সৌদি পৌঁছেছেন ১৮ হাজার ৬৫১ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন। বুধবার (১৫ মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, বুধবার হজ যাত্রীদের জন্য মোট ৫টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সৌদি এয়ার লাইন্সের ৩টি, আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বিমান রয়েছে। এরই মধ্যে সৌদি এয়ারলাইনসের একটি, আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান বাংলাদেশ ত্যাগ করেছে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৪৭টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট। বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন অবধি ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন; আর অবশিষ্ট আছে ৬৫ হাজারেরও বেশি হজযাত্রী। এ বছর হজের শেষ ফ্লাইট যাবে আগামী ১০ জুন। এদিকে এবারের হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদির উদ্দেশে যাত্রা করে। এ বছর হজযাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ১০ জুন। তবে ই-ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান থাকলেও এখনো সরকারি ব্যবস্থাপনায় কিছু হজযাত্রীর ভিসা ইস্যু বাকি। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।
১৫ মে, ২০২৪

সৌদি আরব পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট গতকাল বৃহস্পতিবার ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় কিং আবদুল আজিজ বিমানবন্দরে হজ টার্মিনালে অবতরণ করে ফ্লাইটি। গতকাল সকালে এটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পবিত্র হজ সামনে রেখে হজযাত্রীদের পদধ্বনিতে এখন মুখর ঢাকার আশকোনা হজক্যাম্প। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে হজে যেতে পারেন এবং পবিত্র হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরতে পারেন, সেজন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের লাগেজ লোডিং-আনলোডিংসহ সার্বিক কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এই নির্দেশনা দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, খসরু চৌধুরী এমপি, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানসহ হাব ও আটাব প্রতিনিধিরা। অতিথিরা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন। সৌদি আরব থেকে কামাল পারভেজ অভি জানান, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের স্বাগত জানান। সেখানে দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তারা ছাড়াও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর ৮৫ হাজার ৫২৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ হিসেবে ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রী পরিবহন করবে। বিমানের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এবার সব হজ ফ্লাইট পরিচালিত হবে। বাকি হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
১০ মে, ২০২৪

গণহারে ছুটিতে কর্মীরা, ৮৬ ফ্লাইট বাতিল
অসুস্থতার কারণে গণহারে ছুটি নিতে শুরু করেছেন বিমানের কেবিন ক্রুরা। আর তাতেই বিপাকে পড়েছে বিমান পরিচালনাকারী সংস্থা। কেবিন ক্রু সংকটে বাধ্য হয়ে বাতিল করেছেন বিমানের অন্তত ৮৬ ফ্লাইট। বুধবার (০৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতে। দেশটিতে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সেপ্রেসের একটি সূত্র জানিয়েছে, কেবিন ক্রুরা গণহারে অসুস্থতার ছুটি নেওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। ফলে ক্রু সংকটে ফ্লাইট বাতিল করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০০ জ্যেষ্ঠ কেবিন ক্রু ফ্লাইটের অল্প সময় আগেই অসুস্থতার কথা জানিয়ে ছুটির আবেদন করেন। এরপর থেকে ক্রুরা তাদের মোবাইল বন্ধ করে রাখেন। দেশটিতে নতুন নিয়োগ শর্তের কারণে আন্দোলনের অংশ হিসেবে শেষ মুহূর্তে কাজ থেকে তারা সরে এসেছেন।  ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী টাটার মালিকানাধীন এ কোম্পানির এক মুখপাত্র বলেন, গতকাল রাত থেকে কেবিন ক্রুদের কাছ থেকে তাদের অসুস্থতার খবর পেতে থাকি। এজন্য ফ্লাইট বাতিল বা বিলম্বের ঘটনা ঘটেছে।  তিনি বলেন, আমার ক্রুদের সঙ্গে যোগাযোগ করে এমনটা ঘটার কারণ জানার চেষ্টা করছি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে এজন্য সৃষ্ট যাত্রীদের অসুবিধা দূর করতে যথাসাধ্য চেষ্টা চলছে। অপ্রত্যাশিত দুর্ভোগের জন্য আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।  আন্দোলনকারীদের অভিযোগ, টাটা গ্রুপের অধীনে এয়ার ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে চাকরিতে বৈষম্য চলছে। নির্দিষ্ট পদের জন্য ভাইবা দিয়ে তার চেয়ে নিচু পদে কাজ করতে হচ্ছে।  ক্রুদের আরও অভিযোগ, অনেক ক্ষেত্রে আগের ভর্তুকি প্যাকেজের সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কোনো ক্ষেত্রে এগুলো বাতিল করা হয়েছে। 
০৮ মে, ২০২৪

জেদ্দায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
এবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার হিসেবে পরিচিত জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ আগস্ট থেকে সপ্তাহের প্রতিদিন ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি এ উড়োজাহাজ সংস্থা। এরই মধ্যে এয়ারলাইন্স সংস্থাটি সব বিক্রয় মাধ্যমে টিকিট বিক্রি শুরু করেছে। ইউএস-বাংলা জানিয়েছে, প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট চালাচ্ছে। বর্তমানে বেসরকারি এই এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম কালবেলাকে জানান, ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করায় দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ পালনে যাতায়াত আরও সহজ হবে। এ ছাড়া সৌদিতে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের যাতায়াতও সহজ হবে। এসব বিষয় মাথায় রেখেই আমরা জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছি।
০৭ মে, ২০২৪

জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
এবার সৌদি আরবের পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার হিসেবে পরিচিত জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ আগস্ট থেকে সপ্তাহে প্রতিদিন ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা। এরইমধ্যে এয়ারলাইন্স সংস্থাটির সব বিক্রয় মাধ্যমে টিকিট বিক্রি শুরু করেছে। ইউএস-বাংলা জানিয়েছে, সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দায় ফ্লাইট পরিচালিত হবে। বর্তমানে অভ্যন্তরীণ সব রুট ছাড়াও ইউএস-বাংলা দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট চালাচ্ছে। বর্তমানে বেসরকারি এই এয়ারলাইন্সের বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম কালবেলাকে বলেন, ইউএস-বাংলা ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু করায় দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ হজ পালনে যাতায়াত আরও সহজতর হবে। ওমরাহ হজ পালনে যাতায়াত সহজতর ছাড়াও সৌদিতে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের যাতায়াতও আরও সহজ হবে। এসব বিষয় মাথায় রেখেই তারা পবিত্রতম শহর জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছেন। যাত্রীদের যাতায়াত আনন্দদায়ক, সর্বোচ্চ নিরাপত্তা ও যত্নশীল থাকার প্রতিশ্রুতিও দেন ইউএস-বাংলার এই কর্মকর্তা। কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা থেকে জেদ্দার ন্যূনতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৮ হাজার ৬০৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৯৬ হাজার ৩৭ টাকা। এ ছাড়া জেদ্দা থেকে ঢাকার ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৮৯৩ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া এক হাজার ৬১১ সৌদি রিয়েল। বেসরকারি এই এয়ারলাইন্স সংস্থাটির কর্মকর্তারা বলছেন, ঢাকা থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার বিকাল সোয়া ৫টায় জেদ্দার উদ্দেশে তাদের সর্বাধুনিক এয়ারক্রাফট ছেড়ে যাবে এবং জেদ্দায় স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে অবতরণ করবে। ওইদিনই জেদ্দা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে ঢাকায় সকাল ৮টা ৫৫ অবতরণ করবে। এ ছাড়া মঙ্গলবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৫মিনিটে ও রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে উড্ডয়ন করে যথাক্রমে স্থানীয় সময় রাত ১০টা ও ১০টা ৫মি মিনিটে জেদ্দায় অবতরণ করবে। পুনরায় মঙ্গলবার ও রোববার রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দা থেকে উড্ডয়ন করে বুধবার ও সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এ ছাড়া সপ্তাহের বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় ঢাকা থেকে ছেড়ে জেদ্দার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পৌঁছাবে এবং জেদ্দা থেকে রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় সকাল ৬টা ২৫ মিনিটে পৌঁছাবে।   
০৬ মে, ২০২৪

৯ মে হজের প্রথম ফ্লাইট : ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে ১ লাখ ২ হাজার টাকা কম নেওয়া হয়েছে। সবকিছু ভালোভাবে চলছে। কোনো সমস্যা হচ্ছে না। আগামী ৯ মে হজের প্রথম ফ্লাইট শুরু হবে। প্রধানমন্ত্রী ৮ তারিখে উদ্বোধন করবেন। শনিবার (২৭ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের পুরোহিত ও সেবাইত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত এবং সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, আবহমানকাল ধরে বাংলা ও বাঙালির ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে।  সম্প্রীতি যেন নষ্ট না হয় এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।  সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আমাদের সমাজে সব ধর্মের মানুষের কাছেই তাদের নিজ নিজ ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই শ্রেণির মানুষগুলোকে আমরা যদি আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারি এবং পেশাগত দায়িত্ব পালনে যদি তাদের আরেকটু শাণিত বা দক্ষ করে তুলতে পারি তাহলে দেশ ও জাতি অনেক বেশি রিটার্ন পেতে পারে। পুরোহিত ও সেবাইতদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, দেশ ও জাতির উন্নয়নে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। আপনারাই পারেন আপনাদের কমিউনিটির মানুষের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞানের প্রসার ঘটানোর পাশাপাশি তাদের আদর্শ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে তুলতে। আমাদের সমাজে যেসব সামাজিক ব্যাধি রয়েছে বিশেষ করে ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি, ভেজালের মতো ব্যাধি প্রতিরোধেও আপনারা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেন।  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঞা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল, প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার রতন কুমার, অঙ্কন কর্মকার, উত্তম চক্রবর্তী রকেট, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় প্রমুখ। এছাড়াও সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের সাতটি জেলার প্রায় ১৭০ জন পুরোহিত ও সেবাইত অংশগ্রহণ করেন।
২৭ এপ্রিল, ২০২৪

ইসরায়েলের হামলা / ইরানের আকাশ এড়াতে একের পর এক ফ্লাইট বাতিল
ইসরায়েলের হামলার পর ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে বিভিন্ন দেশের উড়োজাহাজ। একের পর এক বাতিল করছে ফ্লাইট। পাশাপাশি বিকল্প বিমানবন্দন ব্যবহার করে যাত্রী পরিবহন করছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ এপ্রিল) হামলার পর তেহরান, ইস্ফাহান, সিরাজসহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও। পরে অবশ্য খুব দ্রুতই বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। স্বাভাবিক করা হয় বিমানবন্দর। কিন্তু এতে আশ্বস্থ হতে পারেনি আন্তর্জাতিক বিমান পরিচালনাকারী সংস্থাগুলো। ফ্লাইটরাডার ২৪ জানায়, ফ্লাই দুবাই একটি ফ্লাইট বাতিল করে। আরেকটি দুবাইয়ে ফিরিয়ে আনা হয়। এদিকে হামলার খবরে রোম থেকে তেহরানগামী ইরান এয়ারের একটি ফ্লাইট হঠাৎ পথ পরিবর্তন করে। সেটি তুরস্কের আঙ্কারায় অবতরণ করে। জার্মানির লুফথানসা তেলআবিবগামী ফ্লাইটও বাতিল করেছে। তারা জানিয়েছে, শনিবার পর্যন্ত অন্যান্য গন্তব্যে যেতে ইরাকের আকাশসীমা ব্যবহার করা হবে।  এক বিবৃতিতে তারা বলে, ‘যাত্রী ও তাদের কর্মীদের নিরাপত্তা সব কিছুর ওপরে প্রাধান্য পায়।’ ফ্লাইদুবাইও বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমাদের ফ্লাইটের পথ পরিবর্তন করছি।’ তবে ইরানের বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়ে বিমানবন্দর স্বাভাবিক থাকার কথা জানাচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। খবরে আরও বলা হয়, তেহরানের প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ফ্লাইট চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন এ পথে বিমান চলাচলে কোনো বাধা নেই।
১৯ এপ্রিল, ২০২৪

ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।  তিনি জানান, রেকর্ড বৃষ্টিপাতের কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের দুটি ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। ১৯৪৯ সালে দেশটিতে বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এই বৃষ্টিপাত। সারা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি নিশ্চিত করেছে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তা জলবায়ু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।  রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত, আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটারে পৌঁছেছে।  দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরমের জন্য পরিচিত দুবাই শহর গতকাল মঙ্গলবার ভারী বর্ষণের পর সব ধরনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।
১৭ এপ্রিল, ২০২৪

ইরানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল
রাজধানী তেহরানসহ কয়েকটি শহরের বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করেছে ইরান। সোমবার পর্যন্ত এসব শহরের বিমানবন্দর থেকে যাত্রীবাহী কোনো বিমান আকাশে উঠবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে। রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। নজিরবিহীন এ হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের শঙ্কা আরও বেড়ে গেছে। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করল তেহরান।  ইরান ও ইসরায়েল সংঘাতের শঙ্কায় সতর্কতা অবলম্বন করছে এ অঞ্চলের অন্যান্য দেশও। ইরাক তার আকাশসীমায় সবধরনের বিমান চলাচল স্থগিত করার কয়েক ঘণ্টা পর আবার আকাশসীমা খুলে দিয়েছে। তবে যে কোনো সময় আবারও আকাশসীমা বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।   ইরাক ও ইসরায়েলের প্রতিবেশী জর্ডান এবং লেবাননও নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল ইসরায়েলের আকাশসীমা।  মূলত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতেই রোববার রাতে ইসরায়েলজুড়ে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে। শনিবার রাতের এই হামলাকে অপারেশন ট্রু প্রোমিজ নাম দিয়েছে ইরান। এ হামলাকে সীমিত ও নির্ধারিত বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কী করতে সক্ষম তার সামান্য চিত্র দেখাল মাত্র। এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি। এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান। 
১৪ এপ্রিল, ২০২৪

ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট নামার বিষয়ে ব্যাখ্যা দিল বেবিচক
ইসরায়েলের তেল আবিব থেকে একটি ফ্লাইট সম্প্রতি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক কোনো সম্পর্ক না থাকলেও ইসরায়েল থেকে কেন সরাসরি ফ্লাইটটি ঢাকায় এলো, এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অবশেষে পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (১৩ এপ্রিল) বেবিচকের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়’ শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশে গত ৭ এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে ও কার্গো নিয়ে রাত ১১টা ৫৫ ঘটিকায় ঢাকা থেকে উড্ডয়ন করে এবং অপরটি গত ১১ এপ্রিল তারিখ রাতে ঢাকায় অবতরণ ও মধ্যরাত সাড়ে ১২টায় কার্গো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের। বেবিচক জানায়, ‌বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী, কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গেছে। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের ঘটনা ঘটেনি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায়’ শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচ্য। এরূপ সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।  প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশিদের ইসরায়েলে ভ্রমণেও নিষেধাজ্ঞা আছে। জাতিসংঘভুক্ত যে ২৮টি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তার মধ্যে বাংলাদেশ একটি। 
১৩ এপ্রিল, ২০২৪
X