হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ৪৭টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন তারা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৪ হাজার ৯০৪ জন।
বুধবার (১৫ মে) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়, বুধবার হজ যাত্রীদের জন্য মোট ৫টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সৌদি এয়ার লাইন্সের ৩টি, আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বিমান রয়েছে। এরই মধ্যে সৌদি এয়ারলাইনসের একটি, আর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান বাংলাদেশ ত্যাগ করেছে।
বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ৪৭টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট।
বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন অবধি ১৮ হাজার ৬৫১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন; আর অবশিষ্ট আছে ৬৫ হাজারেরও বেশি হজযাত্রী। এ বছর হজের শেষ ফ্লাইট যাবে আগামী ১০ জুন। এদিকে এবারের হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা।
এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদির উদ্দেশে যাত্রা করে। এ বছর হজযাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ১০ জুন। তবে ই-ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান থাকলেও এখনো সরকারি ব্যবস্থাপনায় কিছু হজযাত্রীর ভিসা ইস্যু বাকি।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজে যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।
মন্তব্য করুন