কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বেতন বৃদ্ধির দাবি

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

কোনাবাড়ি এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত
কোনাবাড়ি এলাকায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আগুন দিয়েছে আন্দোলনকারী বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাশিমপুর-কোনাবাড়ী রোডের ওই কারখানার গেট ভেঙে উত্তেজিত শ্রমিকরা ভিতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মারধর করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আন্দোলনের কারণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করে। কিন্তু এবিএম ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। খবরটি আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা ওই কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেওয়ায় আন্দোলনকারীরা গেট ভেটে ভেতরে প্রবেশ করে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে। এক পর্যায়ে কারখানায় আগুন জ্বালিয়ে দেয়ে। খবর পেয়ে কাশিমপু ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কোনাবাড়ী থানার ওসি কালবেলাকে বলেন, আগুন লাগা কারখানাটি চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন কিনা জানা যায়নি। তবে এটি এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানা।

এ প্রসঙ্গে চিত্রনায়ক অনন্ত জলিল কালবেলাকে বলেন, এটা আমার ফ্যাক্টরি না। আমার ফ্যাক্টরি সাভারের হেমায়েতপুরে।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো চলমান আন্দোলনে দুপুর দেড়টার দিকে টঙ্গীতে রাসেল হাওলাদার নামে এক শ্রমিক নিহত হন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে পুলিশ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়েছে।

দুপুরে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে টানা সপ্তম দিনের মতো সোমবারও গাজীপুরে আন্দোলনে নামেন শ্রমিকরা। এদিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ সময় তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত একদল শ্রমিক একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। শ্রমিক বিক্ষোভের মুখে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর দেড়টার দিকে রাসেল হাওলাদার নামে এক পোশাক শ্রমিক আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল হাওলাদার ঝালকাঠি জেলার বিনাইকাঠি গ্রামের হান্নান হাওলাদারের ছেলে। তিনি কলম্বিয়া এলাকার নূর আলমের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ডিজাইন এক্সপ্রেস কারখানার ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) ইব্রাহীম খান জানান, রাসেল হাওলাদার নামে ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তের কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে চোরাকারবারি ধরা

আলেমরাই পারেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে : ড. কাইয়ুম

মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন

এক নামের সবাইকে কি মাফ করে দেওয়া হবে? যা বলছেন বিশেষজ্ঞ

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

ঘুষের অভিযোগ / দুদকের শুনানিতে বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

১০

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

১১

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

১২

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

১৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

১৪

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

১৫

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

১৬

স্টেডিয়ামে ধ্বংস করা হলো উদ্ধারকৃত ১৬ ককটেল

১৭

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

১৮

এবার ব্রুনাইয়ের জালে বাংলাদেশের গোলবন্যা

১৯

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

২০
X