গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, আজ সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল আকসা সুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে রাখতে পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল মির্জাপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
মন্তব্য করুন