বিশ্বের দ্বিতীয় বৃহৎ সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। প্রতি মাসেই বি-টাউন থেকে দর্শকের জন্য নতুন নতুন সিনেমা মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতা ধরে রাখতে মার্চে মুক্তি পাবে আট সিনেমা। তার মধ্যে বিগ বাজেটের তারকাবহুল সিনেমা ‘ক্রু’ ও ‘শয়তান’ অন্যতম। ২০২৪ সালের মার্চে জমজমাট বলিউড নিয়ে তারাবেলার এ আয়োজন। খবর লেহরেনের।
লাপাতা লেডিস
মাসের প্রথম দিনই মুক্তি পেয়েছে অভিনেতা আমির খানের প্রযোজনা ও কিরণ রাওয়ের পরিচালনায় নতুন সিনেমা ‘লাপাতা লেডিস’। এই সিনেমা দিয়ে বলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রতিভা রান্তার অভিষেক হতে যাচ্ছে।
ভারতের রাজস্থানের একটি গ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।
প্রধান চরিত্রে প্রতিভা রান্তা ছাড়াও অভিনয় করেছেন স্পার্শ্ব সিভাস্তব, নিতান্সি জোয়েল, ছায়া খাদেম, গীতা আগারওয়াল, দূর্গেশ কুমার, বাসার ঝাঁ, রাভি কিষান ও হিমান্ত সনি।
কাগজ ২
নির্মাতা ভি প্রকাশের কাগজ ২ সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১ মার্চ । ট্রেলার মুক্তির পরপরই দর্শকের নজর কাড়ে এর গল্প। মুম্বাই শহরে এক যুবকের স্ট্রাগলের জীবন চিত্রে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাতিশ কৌশিক ও অনুপম খের। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নেনা গুপ্তা, দর্শন কুমার, কিরণ কুমার ও আনাঙ্গ দেসাই।
শয়তান
এ মাসের মুক্তির অপেক্ষায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমার একটি অজয়ের ‘শয়তান’। সিনেমাটির ট্রেলার দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৮ মার্চ নির্মাতা বিকাশ বেহেলের হরর, ড্রামা ধাঁচের এই সিনেমাটি মুক্তি পাবে। অজয় দেবগনের অভিনয় ও প্রযোজনায় সিনেমাটি আগামী ৮ মার্চ মুক্তি পাবে। অজয় ছাড়াও সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আর আর. মাধবন।
যোদ্ধা
আগের ঘোষণা অনুযায়ী ১৫ মার্চ মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘যোদ্ধা’। সিনেমার পোস্টার গত বছর প্রকাশ হওয়ার পর থেকেই সিনেমাটি ছিল আলোচনায়। প্রাইম ভিডিও এবং নির্মাতা করণ জোহরের ধর্ম প্রোডাকশন হাউস যৌথভাবে প্রযোজনা করেছে ‘যোদ্ধা’। এই সিনেমায় সিদ্ধার্থর নায়িকা হয়েছেন দিশা পাটানি। পরিচালনা করেছে সাগর ও পুস্কর ওঝা।
বাস্তার
গত বছর বলিউডের সবচেয়ে বড় চমক ছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি।’ মাত্র ২০ কোটি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৩০০ কোটির বেশি। সেইসঙ্গে বছরজুড়ে আলোচনা ও বিতর্কে ছিল এটি। এবার নির্মাতার নতুন সিনেমা ‘বাস্তার’ মার্চের ১৫ তারিখ মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে দেখা যাবে কেরালা স্টোরি’খ্যাত আদা শর্মাকে। ভারতের মাওবাদী আন্দোলনের গল্পেই নির্মিত হচ্ছে সিনেমাটি।
বীর সাভারকর
ভারতের স্বাধীনতা যুদ্ধের নেতা বিনায়ক দামোদর সাভারকরে জীবনের ওপর নির্মিত সিনেমা স্বতন্ত্র ‘বীর সাভারকর’ ২২ মার্চ মুক্তি পাচ্ছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ভার্সেটাইল অভিনেতা রন্দীপ হুদা। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায় দেখা যাবে তাকে।
মাদগাঁও এক্সপ্রেস
কমেডি, ড্রামা ও অ্যাডেভেঞ্চার ধাঁচের সিনেমা মাদগাঁও এক্সপ্রেস। সিনেমাটি ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে। তিন বন্ধুর ঘুরতে যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেতা কুনাল খেমু। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও অভিনাশ তিওয়ারি।
দ্য ক্রু
মাসের শেষ ভাগে মুক্তি পাবে তারকাবহুল সিনেমা দ্য ক্রু। তিন বিমান সেবিকার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণনান। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন তিন প্রজন্মের তিন নায়িকা টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন।