গাজীপুরে টাইলস কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুরে একটি টাইলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের একটি টাইলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ। তিনি বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের একটি কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।  পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
০১ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামের বায়েজিদে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪টায় টেক্সিটাইল মোড়ের ওই তৈরি জুতার কারখানার ৬ তলায় আগুনের সূত্রপাত হয়।  বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা নগরের বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান। কালবেলাকে তিনি বলেন, বিকেল চারটায় আগুনের সূত্রপাত হয় বলে খবর পাই। এখন পর্যন্ত বায়েজিদ ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বারোটি টিম ঘটনাস্থলে কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে, বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুজ্জামান। তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনি, তারপর বিস্তারিত জানা যাবে। এ দিকে প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক জসিম উদ্দিন জানান, মেরিন সিটি মেডিকেল ও হাসপাতালের যে সাইনবোট সেদিকে লক্ষ করলেই দেখা যাচ্ছে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো আকাশ। ধোঁয়ায় এলাকায় বিদ্ঘুটে পরিস্থিতির জন্ম দিয়েছে।
২৯ মার্চ, ২০২৪

এটিএম লুঙ্গির কারখানায় আগুন
টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।  এ ব্যাপারে টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। তবে তিনটি ইউনিট ৪৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি বলেন, জায়গাটা রিসাইকেলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। সে কারণেই পাঁচটি ইউনিট স্পটে আনা হয়েছিল। এদিকে এটিএম কারখানার ম্যানেজার মো. আলম মিয়া জানান কারখানায় আগুন নিয়ন্ত্রণ আসলেও এর মধ্যেই প্রায় ৬ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবেই আগুন লেগেছে সেটি জানা যায়নি।
১০ মার্চ, ২০২৪

পুরান ঢাকায় কারখানায় আগুন
রাজধানীর পুরান ঢাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে মাহুতটুলি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানিয়েছে, পুরান ঢাকার মাহুতটুলি তারা মসজিদের পাশে একতলা ভবনের নিচতলায় থাকা একটি জুতার কারখানায় সকাল ৯টার কিছু সময় পর আগুন লাগে।  সকাল ৯টা ২০ মিনিটে সংবাদ পেয়ে ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মকর্তা ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উল্লেখ্য, সারা দেশে গত বছর ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হিসাবে দৈনিক গড়ে ৭৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে নিহত হয়েছেন ১০২ জন ও আহত হয়েছেন ২৮১ জন। এতে সম্পদের ক্ষতি হয়েছে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ টাকা। রোববার ফায়ার সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসে ৪৮ কর্মী আহত হয়েছেন। আর অগ্নিনির্বাপণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন কর্মী। আগুনে আহত ও নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সারা দেশে আহত ২৮১ জনের মধ্যে পুরুষ ২২১ ও নারী ৬০ জন এবং নিহত ১০২ জনের মধ্যে ৭৩ জন পুরুষ ও ২৯ জন নারী। বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি–সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা ও গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা বেশি ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে বৈদ্যুতিক গোলযোগে ৯ হাজার ৮১৩টি, বিড়ি–সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ৯০৬টি, চুলা থেকে ৪ হাজার ১১৭টি। এ ছাড়া ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৯২৩টি, গ্যাসের লাইন লিকেজ থেকে ৭৭০টি, গ্যাস সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণ থেকে ১২৫টি এবং বাজি পোড়ানো থেকে ৮৭টি আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে জানা গেছে, বাসাবাড়ি বা আবাসিক ভবনে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। সারা দেশে বাসাবাড়িতে ৬ হাজার ৯৫৬টি আগুন লাগে, যা মোট আগুন লাগার ঘটনার ২৫ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া গোয়ালঘর ও খড়ের গাদায় ৪ হাজার ২৭৭টি, রান্নাঘরে ২ হাজার ৯৩৮টি, দোকানে ১ হাজার ৮২১টি, হাটবাজারে ১ হাজার ২৬৪টি, বিপণিবিতানে ৭৫৯টি, পোশাকশিল্প প্রতিষ্ঠানে ৪০৩টি, হাসপাতাল–ক্লিনিক ও ফার্মেসিতে ২৪৮টি, রেস্তোরাঁয় ২৪৬টি, বিদ্যুৎ উপকেন্দ্রে ২৩২টি, বস্তিতে ১৯৯টি, বহুতল ভবনে ১৪৭টি, শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪০টি, ধর্মীয় প্রতিষ্ঠানে ৯৬টি এবং পাটগুদাম-পাটকলে ৯৪টি আগুনের ঘটনা ঘটেছে। গত বছর সারা দেশে স্থলপথে চলাচলকারী যানবাহনে ৫০৬টি, নৌযানে ৭৩টি ও ট্রেনে ১২টি অগ্নিকাণ্ড হয়েছে। মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, গত বছরের মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাসে বেশি আগুনের ঘটনা ঘটেছে।  
০৫ ফেব্রুয়ারি, ২০২৪

গাজীপুরে সুতার কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে আল আকসা সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সুতা ও অন্যান্য মালপত্র পুড়ে গেছে।
১৬ জানুয়ারি, ২০২৪

গাজীপুরে কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, আজ সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে রাখতে পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
১৫ জানুয়ারি, ২০২৪

ভারতে গ্লাভস কারখানায় আগুন লেগে ৬ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ২টা ১৫ মিনিটে প্রদেশের ঔরঙ্গাবাদ শহরের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। কারখানার শ্রমিকরা জানান, শনিবার রাতে কারখানা বন্ধ করে ভেতরে ১৩ জন ঘুমাচ্ছিলেন। এই কারণে আগুন লাগলেও তারা টের পাননি। মোহন মুংসে নামে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, রাত ২টা ১৫ মিনিটে আমাদের আগুনের খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, পুরো কারখানা ভবন আগুনে জ্বলছে। আমাদের দমকলকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করে ছয় জনের মরদেহ উদ্ধার করেছে। রোববার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
৩১ ডিসেম্বর, ২০২৩

কর্ণফুলীতে সুতার কারখানায় আগুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে শিকলবাহা আবদুস ছালামের মালিকানাধীন সুতা কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কারখানাটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্ণফুলী ফায়ার সার্ভিস। কর্ণফুলী ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি জানান, ভোরে বিদ্যুৎ সঞ্চালনের লাইন থেকে কারখানাটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকার মালপত্র উদ্ধার করে।
২৭ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরে দুই কারখানায় আগুন
গাজীপুরের কালিয়াকৈরে দুটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তাদের আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা দুটি হলো সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানা ও কোয়ালিটি ডাইং কারখানা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা জানান, কারখানায় আগুন দেখে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় জয়দেবপুর ও সাভারসহ আশপাশের ইউনিটগুলোকে খবর দেওয়া হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে এই দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘স্থানীয়রা ঘটনাস্থল থেকে ফোনের মাধ্যমে আগুন লাগার সংবাদ জানান। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। পরে আশপাশের আরও দুটি ইউনিট যোগ হয়ে আগুন নেভায়।’
১৫ নভেম্বর, ২০২৩

বেতন বৃদ্ধির দাবি / গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরের কোনাবাড়ীতে এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আগুন দিয়েছে আন্দোলনকারী বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।  সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাশিমপুর-কোনাবাড়ী রোডের ওই কারখানার গেট ভেঙে উত্তেজিত শ্রমিকরা ভিতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধর করেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আন্দোলনের কারণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করে। কিন্তু এবিএম ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। খবরটি আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা ওই কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে  কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেওয়ায় আন্দোলনকারীরা গেট ভেটে ভেতরে প্রবেশ করে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে। এক পর্যায়ে কারখানায় আগুন জ্বালিয়ে দেয়ে। খবর পেয়ে কাশিমপু ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনাবাড়ী থানার ওসি কালবেলাকে বলেন, আগুন লাগা কারখানাটি চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন কিনা জানা যায়নি। তবে এটি এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানা। এ প্রসঙ্গে চিত্রনায়ক অনন্ত জলিল কালবেলাকে বলেন, এটা আমার ফ্যাক্টরি না। আমার ফ্যাক্টরি সাভারের হেমায়েতপুরে।     এর আগে বেতন বাড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো চলমান আন্দোলনে দুপুর দেড়টার দিকে টঙ্গীতে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়েছে। দুপুরে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে টানা সপ্তম দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। শ্রমিক বিক্ষোভের মুখে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর দেড়টার দিকে রাসেল হাওলাদার নামে এক পোশাক শ্রমিক আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল হাওলাদার ঝালকাঠি জেলার বিনাইকাঠি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। তিনি কলম্বিয়া এলাকার নূর আলমের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ডিজাইন এক্সপ্রেস কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) ইব্রাহীম খান জানান, রাসেল হাওলাদার নামে ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
৩০ অক্টোবর, ২০২৩
X