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। আইনজীবী বাকির উদ্দিন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তৎকালীন সামরিক সরকার মিছিল-মিটিং বন্ধ করে দেয়। তা সত্ত্বেও নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুরের ফরিদগঞ্জ ও ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ হয়। ১৯৭৫ সালে জাতীয় মুক্তি বাহিনী ও জাতীয় মুজিব বাহিনী নামে দুটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী গঠিত হয়। বঙ্গবন্ধুভক্ত ছাত্র, তরুণ ও মুক্তিযোদ্ধারা তখন ওই বাহিনীতে যোগ দিয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সপরিবার বঙ্গবন্ধুকে হত্যার ৪৭ বছর পার হলেও সেই প্রতিরোধ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাই পাঁচজন প্রতিরোধ যোদ্ধা ২০২২ সালে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি শেষে রায় দিলেন হাইকোর্ট।
৩০ এপ্রিল, ২০২৪

হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশন / নতুন কমিটি গঠন
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে গতকাল বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নবম সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আগামী তিন বছর মেয়াদে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি সিলেকশনের মাধ্যমে গঠন করা হয়েছে। গঠিত নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নূরুল ইসলাম, সহসভাপতি হয়েছেন চারজন মো. জাহাঙ্গীর হোসেন, এসএম খালেকুজ্জামান স্বপন, মো. নাসির উল্লাহ লাবলু ও মো. সেলিম মিয়া বাবু। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মকবুল হোসেনকে। সহকারী সাধারণ সম্পাদক পদে আছেন দুজন উত্তম সেনগুপ্ত ও মো. দিদার হোসেন। কমিটির কোষাধ্যক্ষ হলেন মো. আল হক উর রহমান। সাংগঠনিক সম্পাদক হলেন পারভিন নাছিমা নাহার পুতুল। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য ১৫ জনের মধ্যে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ, লাজুল নাহার করিম কস্তুরী, আয়শা জামান খুকী, রাশিদা আফজালুন নেসা, কামরুন নাহার হীরু, ডা. ফারজানা আক্তার ভূঁইয়া (লিপি), মো. রেজওয়ান ইসলাম তামিম, মোহাম্মদ দীন ইসলাম, মো. মনিরুল হক মৃধা (মনোজ), মো. আসাদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মীর খায়রুজ্জামান, মো. ইসমাইল হোসেন, আজিজুল হক ও মো. আখতারুজ্জামান আউয়াল।
২৯ এপ্রিল, ২০২৪

ওলামা দলের নতুন আংশিক কমিটি গঠন
প্রায় তিন মাস সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার পর জাতীয়তাবাদী ওলামা দলের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়। ওলামা দলের নতুন আহ্বায়ক হয়েছেন মাওলানা কাজী মো. সেলিম রেজা এবং সদস্য সচিব মাওলানা কাজী আবুল হোসেন। সেলিম রেজা গত কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। ওলামা দলের পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা কারি গোলাম মোস্তফা ও মাওলানা মো. দেলোয়ার হোসেইন। গত ১ ফেব্রুয়ারি ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে ১৭১ সদস্যের কমিটি বিলুপ্ত করে সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ২০১৯ সালের ৫ এপ্রিল ওলামা দলের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।
২৭ এপ্রিল, ২০২৪

আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : ওবায়দুল কাদের
উপজেলা নির্বাচন চলাকালীন আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  ওবায়দুল কাদের বলেন, সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে। তিনি বলেন, মন্ত্রী-এমপির নিকটজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। ভবিষ্যতে যারা করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।  সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
২০ এপ্রিল, ২০২৪

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে একই পরিবারের তিনজনসহ ৫ যাত্রী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ। কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটিতে পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন কমিটিতে সদস্য হিসেবে আছেন। এদিকে এ ঘটনায় এমভি ফারহান-৬ ও এমভি তাসরিফ-৪-এর রুট পারমিট বাতিল করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত নেন। নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন এ তথ্য জানান। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ নম্বর পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি পুবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান-৬ নামের আরেকটি লঞ্চ প্রবেশের চেষ্টা চালায়। এ সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজন যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। এদের মধ্যে বাবা-মা ও সন্তান ছিল। পরে তাদের হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান জানিয়েছেন, এ দুর্ঘটনার পর এমভি ফারহানের চালক পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।
১১ এপ্রিল, ২০২৪

কালবেলায় সংবাদ প্রকাশ / ঢাবিতে প্রক্টরিয়াল টিম সদস্যের চাঁদাবাজির ঘটনায় তদন্ত কমিটি 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে প্রক্টরিয়াল মোবাইল টিম সদস্য মো. জুয়েল রানার বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) গঠিত চার সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা ও সদস্য সচিব হিসেবে ড. মো. হাসান ফারুককে রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর ড. এম এল পলাশ ও মুহাম্মদ মাঈনউদ্দিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতি দ্রুত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব ড. মো. হাসান ফারুক বলেন, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদন প্রস্তুত করা হবে। কালক্ষেপণ করার সুযোগ নেই। এর আগে, গতকাল কালবেলায় ‘ঢাবির প্রক্টরিয়াল টিমের সদস্যের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ সংবাদের প্রেক্ষিতে এদিনই তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৩ মার্চ (দ্বিতীয় রোজার দিন) সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত জুয়েল হাকিম চত্বরের ফুলের দোকানি সমতাজ বেগমের কাছ থেকে চাঁদা নেন বলে ভুক্তভোগী নিজেই কালবেলাকে বিষয়টি সম্প্রতি জানান। লোকজনের আড়াল করতে চাঁদার এই এক হাজার টাকা জুয়েল গোলাপ ফুলের ভেতরে ভরে গ্রহণ করেছেন এবং অন্যান্য ভ্রাম্যমাণ দোকানগুলো থেকেও প্রতিনিয়ত এভাবে মাসিক চাঁদা নেন বলে জানান তিনি। এসময় তার কয়েকজন সহকর্মীও ছিলেন বলে জানান ভুক্তভোগী। চাঁদা নেওয়ার ঘটনায় অভিযোগ করে ফুলের দোকানি সমতাজ বেগম কালবেলাকে বলেন, এখানে (হাকিম চত্বর এলাকা) দোকান বসানোর কারণে প্রক্টরিয়াল টিমের জুয়েলকে আমার ১ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। জুয়েল দ্বিতীয় রোজার দিন সন্ধ্যায় আমার কাছ থেকে এই টাকাটা নেয়, তখন তার সাথে প্রক্টরিয়াল টিমের আরও তিন-চারজন লোক ছিল। আমি তাদের নাম জানি না। আর টাকাটা যখন সে নিয়েছে তখন তা গোলাপ ফুলের ভেতরে ভরে দিতে হয়েছে। চাঁদা নেওয়ার সময় লোকজন দেখবে বলে ফুলের ভিতর ভরে দিতে বলে সে। তিনি বলেন, আমি ক্যান্সারের রোগী। চিকিৎসার জন্য একজন আমাকে এই এক হাজার টাকা দিয়েছিলো। সেটাই জুয়েলকে দিয়ে দিতে হয়েছে। জুয়েল আমার কাছে প্রতিমাসে ১ হাজার টাকা করে চাঁদা চেয়েছে। চাঁদা দিলেই শান্ত থাকে, আর না দিলেই ঝামেলা করে, দোকানপাট ভেঙ্গে ফেলে। সমতাজ বেগম কালবেলাকে আরও বলেন, বইমেলা যখন চলছিল তখনও এখানে ফুলের দোকান চালানোর জন্য জুয়েল আমার কাছে চাঁদা চেয়েছিল, ওই সময় আমি টাকা দিতে পারিনি। যার কারণে, আমার দোকানের সবকিছু ভেঙ্গে ১২০ পিস ফুল (প্রতি ফুলের ক্রয়মূল্য ১৫ টাকা) নিয়ে টিএসসির ডাস চত্বরের ফুলের দোকানদার পারভীন ও আলমের মায়ের কাছে বিক্রি করেছে। ডাস চত্বরের ফুলের দোকানদাররা সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাসে গাঁজা ও ইয়াবা বিক্রি করে। তাদের কাছ থেকে জুয়েল গাঁজা নিয়ে খায়। আর ক্যাম্পাসে যতগুলো দোকান আছে, এগুলো থেকে জুয়েলসহ প্রক্টরিয়াল টিমের কয়েকজন চাঁদা নেয়।
০৯ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন
বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর স্থলে ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (উত্তর)’ ও ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (দক্ষিণ) নামীয় দুটি সাংগঠনিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও সুশৃঙ্খল করতে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।  রোববার (৭ এপ্রিল) কেন্দ্রীয় প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (উত্তর)-এ ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী মো. হারুন অর রশিদকে আহবায়ক, এ বি এম সেলিম আহমেদ ও সাইফুল মতিন টিপুকে যুগ্মআহবায়ক এবং ডা. মো. হারুন-উল মোর্শেদকে সদস্য-সচিব করা হয় এবং বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (দক্ষিণ)-এ ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, মো. আজিজুল হক ও মো. মইনুল ইসলামকে যুগ্মআহবায়ক এবং নাফিজ হোসেন দীপকে সদস্য-সচিব করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের জন্য ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- অ্যাডভোকেট দিদার আলী, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ, ড. আফরোজা পারভীন, পেয়ারা খান, মো. আবুল হোসেন।
০৭ এপ্রিল, ২০২৪

শৈলকূপায় প্রধান শিক্ষকের ওপর হামলা
ঝিনাইদহের শৈলকূপায় ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে পরিমল কুমার বিশ্বাস নামের এক প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত অবস্থায় ওই শিক্ষক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (৫ এপ্রিল) ভোররাতে উপজেলার যুগনী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষক স্থানীয় বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গেছে, বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় ইউপি সদস্য সুব্রত কুমার বিশ্বাস দীপক ও ব্রাক্ষণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাগনী সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার বিশ্বাস জানান, বৃহষ্পতিবার রাতে আমি নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই শুক্রবার ভোরের দিকে আমার নাম ধরে একদল ব্যক্তি ডাকতে থাকে। আমি ঘুম থেকে ওঠে দরজা খুলে দেখতে পাই মুখ বাঁধা অবস্থায় ৭-৮ জনের সংঘবদ্ধ একদল আমাকে হুমকি দিতে থাকে- এবার স্কুল কমিটির নির্বাচনে সভাপতি বানাবি ওসি আকুল চন্দ্র বিশ্বাসের স্ত্রী অপর্ণাকে। আমি তাদের বোঝানোর চেষ্টা করি এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আমাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এসব অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।  এ ব্যাপারে শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫ এপ্রিল, ২০২৪

খাদ্য গুদাম কর্মকর্তা সেই উম্মে কুলসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদির আঞ্চলিক হলতা খাদ্য গুদামের উপপরিদর্শক উম্মে কুলসুমের বিরুদ্ধে সরকারি গুদামের চাল চুরির ভিডিও ভাইরালের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার (৪ মার্চ) বরিশাল আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জহিরুল ইসলামের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জহুরুল ইসলাম। তদন্তকারী কর্মকর্তারা হলেন গৌরনদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অশোক কুমার, হিজলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম ও বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের টেকনিক্যাল এসআই মো. দেলোয়ার হোসেন। ঘটনার বিষয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবিনা পারভিনের বলেন, হলতা গুদামের ঘটনার প্রসঙ্গে বরিশালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি শুনেছি সেখানে বিভাগীয় কর্মকর্তারা আসছেন তদন্ত করছেন। আশা করি তদন্তে সঠিক বেরিয়ে আসবে। এর আগে বুধবার (৩ এপ্রিল) বাকেরগঞ্জ হলতা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্যগুদাম থেকে চাল ব্যবসায়ী সিন্ডিকেট রাজা খানের চাতালে ১৫ বস্তা চাল পাঠানোর ভিডিও ভাইরাল হয়।  ভিডিওতে দেখা যায়, নসিমন ভর্তি চাল নেওয়া হচ্ছে রাজা খানের বাড়িতে। এ সময় নসিমনের চালক বলছেন, হলতা গুদাম থেকে চাল নিয়ে রাজা খানের বাড়িতে নিয়ে যাব। ভিডিওতে শোনা যায়, রাজা খান কি করেন, উত্তরে চালক বলেন সে চালের ব্যবসা করেন। সে কিসের চাল ছাড়িয়েছেন বলতে পারেন না নসিমন চালক।  এ ঘটনায় গত ৩ এপ্রিল জাতীয় দৈনিক কালবেলা ‘সরকারি খাদ্যগুদামের চাল চুরির ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
০৫ এপ্রিল, ২০২৪
X