বাংলাদেশের ফুটবল অঙ্গনে তুমুল জনপ্রিয় নাম ঢাকা আবাহনী লিমিটেড। দেশের ঘরোয়া ফুটবল লিগের দলটি শিরোপা ছাড়াই শেষ করে গত মৌসুম। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল পর্তুগিজ কোচ মারিও লেমোসেকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তার জায়গায় আবারও আকাশী-নীল জার্সিধারীদের ডাগআউটের দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি।
২০০৭ সালে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন ক্রুসিয়ানি। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের ডাগআউট সামলিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ।
টানা চার বছর আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন মারিও লেমোস। ২০১৮ সালের ডিসেম্বরে আকাশী-নীলদের কোচিংয়ে যুক্ত হন এই পর্তুগিজ কোচ। দায়িত্ব নিয়েই সেই মৌসুমে বাংলাদেশের সর্বোচ্চ লিগ জয়ীদের এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) কাপের আঞ্চলিক সেমিফাইনালে তুলেছিলেন লেমোস। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য এনে দিলেও গত চার মৌসুম ধরে আবাহনীকে লিগ শিরোপা জেতাতে পারেননি এই কোচ।
চার মৌসুমেই লিগ শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। এ ছাড়া গত মৌসুমে কোনো ধরনের শিরোপা জেতাতে পারেননি লেমোস। শুধু এ কারণেই নতুন করে চুক্তি বাড়ায়নি আবাহনী।
নিজের ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’
মন্তব্য করুন