কোচের ভূমিকায় বলিউড বাদশা
বিশ্বের অন্যতম বড় সিনেমা ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয় বলিউডকে আর এই বলিউডের বাদশা হিসেবে বিবেচিত হন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় নাম শাহরুখ খানকে। নিজের লম্বা ক্যারিয়ারে কম চরিত্রে অভিনয় করেননি কিং খান। এমনকি হকি কোচের ভূমিকাতে ‘চাক দে ইন্ডিয়া’ চলচ্চিত্রে তিনি দেখিয়েছেন তিনি কত বড় মাপের অভিনেতা। কোচ কবির সিংয়ের চরিত্রটি আজও দর্শক মনে চিরসবুজ হয়ে আছে। তবে এবার আর সিনেমা নয় বাস্তবেই মাঠে কোচিং করাতে দেখা গেল শাহরুখকে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেনে নিজের ছোট ছেলে আব্রাম খানকে ক্রিকেট অনুশীলন করান শাহরুখ খান। রোববার (২৮ এপ্রিল) কলকাতার দলীয় অনুশীলনে হঠাৎ করে হাজির হন দলটির কর্ণধার শাহরুখ খান। ছেলে আব্রাম খানকে নিয়ে সময় কাটান কলকাতার ক্রিকেটারদের সঙ্গে। ছেলেকে নিজের হাতে কোচিং করান তিনি। ছেলেকে ক্রিকেটের কিছু সাধারণ নিয়মকানুন শেখান তিনি। সেসময় শাহরুখকে বলতে শোনা যায়, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছো না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো। ব্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি, দেখে রাখো! তুমিও ট্রাই করো, পারবে।’ এসময় শাহরুখকে নিজেদের দলীয় অনুশীলনে পেয়ে উচ্ছ্বসিতও হয়েছিলেন কলকাতার ক্রিকেটাররা। জানা যায়, কোনো পূর্ব পরিকল্পনা নয় একেবারে হঠাৎ করেই অনুশীলনে হাজির হন তিনি। তবে তার ছেলে আব্রাম না কি বেশ কিছুদিন ধরেই ক্রিকেট খেলতে চাইছিল। ছেলের ইচ্ছেপূরণে এবং সময় কাটাতে ইডেনে চলে আসেন শাহরুখ। এদিকে এবারের আইপিএলে বেশ শক্ত অবস্থানে শাহরুখ খানের দল কেকেআর। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তাই শাহরুখ খানও নিজের দল নিয়ে এবার বেশ আশাবাদী। সেই সঙ্গে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন সিনেমার শুটিংয়ে। মেয়ে সুহানা খানের সঙ্গে সুজয় ঘোষের আগামী চলচ্চিত্রে দেখা যাবে শাহরুখকে।
২৯ এপ্রিল, ২০২৪

তাপসীর পছন্দ চ্যালেঞ্জিং চরিত্র
বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কাজ করেছেন নারীকেন্দ্রিক বেশকিছু চ্যালেঞ্জিং চলচ্চিত্রে। এসব সিনেমায় তার দুর্দান্ত অভিনয় দর্শকমহলে হয়েছে প্রশংসিত। এবার নিজের এমন চরিত্র নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি। যদি সেটি আমার ভালোলাগার মধ্যে হয়। এর মধ্যেই আমাকে বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রে দর্শক দেখেছে। যার জন্যই অভিনয়ে আজকে আমি একটি অবস্থানে পৌঁছেছি। তবে শুধু চ্যালেঞ্জিং চরিত্রে নয়। আমি ভিন্ন চরিত্রেও অভিনয় করতে চাই, যা পর্দায় দেখতে দর্শকের ভালো লাগবে।’ এই অভিনেত্রীকে সবশেষ ‘ডানকি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে দেখেছে দর্শক। সিনেমাটি বক্স অফিস থেকে ভালোই ব্যবসা তুলে নেয়। বর্তমানে তার হাতে আছে ‘ফের আয়ে হাসিনা দিলরুবা’ ও ‘খেল খেল মে’ সিনেমা। এদিকে সব জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে উদয়পুরে ২৩ মার্চ বিয়ে করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এক দশক প্রেমের পর প্রেমিক ম্যাথিয়াস বোয়ের গলাতেই মালা পরান তিনি।
২৯ এপ্রিল, ২০২৪

এখনই মা হচ্ছেন না পরিণীতি চোপড়া
গত বছর সেপ্টেম্বর মাসে আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের পাঁচ মাস পেরোতেই না কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী। এমন খবর ইতোমধ্যেই বেশকিছু ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছিল। তবে অভিনেত্রী এখনই মা হচ্ছেন না। তার পারিবারিক সূত্র থেকে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামায় এমনটাই নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিদের দেখে পেট ঢাকতে চেষ্টা করেছেন পরিণীতি। এরপরই নেটপাড়ার একাংশ ধারণা করে তিনি অন্তঃসত্ত্বা। তবে সেই ধারণা বদলে দিতেই পরিণীতির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘কারও ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে আলোচনা করা একদমই ঠিক নয়। তিনি এখনই মা হচ্ছেন না। এ বিষয় নিয়ে প্রকাশিত সংবাদে বিরক্ত পরিণীতি।’  ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। অভিনয়ের পাশাপাশি পরি নিজের নতুন সংগীত ক্যারিয়ার শুরু করেছেন। ইতোমধ্যে মুম্বাইতে একক কনসার্টও করেছেন তিনি।
১০ মার্চ, ২০২৪

বলিউড তারকাদের পোস্টে নারীদের গল্প গাঁথা
আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদ্‌যাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। দিনটি নিয়ে বলিউড তারকাদের অনেকেই জানিয়েছেন নিজেদের মতামত। শেয়ার করছেন ব্যক্তি জীবনে নারীদের ভূমিকা। খবর : পিঙ্কভিলা শিল্পা শেঠি কুন্দ্রা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। এরপর শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি নারী এক একটি গল্প। তাদের প্রতিটি কণ্ঠ সমাজের জন্য গ্রুরুত্বপূর্ণ। বর্তমান নারীরা পরিবর্তনের জন্ম দিচ্ছে। নারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’       আলিয়া ভাট ইনস্টাগ্রামে নিজেকে গর্বিত মা দাবি করে এই অভিনেত্রী লেখেন, ‘দিনটি উদযাপনে আমাকে গর্বিত করেছে আমার মেয়ে। সকল নারীদের সঙ্গে মা হওয়ার মুহূর্তটি আমি  আজ আনন্দের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’   রাকুল প্রীত সিং অভিনেত্রী রাকুল প্রীত সিং  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার পরিবারের ছবি শেয়ার করেন। এরপর পরিবারে তার মায়ের অবদান উল্লেখ করে তিনি লেখেন,  ‘প্রতিটি সফল পুরুষের জীবনেই ছায়া হয়ে থাকে একজন নারীর ভূমিকা। আমি আজ সেই নারীদের সম্মান জানাতে চাই। যারা পুরুষদের সফল একটি জীবন উপহার দিতে ভূমিকা রেখেছেন। এমন নারীর তালিকায় আমার মাও রয়েছেন। যে আমার বাবার সফলতার জন্য প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রেখেছেন। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।’ বিপাশা বসু অভিনেত্রী বিপাশা বসু। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ে দেবীর জন্য সুন্দর একটি পেইন্ট করা ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে লেখেন, ‘আমার ছোট পাখি। এই ছবিটি তোমার মা আজকের দিনে তোমার জন্য এঁকেছে। তোমার বাবাও কিছু সাহায্য করেছে। তোমাকে নারী দিবসের শুভেচ্ছা।’ এ ছাড়া অভিনেত্রী কাজল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিব মূর্তির একটি ছবি শেয়ার করে লেখেন, ‘প্রতিটি নারীই শক্তি।’ এ ছাড়া অভিনেতা ববি দেওয়াল তার ইনস্টাগ্রামে মা প্রকাশ কৌরের নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘মা’।  
০৮ মার্চ, ২০২৪

মার্চে জমজমাট বলিউড
বিশ্বের দ্বিতীয় বৃহৎ সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। প্রতি মাসেই বি-টাউন থেকে দর্শকের জন্য নতুন নতুন সিনেমা মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতা ধরে রাখতে মার্চে মুক্তি পাবে আট সিনেমা। তার মধ্যে বিগ বাজেটের তারকাবহুল সিনেমা ‘ক্রু’ ও ‘শয়তান’ অন্যতম। ২০২৪ সালের মার্চে জমজমাট বলিউড নিয়ে তারাবেলার এ আয়োজন। খবর লেহরেনের। লাপাতা লেডিস মাসের প্রথম দিনই মুক্তি পেয়েছে অভিনেতা আমির খানের প্রযোজনা ও কিরণ রাওয়ের পরিচালনায় নতুন সিনেমা ‘লাপাতা লেডিস’। এই সিনেমা দিয়ে বলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রতিভা রান্তার অভিষেক হতে যাচ্ছে। ভারতের রাজস্থানের একটি গ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। প্রধান চরিত্রে প্রতিভা রান্তা ছাড়াও অভিনয় করেছেন স্পার্শ্ব সিভাস্তব, নিতান্সি জোয়েল, ছায়া খাদেম, গীতা আগারওয়াল, দূর্গেশ কুমার, বাসার ঝাঁ, রাভি কিষান ও হিমান্ত সনি। কাগজ ২ নির্মাতা ভি প্রকাশের কাগজ ২ সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১ মার্চ । ট্রেলার মুক্তির পরপরই দর্শকের নজর কাড়ে এর গল্প। মুম্বাই শহরে এক যুবকের স্ট্রাগলের জীবন চিত্রে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাতিশ কৌশিক ও অনুপম খের। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নেনা গুপ্তা, দর্শন কুমার, কিরণ কুমার ও আনাঙ্গ দেসাই। শয়তান এ মাসের মুক্তির অপেক্ষায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমার একটি অজয়ের ‘শয়তান’। সিনেমাটির ট্রেলার দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৮ মার্চ নির্মাতা বিকাশ বেহেলের হরর, ড্রামা ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে। অজয় দেবগনের অভিনয় ও প্রযোজনায় সিনেমাটি আগামী ৮ মার্চ মুক্তি পাবে। অজয় ছাড়াও সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আর আর. মাধবন। যোদ্ধা আগের ঘোষণা অনুযায়ী ১৫ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘যোদ্ধা’। সিনেমার পোস্টার গত বছর প্রকাশ হওয়ার পর থেকেই সিনেমাটি ছিল আলোচনায়। প্রাইম ভিডিও এবং নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশন হাউস যৌথভাবে প্রযোজনা করেছে ‘যোদ্ধা’। এই সিনেমায় সিদ্ধার্থর নায়িকা হয়েছেন দিশা পাটানি। পরিচালনা করেছে সাগর ও পুস্কর ওঝা। বাস্তার গত বছর বলিউডের সবচেয়ে বড় চমক ছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি।’ মাত্র ২০ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৩০০ কোটির বেশি। সেইসঙ্গে বছরজুড়ে আলোচনা ও বিতর্কে ছিল এটি। এবার নির্মাতার নতুন সিনেমা ‘বাস্তার’ মার্চের ১৫ তারিখ মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে দেখা যাবে কেরালা স্টোরি’খ্যাত আদা শর্মাকে। ভারতের মাওবাদী আন্দোলনের গল্পেই নির্মিত হচ্ছে সিনেমাটি। বীর সাভারকর ভারতের স্বাধীনতা যুদ্ধের নেতা বিনায়ক দামোদর সাভারকরে জীবনের ওপর নির্মিত সিনেমা স্বতন্ত্র ‘বীর সাভারকর’ ২২ মার্চ মুক্তি পাচ্ছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেতা রন্দীপ হুদা। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায় দেখা যাবে তাকে। মাদগাঁও এক্সপ্রেস কমেডি, ড্রামা ও অ্যাডেভেঞ্চার ধাঁচের সিনেমা মাদগাঁও এক্সপ্রেস। সিনেমাটি ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে। তিন বন্ধুর ঘুরতে যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা কুনাল খেমু। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও অভিনাশ তিওয়ারি। দ্য ক্রু মাসের শেষ ভাগে মুক্তি পাবে তারকাবহুল সিনেমা দ্য ক্রু। তিন বিমান সেবিকার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণনান। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন।
০২ মার্চ, ২০২৪

প্রেমে ব্যর্থ যেসব বলিউড তারকা (ভিডিও)
রুপালি জগতে নায়ক-নায়িকাদের রসায়ন দেখে মুগ্ধ হন বিনোদনপ্রেমীরা। পর্দার প্রেম অনেক সময় বাস্তব হয়ে আসে তারকাদের জীবনে। কখনো সেই প্রেম পূর্ণতা পায়, কখনো আবার হৃদয়কে করে যায় এফোঁড়-ওফোঁড়! ভালোবাসার বিনিময়ে কষ্ট পেয়েছেন এমন অনকে তারকাই রয়েছেন বলিউডে। সেই কষ্ট লুকিয়ে ক্যামেরার সামনে দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন তারা। প্রেমে ব্যর্থ হয়েছেন এমন বলিউড তারকার তালিকায় উঠে আসে প্রীতি জিনতার নাম। নেস ওয়াদিয়ার নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবেই তার প্রেমের খবর প্রকাশ্যে আসে। পরের ৪টি বছর ভালোই কাটে তাদের। কিন্তু ২০০৯ সালে নেসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন প্রীতি জিনতা। এ ছাড়া নেস ওয়াদিয়ার মা প্রীতির সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নেননি। পরে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন প্রীতি জিনতা।  বলিউডের বহুল চর্চিত জুটি রানী মুখার্জি-গোবিন্দ। গভীর প্রেম ছিল তাদের মধ্যে। ঘরে স্ত্রী রেখেই রানীর সঙ্গে প্রেমে মজেছিলেন গোবিন্দ। ২০০০ সালে ‘হাদ কার দ্য আপনে’ সিনেমায় একসঙ্গে প্রথম অভিনয় করেন রানী মুখার্জি-গোবিন্দ। সেই থেকে পরিচয় ও প্রেম। একটি হোটেল রুমে রানী ও গোবিন্দকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই খবর ছাপা হওয়ার পর দারুণভাবে আহত হন গোবিন্দর স্ত্রী। এরপর জল অনেক দূর গড়ায়। সর্বশেষ ভেঙে যায় রানী-গোবিন্দের প্রেম। অভিনেত্রী কারিশমা কাপুর ও অভিষেক বচ্চনের প্রেম তুমল আলোচনার বিষয় হয়ে উঠেছিল বলিউডে। ১৯৯৭ সালে অভিষেকের বোন শ্বেতা নন্দার বিয়ের অনুষ্ঠানে কারিশমা-অভিষেকের দেখা হয়। তখন কারিশমার প্রেমে পড়েন অভিষেক। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করেন। বিষয়টি সেভাবে কেউ জানতেন না তখন। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের খবর সামনে আসে। সে বছরেই এই যুগলের বাগদানের ঘোষণা হয়। অভিষেকের মা জয়া বচ্চন কারিশমাকে হবু পুত্রবধূ হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু বাগদানের চার মাস পরই বিয়ে ভেঙে দেন কারিশমা-অভিষেকের পরিবার। তখন বিয়ে ভাঙার কারণ কেউ-ই জানাননি। অবশ্য, জয়া বচ্চন বলেছিলেন— ‘এটি অভিষেকের সিদ্ধান্ত।’ বলিউডের আরেক আলোচিত তারকা জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুর। মাত্র ২৩ বছর বয়সে কারিনার প্রেমে পড়েন শহিদ। কারিনা কাপুর জানিয়েছিলেন, তাদের দুজনের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। কিন্তু ২০০৭ সালে ‘যাব উই মেট’ সিনেমার শুটিং চলাকালীন তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। ঠিক কী কারণে শহিদ-কারিনার প্রেম ভেঙে গিয়েছে তার সঠিক কারণ জানাননি কেউ-ই। তবে কারিনার মা ও বোন না কি এই সম্পর্ক মেনে নেননি। তাই ভেঙে যায় তাদের প্রেম। ">http://
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

বলিউড অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন
বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! গতকাল শুক্রবার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ মৃত্যুর খবর জানানো হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে ক্যান্সারে প্রাণ হারিয়েছেন বলিউডের আলোচিত এ অভিনেত্রী। খবর এনডিটিভি। সংবাদমাধ্যমটি জানায়, জরায়ু ক্যান্সারে প্রাণ হারিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যান্সারে হারিয়েছি।’ পুনম পান্ডের ম্যানেজার পারুল চাওলা জানিয়েছেন, কিছুদিন আগে পুনমের ক্যান্সার ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে। এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করেছেন অসংখ্য অনুরাগী। সামাজিকমাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা চলছে। শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও। ২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানৌতের রিয়ালিটি শো লকআপে।
০৩ ফেব্রুয়ারি, ২০২৪

মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে
বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী। খবর এনডিটিভি। সংবাদমাধ্যমটি জানায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’ তপুনম পান্ডে ম্যানেজার পারুল চাওলা জানিয়েছেন, ‘কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’ এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করছেন অসংখ্য অনুরাগী। সামাজিক মাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা চলছে। শোক প্রকাশ করছেন বলিউড তারকারাও। ২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

আইসিইউতে বলিউড অভিনেত্রী তনুজা
বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজা মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়সজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রোববার (১৭ ডিসেম্বর) তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি অনেকটা ভালো বলে জানা গেছে। তনুজা বলিউড তারকা কাজলের মা। ৮০ বছর বয়সী অভিনেত্রী তনুজার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছিল। আইসিইউতে রাখা হয়েছে তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেত্রীর শারীরিক অবস্থা উন্নতির পথে। তাই আপাতত দুশ্চিন্তার কারণ নেই। চিত্রনির্মাতা কুমারসেন সমর্থ ও অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তনুজা মুখার্জি। নির্মাতা সোমু মুখার্জিকে বিয়ে করেছিলেন তিনি। এই দম্পতির দুই কন্যাসন্তান হলেন কাজল ও তনিষা মুখার্জি। ৬০-৭০ দশকে বলিউডের দাপুটে অভিনেত্রী ছিলেন তনুজা। ১৯৫০ সালে ‘হামারি বেটি’ সিনেমার মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এই ছবিতে তাকে তার বোন নূতনের সঙ্গে দেখা গিয়েছিল। তনুজা ওই সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার।   গ্ল্যামার ও অভিনয়ের গুণে সে সময়ের দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তনুজা। এই অভিনেত্রীকে ‘জুয়েল থিফ’, ‘বাহারে ফির ভি আয়েগি’, ‘প্যায়সা ইয়া প্যায়ার’, ‘হাথী মেরে সাথী’সহ আরও হিট সিনেমায় দেখা গেছে। কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘দেয়া নেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ সিনেমায় উত্তম কুমারের সঙ্গে তার জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন তনুজা।
১৮ ডিসেম্বর, ২০২৩

সাক্ষাৎকার ভাইরাল হওয়ায় বিপাকে কৃতি
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অনলাইনে অর্থ লেনদেনে জড়িত প্রতিষ্ঠানের প্রচার করেছেন এমন কয়েকটি সংবাদ প্রকাশ পাওয়ার পর চটেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকার কয়েক দিন ধরেই ভাইরাল হয়েছে তার। তাকে নিয়ে নাকি ছাপা হয়েছে বেশ কিছু ‘ভুয়া খবর’ এমনটাই দাবি কৃতির। এমনকি সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এমনটা জানিয়েছেন এ অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই কানাঘোষা শোনা যাচ্ছিল, ‘কফি উইথ করণ’-এর চলতি তথা অষ্টম সিজনে এসে নাকি একাধিক ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন কৃতি। এমন খবর প্রচার হওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের অ্যাকাউন্ট থেকে সব প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। কৃতি লিখেন- ‘আমার বিষয়ে একাধিক জায়গায় খবর ছাপা হয়েছে যে, আমি নাকি ‘কফি উইথ করণ’-এ গিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা খবর। এ খবরগুলো ছাপার পেছনে কোনো অসৎ উদ্দেশ্যই কাজ করছে। আমি এমন কোনো কাজ করিনি। আমি সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছি এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নিয়েছি। এ ধরনের ভুয়া খবর থেকে সামলে থাকুন।’ ‘কফি উইথ করণ’-এর চলতি সিজনের বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে অতিথি হিসেবে আসার কথা কৃতির। যদিও ওই পর্ব নিয়ে ইতোমধ্যেই এত জলঘোলা হওয়ায় এ নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি কর্তৃপক্ষ। চলতি বছরে সেরা অভিনেত্রী হিসেবে ‘মিমি’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন কৃতি। তার মুকুটে জুড়েছে নতুন পালক। শুধু জাতীয় পুরস্কার জয়েই থেমে থাকেননি তিনি। চলতি বছরে অভিনয় থেকে এক পা এগিয়ে প্রযোজনার বৃত্তেও পা রেখেছেন। ইতোমধ্যে তার প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে প্রথম প্রজেক্টের কাজও শুরু হয়ে গেছে।
০৪ ডিসেম্বর, ২০২৩
X