ইউসুফ নয় পাকিস্তানের নতুন কোচ আজহার
ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই জাতীয় দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলকে আবার বিশ্বসেরা করার জন্য এরই মধ্যে দুই দুবার অধিনায়কও পরিবর্তন করে ফেলেছে তারা। প্রথমে নেতৃত্ব হারানোর পরেও আবার নেতৃত্ব ফেরত পেয়েছেন বাবর আজম। নতুন কোচিং প্যানেলও নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পিসিবির।  পিসিবির বাবর-রিজনওয়ানদের কোচ হিসেবে প্রথম পছন্দ ভারতের সাবেক কোচ গ্যারি কারস্টেনকে। তবে আইপিএলের জন্য কারস্টেন ব্যস্ত থাকায় আসন্ন কিউই সিরিজের জন্য অন্তবর্তীকালীন কোচ দেওয়ার পরিকল্পনা করেছিল পিসিবি। কিউই সিরিজের জন্য পাকিস্তানের সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সারাক্ষণ রূপ পাল্টাতে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ড এবারও রূপ পাল্টাল। মোহাম্মদ ইউসুফ নয়, নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবরদের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদকে। ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই মূলত পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ খালি। জানুয়ারির নিউজিল্যান্ড সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনকার টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ। তবে গত মাসে হাফিজকে দুই দায়িত্ব থেকেই সরিয়ে দিয়েছেন নতুন চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড।    হাফিজকে সরিয়ে এবার পাকিস্তানের প্রধান কোচ করা হলো আজহারকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক প্রেস বিবৃতিতে আজহার মাহমুদের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের হয়ে ১৬৪টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক এই অলরাউন্ডার ক্যারিয়ারে ১৬২টি উইকেট নিয়েছেন এবং ২৪২১ রান করেছেন। পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাথে আজহার আগেও কাজ করেছেন ২০১৬-২০১৯ সালে। সেই দফায় তিনি পাকিস্তান দলের বোলিং কোচ ছিলেন। এদিকে নতুন কোচের পাশাপাশি বোলিং কোচেও পরিবর্তন এনেছে পিসিবি। দায়িত্বে থাকা উমর গুল ও সাঈদ আজমলের মধ্যে গুলকে সরিয়ে বোলিং কোচের দায়িত্বে রাখা হয়েছে সাঈদ আজমলকেই। আর সিনিয়র টিম ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ওয়াহাব রিয়াজকে। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল পাকিস্তানে পৌঁছাবে ১৪ এপ্রিল। সিরিজের প্রথম টি–টোয়েন্টি ১৮ এপ্রিল ও শেষ হবে ২৭ এপ্রিল। 
০৯ এপ্রিল, ২০২৪

বার্সার নতুন কোচ ইস্যুতে যা বললেন আর্তেতা
স্প্যানিশ লা লিগায় ভিয়া রিয়ালের কাছে হারের পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন কোচ জাভি হার্নান্দেজ। এরপর থেকেই ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে আলোচনার তুঙ্গে রয়েছে কে হচ্ছেন কাতালান জায়ান্টদের পরবর্তী কোচ? তবে এরই মধ্যে গুঞ্জন সয়লাব, লা ব্রালাওগ্রানাদের নতুন কোচ হতে চলছেন আর্সেনাল মাস্টারমাইন্ড মিকেল আর্তেতা।  আর্তেতাকে নিয়ে গুঞ্জন ডানাপালা মেলার কারণ থাকাটায় স্বাভাবিক। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়ার খেলোয়াড় ছিলেন বর্তমান আর্সেনাল বস। আর এ কারণেই দুই দুইয়ে চার মেলানো শুরু করেছে সংবাদমাধ্যমগুলো। তবে এমন গুঞ্জন  উড়িয়ে দিয়েছেন আর্তেতা নিজেই। তাছাড়া এসব নিয়ে চিন্তিত এবং আতঙ্কিত রয়েছেন বলেও জানিয়েছেন গানার্স বস। সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে আর্তেতা প্রশ্নের উত্তরে বলেন, ‘বার্সার কোচ হওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়া। আপনি যা পড়েছেন তা আমি জানি না। এটি কোথা থেকে আসছে তাও জানিনা। বলতে গেলে এই বিষয় নিয়ে সত্যিই খুব বিরক্ত আমি।’ আর্সেনাল কোচ আরও বলেন, 'আর্সেনালে আমি সুখী। লন্ডনে আমি দারুন অনুভব করছি। যেমন আমি অনেকবার বলেছি, আমি এই ফুটবল ক্লাবের সাথে, এই খেলোয়াড়দের সাথে, এই কর্মীদের সাথে, আমাদের লোকদের সাথে একটি সুন্দর যাত্রায় নিজেকে জড়িয়ে রেখেছি। তাদের সাথে চলার অনেক পথ বাকি আছে।' ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানিয়েছে, আগামী ২০২৫ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি রয়েছে আর্তেতার। বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগেও দারুন ছন্দে রয়েছে লন্ডনের ক্লাবটি।
৩০ জানুয়ারি, ২০২৪

টুকরো খবর / ব্রাজিলের নতুন কোচ দরিভাল
কার্লো আনচেলত্তির হওয়ার কথা ছিল ব্রাজিলের জাতীয় দলের কোচ। সংবাদমাধ্যমে গত বছর তার কোচ হওয়ার কথা জানিয়েও দেয়। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের ডামাডোলের কারণে তিনি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবেই থেকে গেছেন। তার আগেই অবশ্য দরিভাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন বলে শোনা যাচ্ছিল। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া খবরটাই নিশ্চিত করেছে সিবিএফ। দরিভাল ব্রাজিলের ক্লাব সাও পাওলোর কোচ ছিলেন। গত রোববারই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি ব্রাজিলের কোচ হচ্ছেন। সিবিএফ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ দরিভালকে নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।’ ব্রাজিল হলের কোচ হওয়ার পর মনের খুশি গোপন করেননি দরিভাল। তিনি বলেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু।’ সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে নিয়োগ পেয়েছেন দরিভাল। তিনি ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হবেন। গত বছর জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। ব্রাজিলের সর্বোচ্চ আদালতের নির্দেশে সিবিএফ সভাপতির পদে ফিরেই শুক্রবার দানিজকে ছাঁটাই করেন রদ্রিগেজ।
১২ জানুয়ারি, ২০২৪

ব্রাজিলের নতুন কোচ কে এই ‘দরিভাল’?
কাতার বিশ্বকাপের পর থেকে অস্থায়ী কোচ দিয়ে চলেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। এর মধ্যে কেটে গেছে প্রায় ১৩ মাস। ব্রাজিল ফুটবলে ঘটে গেছে অনেক কিছু। অবশেষে স্থায়ী কোচ নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন-সিবিএফ। দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্রাবিজিও রোমেরো জানিয়েছে, দরিভাল জুনিয়রের হাতে নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে সিবিএফ। কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রস্তাব উপেক্ষা করে রিয়াল মাদ্রিদের সঙ্গে বাড়ান চুক্তির মেয়াদ। এরপর ব্রাজিলিয়ান গণমাধ্যম সম্ভাব্য তিন কোচের নাম প্রকাশ করে। সেই তালিকায় ছিলেন না সাও পাওলের এই কোচ। সুতরাং প্রশ্ন উঠেছে কে এই দরিভাল জুনিয়র। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম--ও গ্লোবো জানায় ব্রাজিল ফুটবল প্রধান এদনালদো রদ্রিগেজ নিজে দরিভালের সঙ্গে যোগাযোগ করেন। ৬১ বছর বয়সী দরিভাল বর্তমানে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে আছেন। ক্লাবটির সঙ্গে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তার। তবে ব্রাজিলের একটি টিভি চ্যানেল জানিয়েছে সোমবারের মধ্যেই সমঝোতার ভিত্তিতে সাওপাওলোর সঙ্গে চুক্তি বাতিল করবেন তিনি। এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফ্রাবিজিও রোমেরো জানিয়েছে এরই মধ্যে দরিভালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে দেশটির ফুটবল সংস্থা। ফুটবল পরিবার থেকে উঠে এসেছেন দরিভাল। তার চাচা দুদু ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত খেলেছে ব্রাজিল জাতীয় দলে খেলেছেন। জাতীয় দলে না খেলা দরিভালের কোচিং ক্যারিয়ার অভিজ্ঞতায় টইটম্বুর। ২২ বছরে সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের ফুটবলের দুঃসময়ে এবার হাল ধরতে যাচ্ছে জাতীয় দলের। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পরই পদত্যাগ করেন কোচ তিতে। এর প্রায় ১৩ মাস পর অস্থায়ী কোচের অধীনে খেলেছেন নেইমাররা। সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। র‍্যাংকিংয়ে পাঁচে নেমে গেছে সেলেসাওরা। ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ জিততে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল। এ অবস্থায় ব্রাজিলের সর্বোচ্চ অভিজ্ঞ কোচ কে নিয়োগ দিল সিবিএফ।  ব্রাজিল ভক্তদের কাছে কিছুটা অচেনা হলেও দরিভাল নিজ দেশে বেশ পরিচিত মুখ। ধারণা করা হচ্ছে তার কোচিং ব্রাজিল জাতীয় দল পাবে নতুন শুরু।
০৮ জানুয়ারি, ২০২৪

আবাহনীর নতুন কোচ আর্জেন্টাইন ক্রুসিয়ানি
বাংলাদেশের ফুটবল অঙ্গনে তুমুল জনপ্রিয় নাম ঢাকা আবাহনী লিমিটেড। দেশের ঘরোয়া ফুটবল লিগের দলটি শিরোপা ছাড়াই শেষ করে গত মৌসুম। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল পর্তুগিজ কোচ মারিও লেমোসেকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তার জায়গায় আবারও আকাশী-নীল জার্সিধারীদের ডাগআউটের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি। ২০০৭ সালে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন ক্রুসিয়ানি। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের ডাগআউট সামলিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ। টানা চার বছর আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন মারিও লেমোস। ২০১৮ সালের ডিসেম্বরে আকাশী-নীলদের কোচিংয়ে যুক্ত হন এই পর্তুগিজ কোচ। দায়িত্ব নিয়েই সেই মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ লিগ জয়ীদের এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) কাপের আঞ্চলিক সেমিফাইনালে তুলেছিলেন লেমোস। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দিলেও গত চার মৌসুম ধরে আবাহনীকে লিগ শিরোপা জেতাতে পারেননি এই কোচ।  চার মৌসুমেই লিগ শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। এ ছাড়া গত মৌসুমে কোনো ধরনের শিরোপা জেতাতে পারেননি লেমোস। শুধু এ কারণেই নতুন করে চুক্তি বাড়ায়নি আবাহনী।  নিজের ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’   
১৩ অক্টোবর, ২০২৩
X