ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে আরিফ মণ্ডল (৩৫) নামের চালক নিহত হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কিত্তিনগর গ্রাম এলাকায়। নিহত চালক উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের ইজাহার মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাটবাড়িয়া এলাকায় বালি রেখে খালি ট্রাক্টর নিয়ে কাতলাগাড়ির উদ্দেশ্যে রওনা হন চালক আরিফ। কাতলাগাড়ি-লাঙ্গলবাঁধ সড়কের কিত্তিনগর গ্রামে ব্রিজের কাছে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন চালক।
এ ঘটনায় ট্রাক্টরের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় চালক আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন