বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর
জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের বিরুদ্ধে তিনজন ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মার্চ) ভোরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুই দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দিনগত রাত ৩টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে গুল মাহমুদ নামে এক মুমূর্ষু রোগীকে ভর্তি করা হয়। তার বাড়ি জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায়। ইন্টার্ন চিকিৎসকরা ওই রোগীকে মৃত দাবি করলেও জরুরি বিভাগের অন্য চিকিৎসক তৌহিদুল আলম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসক মঞ্জুরুল হাসান, ফাহমিদুল ইসলাম ও ইন্টার্ন চিকিৎসক তুষার আহমেদকে মারধর করে। একপর্যায়ে চিকিৎসকদের একটি কক্ষের কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রপাতি, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। পরে রোগীর মৃত্যু হয়। আহত তিন ইন্টার্ন চিকিৎসক মঞ্জুরুল হাসান, ফাহমিদুল ইসলাম ও তুষার আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল ৭টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান কালবেলাকে জানান, অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ডাক্তারসহ হাসপাতালের সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। রোগীদের দুর্ভোগ কমাতে কর্মবিরতি তুলে নেওয়ার আশ্বাস দেন তিনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির।  
১২ মার্চ, ২০২৪

চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন
চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চত করেছেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার মনোয়ার হোসেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা-ময়মনসিংহ রেলপথে ত্রিশাল উপজেলা সীমান্তবর্তী গফরগাঁও উপজেলার চারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টার মনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১২টা ৫৬ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি গফরগাঁও-ধলা রেলপথে ধলা স্টেশনের কাছাকাছি চারপাড়া স্থানে  দুপুর ১টা ১০ মিনিটের দিকে পিছনের তিন বগি রেখে বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোচগুলো এসি-গ, এসি-খ, গার্ড+ডাইনিং-ক। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চত করেন গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মনোয়ার হোসেন। আউলিয়া নগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান বলেন, এ ঘটনায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে ইঞ্জিন এসে বগি তিনটি নিয়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

চলন্ত ট্রেনের ৩ বগি বিচ্ছিন্ন
চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ফের বগি সংযোগ করে ট্রেনটি রওনা দেয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক সাংবাদিকদের জানান, ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। ময়মনসিংহের গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে ৩টি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে চলে যায়। তিনি আরও জানান, আধা ঘণ্টার মধ্যেই ৩টি বগির সংযোগ করা হয়েছে। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এদিকে ট্রেনের বগি বিচ্ছিন্নের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবরে আশপাশের উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
২০ ফেব্রুয়ারি, ২০২৪

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় জামালপুর আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুকে প্রধান আসামি করে ২৫ জনের নামোল্লেখ করে আরও ২০-৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরের জাকির হোসেন নামে নৌকা মার্কার এক সমর্থক এ মামলা দায়ের করেন। মামলার বাদী জাকির হোসেন কালবেলাকে জানান, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই বুধবার নৌকার প্রচার কেন্দ্রে এবং কর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করেন। স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর প্রধান নির্বাচনী এজেন্ট ও সমন্বয়কারীসহ ২৫ জনের নামে মামলার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু বলেন, বিএনপি কর্মী আর নৌকার সমর্থকদের মধ্যে আঞ্চলিক একটা মারামারির ঘটনায় আমাকেসহ স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর নির্বাচনী কর্মকর্তা ও কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী রেজানুর ঈগলের বিজয় নিশ্চিত জেনে তারা হতবিহ্বল হয়ে পড়েছে। এ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির কালবেলাকে জানান, বুধবার উপজেলার শাহবাজপুরে নৌকা মার্কার ছয় কর্মী আহত হওয়ার ঘটনায় একটা মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে। এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরে নৌকার প্রচার কেন্দ্রে হামলা করে স্থানীয় কয়েক যুবক এসময় নৌকার কর্মী হিসেবে পরিচিত ছয়জন আহত হলে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা একই এলাকার বিএনপি কর্মী হিসেবে পরিচিত।
২৮ ডিসেম্বর, ২০২৩

১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস
১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরের জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। একাত্তরে যুদ্ধের শুরুতেই বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও আশপাশের বেশক’টি জেলা ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহেন্দ্রগঞ্জ এলাকায় কর্নেল তাহেরের নেতৃত্বাধীন ১১নং সেক্টরের হেড কোয়ার্টার স্থাপন করা হয়। বিপরীতে জামালপুর জেলা সদরের পিটিআই ও ধানুয়া কামালপুরে হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটি স্থাপন করা হয়। স্বাধীনতাযুদ্ধে এ ১১নং সেক্টরের অনেক যুদ্ধই মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে। যুদ্ধকালীন সময়ে হানাদার বাহিনীর অসংখ্য নৃশংসতার চিহ্ন আর বধ্যভূমি ছড়িয়ে আছে জেলার বিভিন্ন স্থানে। জেলা সদরের পিটিআই হেড কোয়ার্টার, বর্তমান ওয়াপদা রেস্ট হাউস, আশেক মাহমুদ কলেজের ডিগ্রি হোস্টেল টর্চার সেল, ব্রহ্মপুত্রের তীরে শ্মশান ঘাট বধ্যভূমি এবং ফৌতি গোরস্থানসহ এসব বধ্যভূমিতে ধরে এনে অসংখ্য মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালিকে নৃশংসভাবে হত্যা করা হয়। সরিষাবাড়ীর বারই পটল এলাকায় একদিনেই হত্যা করা হয় শতাধিক মুক্তিকামী বাঙালিকে। অবশেষে প্রাণপন যুদ্ধের পর ১০ ডিসেম্বর হানাদার মুক্ত হয় জামালপুর। জামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়েই সূচিত হয় শেরপুর, ময়মনসিংহসহ ঢাকা বিজয়ের পথ। তবে এখনো এই বীর মুক্তিযোদ্ধাদের কবর অরক্ষিত। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির। এ ছাড়াও সারাদিন ধরে  নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন।
১০ ডিসেম্বর, ২০২৩

তপশিলকে স্বাগত জানাতে প্রস্তুত জামালপুর আ.লীগ নেতাকর্মীরা
ভোর থেকেই মাঠে তৎপর রয়েছে জামালপুরের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং উপজেলা ও ইউনিয়নের মোড়ে মোড়ে নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। অবরোধ ঠেকাতে শুরু থেকেই মাঠে রয়েছেন তারা। বুধবার (১৫ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শহরের বকুল তলা, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়, গেটপাড়, ব্রহ্মপুত্র ব্রিজের নিচে, ময়মনসিংহ- জামালপুর মহাসড়কে শরিফপুর ইউনিয়নের শরিফপুর বাজারেও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। জানা গেছে, দলীয় কার্যালয়েই সকালের নাস্তা সেরেছেন নেতাকর্মীরা। শরিফপুর বাজারে কর্মসূচিতে অংশ নিয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ বলেন, অবরোধ ঠেকাতে আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে মাঠে আছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান বলেন, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতা ঠেকাতে আমরা মাঠে আছি, কখন তপশিল ঘোষণা হবে সেজন্য নেতাকর্মীরা মুখিয়ে আছেন, তপশিলকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুত। জানতে চাইলে জামালপুর জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ কালবেলাকে বলেন, সকল ধরনের নাশকতা, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস, জনগণের জানমালের নিরাপত্তা এবং সকল অপশক্তিকে মোকাবিলার জন্য নেতাকর্মীরা বরাবরের মতো মাঠে আছে। তপশিল ঘোষণা হলে তপশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হবে।
১৫ নভেম্বর, ২০২৩

জামালপুরে ২ কারাবন্দির মৃত্যু
জামালপুর জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ও মাদক মামলার আসামি শাহীন ফকির নামে দুই বন্দির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ছে তাদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মঈনুদ্দিন ফকিরের ছেলে শাহীন ফকির সোমবার (৬ নভেম্বর) গভীর রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন ধরে কারাবন্দি ছিলেন। অপরদিকে, মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ বছর ধরে কারাবন্দি ছিলেন।  জামালপুর জেলা কারাগারের জেল সুপার আবু ফাতাহ অসুস্থতাজনিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত দুই আসামির ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
০৭ নভেম্বর, ২০২৩

কালবেলায় সংবাদ প্রকাশ / জামালপুর সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার বদলি
জামালপুর পৌর শহরের রামনগর মৌজায় পনেরো লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধ মজিবর রহমানের জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়া সার্ভেয়ার আমিনুরের বদলির আদেশ হয়েছে। ২৬ অক্টোবর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। সার্ভেয়ার আমিনুরের সঙ্গে জামালপুর সেটেল্টমেন্ট অফিসের ডেপুটেশনে কর্মরত মোহাম্মদ রুহুল আমীনকেও বদলির আদেশ দেওয়া হয়। এর আগে ২১ সেপ্টেম্বর সেটেলমেন্ট অফিসের প্রধান সহকারী কাম সার্ভেয়ার আমিনুরের বিরুদ্ধে পনের লাখ টাকা ঘুষ নিয়ে বৃদ্ধের জমি স্থানীয় কাউন্সিলর কামরুল হাসান মিল্টনের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ করা হয় দৈনিক কালবেলায়। আমিনুর ইসলামের বদলির বিষয়ে জানতে চাইলে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার আরিফুল ইসলাম কালবেলাকে জানান, আমিনুরসহ দুজনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। বৃদ্ধ মজিবর রহমানের জমির রেকর্ড সংশোধনের বিষয়ে বলেন, শুনানি হয়েছে, যাচাই-বাছাই চলছে। কাগজপত্র অনুযায়ী মজিবর রহমান ন্যায় বিচার পাবেন।
৩০ নভেম্বর, ০০০১

নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের ডিসিকে প্রত্যাহার
প্রকাশ্য অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করেছে সরকার। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  অন্যদিকে জামালপুরে নতুন ডিসি হয়েছেন মো. শফিউর রহমান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) পদে দায়িত্ব চালিয়ে আসছিলেন। গত সোমবার এক অনুষ্ঠানে জামালপুরের ডিসি ইমরান আহমেদ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন তিনি।  এ ঘটনায় ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির ব্যাপক সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে তাকে বদলি করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।  
১৪ সেপ্টেম্বর, ২০২৩
X