গাজীপুরের কালিয়াকৈরে দুটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তাদের আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা দুটি হলো সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানা ও কোয়ালিটি ডাইং কারখানা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, কারখানায় আগুন দেখে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় জয়দেবপুর ও সাভারসহ আশপাশের ইউনিটগুলোকে খবর দেওয়া হয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে এই দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘স্থানীয়রা ঘটনাস্থল থেকে ফোনের মাধ্যমে আগুন লাগার সংবাদ জানান। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। পরে আশপাশের আরও দুটি ইউনিট যোগ হয়ে আগুন নেভায়।’
মন্তব্য করুন