গাছে ট্রাকের ধাক্কা, সড়কে পড়ে চালক নিহত
ফরিদপুরের মধুখালীতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের (৩২) নিহত হয়েছেন। আহত অবস্থায় ট্রাকের সহকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনমালীদিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের মারা যান। নিহত চালক জুবায়ের ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর এলাকার সামছুল মণ্ডলের ছেলে। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
০৬ মে, ২০২৪

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মহিউদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর এলাকার ও মধ্য বাজারের ফার্নিচার ব্যবসায়ী কবির হোসেন ইকবালের ছেলে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস মোড় এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী ইতি পরিবহন বাস চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই জসিম উদ্দিন বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৫ এপ্রিল, ২০২৪

ক্ষুরের আঘাতে অটোরিকশা চালক নিহত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ওয়াজ মাহফিলের পাশে ক্ষুরের আঘাতে মুস্তাকিন (১৯) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদ্রাসার সামনে রায়হর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মুস্তকিনকে বাঁচাতে এসে তারা মিয়া (১৯) ও বাবুল (২০) নামে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর আনসার নগর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল স্থগিত করে দেন আয়োজকরা। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাঁচবাগ ইউনিয়নের আনসার নগর মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলায় বসে। মেলায় চরশাখচূড়া গ্রামের সূর্যত আলীর ছেলে মুস্তকিনের সঙ্গে পার্শ্ববর্তী চৌকা গ্রামের মোর্শেদ আলীর ছেলে সজল মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মুস্তকিনকে সজল ক্ষুর দিয়ে আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে মারা যায় সে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাগলা থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ঝিনাইদহে ট্রাক্টর উল্টে চালক নিহত
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ মণ্ডল (৩৫) নামের চালক নিহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কিত্তিনগর গ্রাম এলাকায়। নিহত চালক উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের ইজাহার মণ্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাটবাড়িয়া এলাকায় বালি রেখে খালি ট্রাক্টর নিয়ে কাতলাগাড়ির উদ্দেশ্যে রওনা হন চালক আরিফ। কাতলাগাড়ি-লাঙ্গলবাঁধ সড়কের কিত্তিনগর গ্রামে ব্রিজের কাছে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন চালক। এ ঘটনায় ট্রাক্টরের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় চালক আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ট্রাক-ট্রেন সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
গাজীপুরের টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় নবীন মিয়া নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীন মিয়া (২০) নেত্রকোনার পূর্বধলা থানার ধলা এলাকার দুদু মিয়ার ছেলে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা বহনকারী একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এ সময় অটোরিকশার চালক নবীন মিয়াসহ দুইজন গুরুতর আহত হন।  পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নবীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

রাজধানীতে বাসের ধাক্কায় চালক নিহত
রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় দ্রুতগামী এক বাসের ধাক্কায় লাব্বাইক পরিবহনের এক চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম মো. রাসেল (৩০)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর গ্রামের মৃত মাসুদ সরকারের ছেলে।    শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  জানা যায়, সানারপাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি বাস লাব্বাইক পরিবহন নামের বাসটিকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হন চালক রাসেল। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মো. আরিফ জানান, আমরা দুজনেই লাব্বাইক নামে একটি যাত্রীবাহী বাসের চালক। বিকেলের দিকে খাওয়া-দাওয়া শেষে রাস্তা পার হচ্ছিল রাসেল। এ সময় দ্রুতগতির একটি বাস রাসেলকে ধাক্কা  দেয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১০ ফেব্রুয়ারি, ২০২৪

হাতিরঝিলে অটোরিকশা উল্টে চালক নিহত
রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক আশরাফ হোসাইন (৪২) মারা গেছেন। গতকাল বিকেলে মাইটিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মামা মাহতাব উদ্দিন জানান, আশরাফের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ কে স্কুলের পেছনে স্ত্রী রোজিনা আক্তার ও ছেলেমেয়ে নিয়ে ভাড়া থাকতেন। সিএনজি অটোরিকশা ভাড়ায় চালাতেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুই যাত্রী সামান্য আঘাত পেলেও গুরুতর আহত হন চালক। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।
৩০ জানুয়ারি, ২০২৪

হাতিরঝিলে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত
রাজধানীর হাতিরঝিলে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক আশরাফ হোসাইন (৪২) মারা গেছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত আশরাফের মামা মাহতাব উদ্দিন জানান, আশরাফের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। বাবার নাম তোফাজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এ কে স্কুলের পেছনে একটি বাসায় স্ত্রী রোজিনা আক্তার ও এক ছেলে এক মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। ভাড়ায় সিএনজি অটোরিকশা চালাতেন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই অটোরিকশা চালক হাতিরঝিল মাইটিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় অটোরিকশাটি উল্টে যায়। এতে দুজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৯ জানুয়ারি, ২০২৪

ট্রাকচাপায় রাইদার চালক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় ট্রাকচাপায় মো. সজীব রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাইদা পরিবহন বাসের চালক ছিলেন। গত বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজীবের বাবা মো. শাহ আলম জানান, তাদের বাসা যাত্রাবাড়ী গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে। দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিল সজীব। তার স্ত্রীর নাম নাজমা। তাদের এক ছেলে আছে। তিনি আরও জানান, গত রাতে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন সজীব। গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সজীবকে দ্রুত মনোয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান সজীব।
২০ জানুয়ারি, ২০২৪

যশোরে আলমসাধু-ভ্যান সংঘর্ষে চালক নিহত
যশোরের মনিরামপুরে আলমসাধু ও ভ্যানের সংঘর্ষে আবু তালেব (৫৫) নামের ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াডাঙ্গা কাঠগোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব পৌরসভার স্বরূপদাহ গ্রামের রোস্তম ব্যাপারীর ছেলে। নিহতের ছেলে হাফিজুর রহমান জানান, ভোরে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে ভাড়ায় গিয়েছিলেন তার বাবা আবু তালেব। পোড়াডাঙ্গা কাঠগোলা মোড়ে মাছবাহী আলমসাধুর সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় আলমসাধু তার শরীরের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা খাতুন বলেন, হাসপাতালে আনার আগে আবু তালেবের মৃত্যু হয়েছে। মনিরামপুর থানার (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
২৬ ডিসেম্বর, ২০২৩
X