পাকিস্তানে নির্বাচনের পর দীর্ঘ সময় পেরিয়েছে। দেশটিতে নির্বাচনের ২১ দিনের মধ্যে সরকার গঠনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে সরকার গঠন করতে হবে। সে হিসেবে আজ ২৯ ফেব্রুয়ারি সরকার গঠনের শেষ দিন। এর মধ্যে শপথ এবং অধিবেশন না বসলে নতুন জটিলতা দেখা দেবে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজ পার্লামেন্টে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ জন্য নবনির্বাচিতরা পার্লামেন্টে আসতে শুরু করেছেন। এর মধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের পার্লামেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদে পিটিআই ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা পার্লামেন্টে ইমরানের নামে স্লোগান তুলেছেন। এ সময় পার্লামেন্ট ‘ইমরান খান জিন্দাবাদ’ ও ‘আয়া আয়া পিটিআই’ (পিটিআই এসে গেছে) স্লোগানে উত্তাল হয়ে ওঠে।
এর আগে বুধবার জিও নিউজ জানায়, পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী ২ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করছে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।
মন্তব্য করুন