শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
সিঙ্গাপুরে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার প্রস্তাব বিমানমন্ত্রীর 
বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মীকে সিঙ্গাপুরে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বৃহস্পতিবার (০৯ মে) তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এই প্রস্তাব দেন মন্ত্রী। জাতীয় সংসদ ভবনে অবস্থিত মন্ত্রীর দপ্তর কক্ষে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।   হাইকমিশনারকে মন্ত্রী বলেন, সুযোগ পেলে বাংলাদেশী কর্মীরা তাদের দক্ষতা এবং নিষ্ঠা দিয়ে যোগ্যতা প্রমাণ করবে। কোভিড-১৯ এর সময়ে সিঙ্গাপুর বাংলাদেশি কর্মীদের যে যত্ন নিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা রক্ষার বিষয়ে সিঙ্গাপুরের সচেতনতা প্রশংসার দাবিদার। বাংলাদেশের এভিয়েশন খাত এগিয়ে যাওয়ার নানা চিত্র তুলে ধরে ফারুক খান বলেন, সরকার বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের কাজ করে যাচ্ছে। বিমানবন্দরে অবকাঠামোগত ও কারিগরি উন্নয়ন এবং এভিয়েশন খাতের কর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ফ্লিট সম্প্রসারণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের এভিয়েশন খাত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরের যে কাজ শুরু হয়েছে, তাতে সিঙ্গাপুর ভূমিকা রাখতে আগ্রহী। বিমানবন্দরগুলোর দক্ষ ব্যবস্থাপনার জন্য সিঙ্গাপুর এভিয়েশন খাতের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতেও আগ্রহী। ডেরেক লোহ বলেন, বাংলাদেশ সিঙ্গাপুরের খুব ভালো বন্ধু। এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সিঙ্গাপুরে বিভিন্ন খাতে কাজে নিয়োজিত আছেন। বাংলাদেশি কর্মীরা খুব দক্ষ ও পরিশ্রমী। ভবিষ্যতে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি সিঙ্গাপুর বিবেচনা করবে বলেও তিনি আশ্বাস দেন।
৩ ঘণ্টা আগে

প্রেমিকার টানে ভারতে বাংলাদেশি যুবক, অতঃপর...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘদিন ভারতীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি এক যুবকের। একপর্যায়ে প্রেমিকাকে বাংলাদেশে নিয়ে আসতে ভারতে যান যুবক। সব ঠিক থাকলেও শেষে নারী পাচারের অভিযোগ তুলে প্রেমিকার পরিবারের হাতে মার খেয়েছেন বাংলাদেশি ওই যুবক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মালবাজার এলাকায়।  স্থানীয় সূত্রে জানা গেছে,  ডুয়ার্সের মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বাংলাদেশি যুবকের। কয়েক মাস কথা বলার পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। একপর্যায়ে তরুণীকে বিয়ের প্রস্তাবও দেন ওই যুবক। তরুণী তাতে রাজিও হলে, তাকে বাংলাদেশে আনতে, পাসপোর্ট-ভিসা নিয়ে বৈধভাবে ভারতে যান ওই যুবক। আর বৈধভাবে বাংলাদেশে যেতে পৃথকভাবে পাসপোর্ট ভিসা করেন ওই তরুণীরও।  সোমবার (৬ মে) তরুণীকে নিতে আসতে মালবাজারে যান যুবক। বাড়িতে কিছু না জানিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান তরুণী। পরে মেয়ের খোঁজ না পেয়ে মেটেলি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে মোবাইলের নেটওয়ার্ক ট্রেস করে মঙ্গলবার (০৭ মে) মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে তাদের দুজনকে আটক করে মালবাজার পুলিশ। পরে মেটেলি থানাকে খবর দিলে তারা, মালবাজার থানায় গিয়ে ওই দুজনকে আটক করে মেটেলি  থানার দিকে রওনা হন। তবে মাঝপথেই ঘটে বিপত্তি। মালবাজার শহরের ক্যালটেক্স মোড়ে আচমকাই পুলিশের গাড়ি বিকল হয়ে যায়। আর সেই খবর পেয়ে তরুণীর পরিবার পুলিশের গাড়ি ঘেরাও করে। পরে আটক বাংলাদেশি যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে ব্যাপক মারধরও করা হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তরুণীর পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে মালবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক তরুণী ও যুবককে ফের মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর পরিবারের অভিযোগ, ওই বাংলাদেশি যুবক এর আগে অন্তত তিনটি বিয়ে করেছেন। তিনি ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।    
০৮ মে, ২০২৪

আমিরাতে ড্রাইভারের ভুলে শিশুর মৃত্যু, চালককে ক্ষমা বাংলাদেশি বাবার
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ড্রাইভারের ভুলে গাড়িতে আটকা পড়ে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) আরব আমিরাতের শারজাহতে এ ঘটনা ঘটে। সাত বছর বয়সী শিশুটি স্কুলে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিল। তবে এ ঘটনায় চালককে ক্ষমা করে দিয়েছেন শিশুটির বাবা।  মঙ্গলবার (৭ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রাইভারের খেয়ালের ভুলে একটি শিশু স্কুলে যাওয়ার গাড়িতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।  পুলিশ জানিয়েছে, আল শাহবা এলাকায় গাড়ির ভেতরে একটি শিশু মারা গেছে বলে তারা একটি রিপোর্ট পায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে তারা।  গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বাবা-মা তার সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলা চালককে চুক্তিবদ্ধ করেছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তারা স্কুলের জন্য রওনা হয়। কিন্তু স্কুলে পৌঁছালে ৭ বছরের শিশুটি ছাড়া সবাই গাড়ি থেকে নেমে পড়ে।  চালক গাড়িটি স্কুলের পাশে পার্ক করেন এবং ভেতরে কেউ রয়ে গেছে কি না সেটা খেয়াল না করেই গাড়ি লক করে দেন।  স্কুলের ছুটির সময় চালক যখন গাড়িতে ফিরে আসেন তিনি শিশুটিকে গাড়ির ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান। শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।  গালফ নিউজ বলছে, ঘটনাটির তদন্ত করছে ওয়াসিত থানা পুলিশ। পুলিশ বলেছে, ছেলেটির বাবার ‘ক্ষমা এবং ছেলের মৃত্যুর কারণ হিসেবে তাকে ড্রাইভারকে অভিযুক্ত করতে না চাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়নি; তবে নিয়মমাফিক ড্রাইভারকে অন্য কোথাও ভ্রমণে যেতে নিষেধ করা হয়েছে। ঘটনাটির পর শিশুদের স্কুলে আনা-নেওয়ার জন্য লাইসেন্সবিহীন ড্রাইভারদের চুক্তিবদ্ধ করার বিপদ সম্পর্কে শিক্ষার্থীদের অভিভাবকদের সতর্ক করেছে শারজাহ পুলিশ জেনারেল কমান্ড। নিরাপত্তা পদ্ধতি সম্পর্কে এই ধরনের চালকদের অজ্ঞতার কারণে এগুলো শিশুদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে বলে সতর্ক করেছে পুলিশ।  পরিবর্তে শিশুদের পরিবহনের জন্য নির্দিষ্ট স্কুল বাসগুলো ব্যবহার করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। কারণ এই ধরনের বাসগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত এবং কর্তৃপক্ষ এসব বাসগুলোর নিরাপত্তার বিষয়ে সর্বদা খেয়াল রাখে।   
০৮ মে, ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৫ বাংলাদেশি আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ নিয়ে গত দুদিনে মোট পাঁচজন মাইন বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। রোববার (৫ মে) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে শনিবার (৪ মে) রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন বলে জানা গেছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
০৫ মে, ২০২৪

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর আলেকজ্যান্ডার ম্যানটিসকি।  এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি মি. অলেগ কজিন।  বৈঠকে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার অ্যাম্বাসেডর।
০২ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার জবাব চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যার জবাব চেয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনের হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলেও দাবি করেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শুরু করেন তিনি। বৈঠকে উপজেলা নির্বাচন, দলের হীরকজয়ন্তী উদযাপনসহ ১৬টি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা এর নিন্দা জানাই আমরা। মানবাধিকার সংস্থা এবং যারা আমাদের স্যাংশন দেয়, তারা এর কী জবাব দেবে? আমি এর জবাব চাই। যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে। কিন্তু মানবাধিকার নিয়ে সবক দেয় বাংলাদেশকে। সে দেশের কোনো পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে, কী করত সেখানকার পুলিশ? কয়েকদিন ফিলিস্তিনে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করল যুক্তরাষ্ট্র পুলিশ। এটা তো মানবাধিকার লঙ্ঘন। এর জবাব কী? প্রধানমন্ত্রী বলেন, অতিবাম ও অতিডান সবই এখন এক হয়ে গেছে। এটা কীভাবে হলো জানি না। এই দুই মেরু এক হয়ে একটাই দাবি জানাচ্ছে, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। আমাদের দুর্ভাগ্য যে, দেশের কিছু রাজনৈতিক দেউলিয়া, বুদ্ধি বেচে জীবিকা নির্বাহ করা কিছু মানুষ অনবরত বাংলাদেশের বিরুদ্ধে গিবত গাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে তখন কিছু মানুষ সমালোচনা করছে। যে যা-ই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। সবসময় ষড়যন্ত্র মোকাবিলা করেই পথ চলতে হয়েছে। আমরা দেশ ও মানুষের ওপর আস্থা রেখেই দেশ চালায়। সব দিক থেকে বাংলাদেশে এগিয়ে গেছে। মাথা পিছু আয় বৃদ্ধি করেছি, প্রবৃদ্ধি বেড়েছে। কভিড মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন ও পাল্টা স্যাংশন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এসব সমস্যার কারণে শুধু আমরাই না, উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। তার পরও আমাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের মানুষকে এক ধাপ উপরে তুলব, ২০২১ সালের মধ্য আমরা তা করেছি। একসময় মানুষ এক বেলা ভাত খেতে পারত না, মাথা গোঁজার ঠাঁই ছিল না। রোগে চিকিৎসা পেত না, শিক্ষা পেত না। আমরা পরিকল্পনা মোতাবেক এগিয়েছি। অনেক জেলা গৃহহীনমুক্ত হয়েছে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। জাতির পিতা আমাদের স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন। সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা অর্জন করেছি। ২০২৬ সাল থেকে নতুন যাত্রা শুরু হবে। সেজন্য প্রস্তুতিও নিয়েছি। আমি বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রা তা সহজভাবে করা সম্ভব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে তারা। বিএনপি এমন একটি দল, যাদের কোনো মাথামুণ্ডু নেই। তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে। ২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে, তা মানুষের ভুলে যাওয়া উচিত নয়। ভোট চুরি করে ক্ষমতায় আসা দলের কাছে আজ গণতন্ত্রের কথা শুনতে হয়। যারা ভোট নিয়ে প্রশ্ন তুলছে, তারা কেন বুঝছে না দেশবাসী এই নির্বাচনে ভোট দিতে পেরে খুশি। জনগণের আস্থা আওয়ামী লীগ পেয়েছে, কারণ মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ তাদের উপকার করে।  
০১ মে, ২০২৪

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরল ২০ বাংলাদেশি
কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন এবং ভারতের পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধবিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ভারত থেকে ২০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় পশ্চিমবঙ্গ সরকার যশোরের বেনাপোল সীমান্তে তাদের প্রত্যাবাসন করে।  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রত্যাবাসনকালে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতায় কর্মরত মিনিস্টার কাউন্সেলর সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক বিদোষ চন্দ্র বর্মনসহ স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা এবং বিজিবি কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।  বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মানবপাচার ও প্রতারণার শিকার হয়ে ভারতে প্রবেশকালে ও অবস্থানকালে আটক হওয়া এ সব বাংলাদেশি নারী ও শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়েছিল। পরে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের যৌথ উদ্যোগে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এসব বাংলাদেশি নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। 
৩০ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় যুবক গ্রেপ্তার
নিউইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ভিডিও দেখে গত রোববার ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বাফেলোর জিনার স্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন সিলেটের কানাইঘাটের আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) ও কুমিল্লার বাবুল মিয়া (৪৩)। বাবুল আগে সপরিবারে থাকতেন ম্যারিল্যান্ডে। সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন। আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী, দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে রোববার জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন প্রবাসীরা। হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তারা। বাফেলো সিটি মেয়র বাইরেন ডব্লিউ ব্রাউন, পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগলিয়াসহ কর্মকর্তারাও সেখানে কমিউনিটির সঙ্গে সংহতি প্রকাশ করেন। সমাবেশের দুই ঘণ্টা পর সিটির ইস্ট ডেলাভান নর্থ ফর্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। খুনের সংবাদ জানার পরপরই নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা নিহতদের স্বজন এবং বাফেলো কমিউনিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
৩০ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কে গুলিতে ২ বাংলাদেশি নিহত, বাড়িতে শোকের মাতম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেনার স্ট্রিটে বন্দুকধারীরা গুলি করে তাদের হত্যা করে। নিহত দু’জনের লাশ নিইউয়র্ক পুলিশের হেফাজতে রয়েছে। নিহতরা হলেন- আবু সালেহ মো. ইউসুফ জনি (৪৫) ও বাবুল উদ্দিন। ইউসুফ জনির গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামে। তিনি সাবেক মেম্বার নুরুল হকের পুত্র। বাবুল উদ্দিনের বাড়ি কুমিল্লায়। এ ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। থামছে না তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কান্না। মৃত্যুর সংবাদ পরিবারের  কাছে জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাটের দুলাল আহমদ। পারিবারিক সূত্রে জানা যায়, ১০ মাস পূর্বে স্ত্রী এবং ৫ বছর ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে স্থায়ী বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইউসুফ জনি। সেখানে একটি পেইনটিং কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। তার পরিবারের সদস্যরা সিলেট শহরের মেজরটিলায় বসবাস করে আসছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছেলে ইউসুফ জনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার ইউসুফ জনি ও বাবুল উদ্দিন বাফেলোর জেনার স্ট্রিটে ১০০ ব্লকে একটি বাসার রঙের কাজে ছিলেন। এ সময় কয়েকজন আততায়ী বাবুল উদ্দিনের কাছে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা বাবুলকে ছুরিকাঘাত করলে তাকে রক্ষা করতে ইউসুফ জনি এগিয়ে গেলে আততায়ী বন্দুকধারীরা তাদের দু’জনকে গুলি করে হত্যা করে। তারা দু’জনই কিছুদিন আগে বাফেলোতে স্থান পরিবর্তন করেছিলেন বলে জানা গেছে। বাফেলো পুলিশের মুখপাত্র মাইকেল জে ডিজর্জ বলেন, শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার জেনার স্ট্রিটে ১০০ ব্লকে গুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের সোয়াত টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তারা দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় জড়িত কে বা কারা তাদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। মর্মান্তিক এ হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শোকাহত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।
২৮ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, ২ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।  নিহতদের পরিচয় এখনো জানা যানা যায়নি। এ ছাড়াও কী কারণে তাদেরকে প্রকাশ্যে হামলা চালিয়ে হত্যা করা হলো সে সম্পর্কে কিছুই জানা যায়নি।  প্রশাসনের বরাত দিয়ে মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
২৮ এপ্রিল, ২০২৪
X