গাজীপুরের টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় নবীন মিয়া নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীন মিয়া (২০) নেত্রকোনার পূর্বধলা থানার ধলা এলাকার দুদু মিয়ার ছেলে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর মধুমিতা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা বহনকারী একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি পাশে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এ সময় অটোরিকশার চালক নবীন মিয়াসহ দুইজন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নবীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মন্তব্য করুন