বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য হলেন প্রেসিডেন্ট কন্যা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি। বাবার ছেড়ে দেওয়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, আসিফা ভুট্টো বাবা আসিফ আলি জারদারির ছেড়ে দেওয়া আসন শহীদ বেনজিরাবাদ–১ (এনএ–২০৭) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী ছিলেন।  পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আসনটি ছেড়ে দেন আসিফ আলি জারদারি। ফলে তার আসন থেকে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন আসিফা। তিনি বেনজির ভু্ট্টু ও জারদারি দম্পতির ছোট মেয়ে। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন তাকে আসনটিতে বিজয়ী ঘোষণা করে।  আসনটিতে উপনির্বাচনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তাদের মধ্যে থেকে সাতজনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া তিনজন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসিফাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  আসিফা ২০২০ সালের ৩০ নভেম্বর প্রথমবারের মতো পিপিপির রাজনৈতিক সমাবেশে অংশ নেন। এছাড়া চলতি বছরের ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে দলের প্রচার কার্যক্রমে সরব ছিলেন তিনি।  নির্বাচনের পর পাকিস্তানের জোট সরকার গড়ার সম্ভাব্য আলোচনায় বড় ভাই বিলাওয়াল ভুট্টো জারদারিকে সমর্থন দিয়েছিলেন আসিফা। এরপর আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট হওয়ার পর নতুন করে আলোচনায় আসেন তিনি।
৩০ মার্চ, ২০২৪

ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানে পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার (১ মার্চ) সকালে এই ভোটগ্রহণ শুরু হয়। খবর রয়টার্সের। নির্বাচনে সবার প্রথমে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শুক্রবার সকালে তেহরানের মধ্যাঞ্চলীয় খোমেনি হুসাইনিয়া ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর দেশের জনগণের উদ্দেশে রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিন। আজ ইরানের বন্ধু ও শত্রুরা ভোটের ফলের দিকে তাকিয়ে রয়েছে। বন্ধুদের খুশি এবং শত্রুদের হতাশ করে দিন।’ ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবারের পার্লামেন্ট নির্বাচনে ২৯০ আসনের বিপরীতে ১৫ হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার এই ভোটের আংশিক ফল পাওয়া যেতে পারে। আর ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ১৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করেন। ইরানে মোট সাড়ে ৮ কোটি মানুষের বসবাস। তাদের মধ্যে ৬ কোটি ১০ লাখের বেশি মানুষ ভোটার। তারাই পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের নেতা নির্বাচন করছেন। তবে দেশে নির্বাচন হলেও সাধারণ ইরানি জনগণের মাঝে ভোট নিয়ে তেমন আগ্রহ নেই। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন পরিচালিত এক জরিপে দেখা গেছে, যারা জরিপে অংশগ্রহণ করেছেন তাদের অর্ধেকের বেশি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ না থাকার কথা জানিয়েছেন। সবশেষ ২০২০ সালে ইরানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবার ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছিল। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর এটিই ছিল রেকর্ড কম ভোট পড়ার ঘটনা।
০১ মার্চ, ২০২৪

ইমরান খানের স্লোগানে উত্তাল পাকিস্তানের পার্লামেন্ট
পাকিস্তানে নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়েছে। দেশটিতে নির্বাচনের ২১ দিনের মধ্যে সরকার গঠনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে হবে। সে হিসেবে আজ ২৯ ফেব্রুয়ারি সরকার গঠনের শেষ দিন। এর মধ্যে শপথ এবং অধিবেশন না বসলে নতুন জটিলতা দেখা দেবে।  পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ পার্লামেন্টে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ জন্য নবনির্বাচিতরা পার্লামেন্টে আসতে শুরু করেছেন। এর মধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের পার্লামেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদে পিটিআই ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা পার্লামেন্টে ইমরানের নামে স্লোগান তুলেছেন। এ সময় পার্লামেন্ট ‘ইমরান খান জিন্দাবাদ’ ও ‘আয়া আয়া পিটিআই’ (পিটিআই এসে গেছে)  স্লোগানে উত্তাল হয়ে ওঠে।  এর আগে বুধবার জিও নিউজ জানায়, পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী ২ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করছে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।  
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে : স্পিকার 
অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইংগুলোর মধ্যে বিশেষ সমন্বয় সভায় অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি। ড. শিরীন শারমিন বলেন, জাতীয় সংসদের কাজ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। আর অচিরেই স্মার্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যেক বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সব উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। এ ধরনের সমন্বয় সভায় আগামী পাঁচ বছরের পরিকল্পনা করা সম্ভব। বিভিন্ন উইংয়ের সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সাইবার সিকিউরিটি বৃদ্ধি, মানবসম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি ও সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। এ সমন্বয় সভায় জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাগত বক্তব্য প্রদান করেন। এ ছাড়াও বক্তব্য দেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানবসম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক যুগ্মসচিব এস এম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্মসচিব বেগম ছুমিয়া খানমসহ প্রমুখ কর্মকর্তারা।  
১১ ফেব্রুয়ারি, ২০২৪

পার্লামেন্ট এখন আ.লীগের সম্প্রচার কেন্দ্রে পরিণত হয়েছে : জাগপা
দ্বাদশ সংসদের অধিবেশন এখন আওয়ামী লীগের নিজস্ব সম্প্রচার কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর জাগপার অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।  এর আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পার্লামেন্ট অধিবেশনের প্রতিবাদে কালো পতাকা বিক্ষোভ মিছিল কর্মসূচিতে জাগপার নেতারা অংশগ্রহণ করেন। তিনি বলেন, এই একদলীয় পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই এই পার্লামেন্ট অধিবেশন জনগণের অর্থের অপচয় এবং নিজেদের গান-গল্প, আড্ডা ছাড়া আর কিছুই নয়। তবে জনগণ এখন আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ চায় তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। যে সরকার জনগণের গণতন্ত্র, ভোটাধিকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। মতবিনিময় সভায় রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার নির্বাচনের নামে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিয়েছে। দেশজুড়ে এখন ক্ষুধার্ত মানুষের নিদারুণ হাহাকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চারদিকে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে। সংকট উত্তোরণে আন্দোলনে অবিলম্বে এই সরকারকে বিদায় করতে হবে।   এ সময় উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুব জাগপা উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব নেতা বিপুল সরকার, জনি নন্দী, মো. খোকন প্রমুখ।
৩০ জানুয়ারি, ২০২৪

গাজার পার্লামেন্ট গুঁড়িয়ে দিল ইসরায়েল
গাজার পার্লামেন্ট গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় অবস্থিত হামাসের পার্লামেন্ট ভবনকে গুঁড়িয়ে দিয়েছে। বুধবার (১৫ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার তারা এক বিস্ফোরণের মাধ্যমে হামাসের পার্লামেন্ট ভবন গুঁড়িয়ে দিয়েছে।  এর আগে এএফপি জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করল তেলআবিব।  মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল। After Golani soldiers photographed themselves inside, the IDF demolished Gaza's parliament building. This video is reported to be from the blast. pic.twitter.com/K2hceFxEYB — Emanuel (Mannie) Fabian (@manniefabian) November 15, 2023 ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এ পার্লামেন্ট ভবনটি সপ্তম আর্মড ব্রিগেড ও গোলানি পদাতিক ব্রিগেড দখলে নেয়।  এদিকে এবার ইসরায়েলকে সরাসরি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বুধবার তুরস্কের সংসদে আইনপ্রণেতাদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, হামাস কোনো ‘সন্ত্রাসী সংগঠন’ নয়। তারা ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কি না তা ঘোষণা করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে স্বীকৃতি নিশ্চিত করতে তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাজ করবে।
১৬ নভেম্বর, ২০২৩

গাজার পার্লামেন্ট ভবন দখলে নেওয়ার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পার্লামেন্ট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর এক মাসের বেশি সময় পর মঙ্গলবার (১৪ নভেম্বর) এমন দাবি করল তেলআবিব। খবর এএফপির। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার ক্ষমতাসীন হামাসের পার্লামেন্ট, সরকারি ভবন, পুলিশের সদর দপ্তর ও একটি প্রকৌশল ভবন দখল করেছে ইসরায়েলি সেনারা। এই প্রকৌশল ভবনটি অস্ত্র উৎপাদন ও উন্নয়নে ব্যবহৃত হয়ে আসছিল। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি নাগরিক হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে আসে হামাস। এদিনই হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এখন আবার ইসরায়েলি সেনারা গাজার হাসপাতাল লক্ষ্য করে হামলা শুরু করেছে। যদিও এসব হাসপাতালে ঘরছাড়া লাখো ফিলিস্তিনি নাগরিক আশ্রয় নিয়েছেন।
১৪ নভেম্বর, ২০২৩

ইউরোপিয়ান পার্লামেন্টকে বাংলাদেশের বিষয়ে তথ্য যাচাইয়ের আহ্বান 
লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ‘স্টাডি সার্কেলের’ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী ইউরোপিয়ান পার্লামেন্টকে অনুরোধ করেন, যে কোনো বিবৃতি দেওয়ার আগে সেই তথ্যগুলো যাচাই করে নেওয়ার জন্য।  বুধবার (১১ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মাক্সিমিলিয়ান ক্রাহের আমন্ত্রণে ও সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে পার্লামেন্টের একটি কক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, অধিকারের মতো একটি এনজিও ভুল তথ্য দিলে বাংলাদেশের অনেক প্রধান গণমাধ্যম ফ্যাক্ট চেক না করেই সংবাদ প্রকাশ করেছে। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বাংলাদেশে নাশকতা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ। বাংলাদেশের জিডিপির গ্রোথ অনেক পশ্চিমা দেশের চেয়ে দ্রুত ও বেশি। এসব খবর কিন্তু প্রকাশ করা হয় না।  সম্প্রতি দেখা যাচ্ছে অনেক বড় বড় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দিয়ে অনেক নেতিবাচক সংবাদ প্রকাশ ও প্রচার করে। এর পেছনে একমাত্র কারণ হচ্ছে কিছু মানুষ বর্তমান সরকারকে পছন্দ করে না। অধিকারের আদিলুর রহমান নিয়ে এই ইউরোপিয়ান পার্লামেন্টে কথা হয়েছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে। অথচ তার শাস্তি হয়েছে দেশের ভেতরে নাশকতা ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায়। তার দেওয়া ভুল তথ্য দিয়ে বিবিসির মতো গণমাধ্যমও ভুল সংবাদ প্রকাশ করেছে।’ ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এমইপি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার চর্চা, শান্তিপূর্ণ নির্বাচন, দেশের উন্নয়ন, আর্মিকে ব্যারাকে রাখার মতো কাজগুলোর জন্য দক্ষিণ এশিয়ার রোল মডেলে পরিণত হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞ ও আইনজীবী ড. রায়হান রশীদ বলেন, ভুল তথ্য মানুষকে কীভাবে গণহত্যার দিকে নিতে পারে সেটার জন্য রোয়ান্ডা আর মিয়ানমারের গণহত্যা দেখলেই বোঝা যায়। ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যা আলোচনা হয় তার মধ্যে অনেক ভুল তথ্য থাকে। এগুলো যাচাইবাছাই না করেই আলোচনা করা হয় বলে মন্তব্য করা হয়। এসব ভুল তথ্য ছড়ানোর পেছনে দুটি বিষয় অনুসন্ধান প্রয়োজন। সেমিনারে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর চৌধুরী রতন, যুক্তরাজ্য স্টাডি সার্কেলের কো-অর্ডিনেটর জামাল আহমেদ খান, গৌরবের ‘৭১-এর সভাপতি ব্যারিস্টার ইমরান আহমেদ জনি। এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
১২ অক্টোবর, ২০২৩

ইইউ পার্লামেন্টে রেজুলেশন গ্রহণে হতাশ বাংলাদেশ
‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে রেজুলেশন গ্রহণ করায় চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রেজুলেশনটি গৃহীত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘অধিকার’ নামে এনজিওর দুজন কর্মকর্তার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে ইইউ পার্লামেন্টে যে রেজুলেশনটি গ্রহণ করেছে, তার ভাষায় একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর ইচ্ছার প্রতিফলন দেখা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপিয়ান পার্লামেন্টে যে রেজুলেশনটি গ্রহণ করা হয়েছে সেটির সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব এবং বাংলাদেশ আশা করে তারা পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকার ভিত্তিতে অর্থবহ সম্পর্ক অব্যাহতভাবে বজায় রাখবে। ২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাতযাপনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি। এছাড়া শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।   মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে রেজুলেশন গ্রহণ করা হয়।
১৫ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের মানবাধিকার ও সুষ্ঠু নির্বাচন ইস্যু / ইইউ পার্লামেন্টে চূড়ান্ত প্রস্তাব পাস হচ্ছে আজ
বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, মানবাধিকার রক্ষা, গণতন্ত্র ও আইনের শাসন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট (ইইউপি) চূড়ান্ত প্রস্তাব পাস হচ্ছে আজ। ইতিমধ্যে ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মানসম্মত পর্যবেক্ষককে রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।  এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভোটাভুটি ও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এক যৌথ প্রস্তাবে নাগরিক ও রাজনৈতিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসরণের আহ্বানও জানিয়েছে এই পার্লামেন্ট।  এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকারকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের কাজের নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ইইউপির বিবৃতিতে।  স্থানীয় সময় বুধবার রাতে ফ্রান্সের স্ত্রাসবুর্গে প্রস্তাবটি নিয়ে পার্লামেন্ট অধিবেশনের বিতর্কে ৬ সদস্য অংশ নেন।  ইউরোপীয় পার্লামেন্টের মধ্য ডানপন্থি, সোশ্যাল ডেমোক্র্যাট, বামপন্থিসহ সাতটি গ্রুপ এই প্রস্তাব এনেছে। প্রস্তাবে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যধিক বল প্রয়োগ, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, বিচারবহির্ভূত হত্যা, বলপূর্বক গুম, মতপ্রকাশের স্বাধীনতা এবং শ্রমিকদের অধিকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত জুলাই মাসে বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দলের প্রধান ছিলেন হিদি হাওতলা। যিনি ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এবং ব্যাপক প্রভাবশালী। সেইসঙ্গে উক্ত বিষয়ে পার্লামেন্টের এক প্রস্তাবকও তিনি। তার নেতৃত্বে প্রতিনিধি দলটি সরেজমিনে বাংলাদেশ সফরের পর বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র এবং নির্বাচন ইস্যুতে বিভিন্ন প্রস্তাবনা ইউরোপীয় পার্লামেন্টে জোরদার হচ্ছে এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এদিকে, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে অধিকারের মামলা’ শীর্ষক প্রস্তাবের ওপর স্ত্রাসবুর্গের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ভোটাভুটি হওয়ার কথা। প্রস্তাবে বলা হয়েছে- বিচারবহির্ভূত হত্যা, বলপূর্বক অন্তর্ধান বা গুম, মতপ্রকাশের স্বাধীনতা ও শ্রমিকদের অধিকার খর্ব করাসহ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ইইউপিরর ওই প্রস্তাবে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিনিধিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অবিলম্বে নি:শর্তভাবে প্রত্যাহার এবং সংগঠনটির নিবন্ধন পুনরায় চালু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নাগরিক সমাজের সংগঠনগুলো যেন অনুমোদিত বিদেশি অনুদান কাজে লাগাতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। বলপূর্বক অন্তর্ধানের অভিযোগ তদন্তে একটি বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করা হয়েছে প্রস্তাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আদালতের শুনানিতে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য আবারও আহ্বানের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে উৎসাহিত করা হয়েছে। ইইউপির সদস্যরা তাদের প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, ইইউ প্রতিনিধি ও বাংলাদেশে সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন। ইইউ পার্লামেন্ট বিষয়ে কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল জানান, ইইউ পার্লামেন্টের প্রতিটা গ্রুপ ইতিমধ্যে আলাদা আলাদা খসড়া প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন, গণতন্ত্র ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টে জমা দিয়েছে। সকল রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আর চলমান  রাজনৈতিক  পরিস্থিতি,  মানবাধিকারের লঙ্ঘন, আইনের শাসন, হত্যা, গুম, খুন, লুট, আইনশৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ, খুন, বিনা বিচারে হত্যাকাণ্ড এই সব বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে বুধবার বিতর্ক হয়েছে এবং আজ বাংলাদেশ নিয়ে পার্লামেন্টের সদস্যদের ভোটে মানবাধিকার রক্ষা, গণতন্ত্র ও বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হবে।
১৪ সেপ্টেম্বর, ২০২৩
X