দ্বাদশ সংসদের অধিবেশন এখন আওয়ামী লীগের নিজস্ব সম্প্রচার কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে ঢাকা মহানগর জাগপার অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
এর আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পার্লামেন্ট অধিবেশনের প্রতিবাদে কালো পতাকা বিক্ষোভ মিছিল কর্মসূচিতে জাগপার নেতারা অংশগ্রহণ করেন।
তিনি বলেন, এই একদলীয় পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই এই পার্লামেন্ট অধিবেশন জনগণের অর্থের অপচয় এবং নিজেদের গান-গল্প, আড্ডা ছাড়া আর কিছুই নয়। তবে জনগণ এখন আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ চায় তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। যে সরকার জনগণের গণতন্ত্র, ভোটাধিকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে।
মতবিনিময় সভায় রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার নির্বাচনের নামে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিয়েছে। দেশজুড়ে এখন ক্ষুধার্ত মানুষের নিদারুণ হাহাকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চারদিকে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে। সংকট উত্তোরণে আন্দোলনে অবিলম্বে এই সরকারকে বিদায় করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুব জাগপা উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব নেতা বিপুল সরকার, জনি নন্দী, মো. খোকন প্রমুখ।
মন্তব্য করুন