মেয়ের জন্য শাহরুখের বাজি
বলিউড বাদশাহ শাহরুখ খান। বি-টাউনে তার নামেই চলে সিনেমা। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে নিজের পাশাপাশি ছেলেমেয়েদের ক্যারিয়ার নিয়েও সচেতন বলিউড কিং। তাই তো মেয়ে সুহানার প্রথম সিনেমার জন্য বিরাট বাজি ধরলেন এ অভিনেতা। ২০০ কোটি রুপি খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন। খবর : বলিউড হাঙ্গামা। অভিনয়ে এরই মধ্যে অভিষেক হয়েছে সুহানার। নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ দিয়ে আলোচনায় ছিলেন তিনি। তবে এবার বড় পর্দার পালা। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় মেয়ের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ। সিনেমার নাম ‘কিং’। এর জন্যই বিশাল অঙ্ক খরচ করবেন তিনি। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। রাজকুমার হিরনারির ডানকির পর শাহরুখ এখন এ প্রজেক্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শাহরুখের জন্যও তৈরি করা হয়েছে বিশেষ চরিত্র। সুহানাকে দেখা যাবে ভারতীয় একজন গোয়েন্দার চরিত্রে। তবে এসআরকের চরিত্র রাখা হয়েছে গোপন।  
১৭ এপ্রিল, ২০২৪

শিল্পী সমিতি থেকে অব্যাহতি নিলেন সাইমন সাদিক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অব্যাহতি নিয়েছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ সাইমন সাদিক। শনিবার (২০ জানুয়ারি) শিল্পী সমিতি বরাবর তিনি অব্যাহতিপত্র জামা দেন।  অব্যাহতি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, আমি সাইমন সাদিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে একমত হতে পারছি না। সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিস্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি গতকাল ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যা আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। যে কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি আরও বলেন, বিদেশি ভাষার সিনেমা আমদানি প্রঙ্গে আমাদের সমিতি নীরব রয়েছে। এ সব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি (নিজেকে) অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাব।
২০ জানুয়ারি, ২০২৪

কুমিল্লায় ভারতীয় বাজি ও কসমেটিকস জব্দ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় বাজি ও কসমেটিকস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদ হোসেন ভূঁইয়া। এ সময় ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন শশীদল বিওপির বিজিবি সদস্যরা সহযোগিতা করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বিশেষ তদারকির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালানবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে ভারতীয় বাজি ও কসমেটিকস উদ্ধার করা হয়। 
২৬ ডিসেম্বর, ২০২৩

দেশের মানুষ নিয়ে বাজি ধরছে সরকার
সরকারকে হুঁশিয়ার করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আরেকটি একতরফা নির্বাচন করলে শুধু অর্থনৈতিক সংকট নয়, দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক ভয়ংকর কূটনৈতিক সংকটে পড়বে। এই সরকার দেশের মানুষ ও দেশের অস্তিত্বকে নিয়ে বাজি ধরছে শুধু ওই গদি টিকিয়ে রাখার জন্য। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এসব কথা বলেন। এর আগে বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিজয়নগর মোড় ঘুরে সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এবং সদস্য মনির উদ্দিন পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বেলায়েত হোসেন বেলাল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া প্রমুখ। এ ছাড়া হরতালের সমর্থনে বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোট। মিছিলে জাতীয় পার্টির (জাফর) নওয়াব আলী আব্বাস খান ও কাজী নজরুল ইসলাম, লেবার পার্টির মো. ফারুক রহমান, জাগপার রাশেদ প্রধান ও অধ্যাপক ইকবাল হোসেন, কল্যাণ পার্টির নুরুল কবির ভূঁইয়া পিন্টু, বাংলাদেশ এলডিপির এমএ বাশার, জাতীয় দলের শামসুল আহাদ, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়নগর সড়কে অনুষ্ঠিত জাতীয়তাবাদী সমমনা জোটের মিছিলে এনপিপির ফরিদুজ্জমান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির ক্বারী আবু তাহের, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। পল্টন এলাকায় গণতান্ত্রিক বাম ঐক্যের মিছিলে সাম্যবাদী দলের (মার্কসবাদী-লেলিনবাদী) হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির ডা. শামসুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। বিজয়নগর ও সেগুনবাগিচা এলাকায় যৌথভাবে মিছিল করেছে গণফোরাম (মন্টু) ও বিপিপি। এতে গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, বিপিপির বাবুল সরদার চাখারী ও আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া নুরুল হক নুরের নেতৃত্বে বিজয়নগর ও নয়াপল্টন সড়কে গণঅধিকার পরিষদ, নেয়ামুল বশির ও বিল্লাহ মিয়াজীর নেতৃত্বে নাইটিঙ্গেল মোড়ে এলডিপি এবং মজিবুর রহমান মঞ্জু, আব্দুল ওহাব মিনার ও আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে বিজয়নগর এলাকায় এবি পার্টি বিক্ষোভ মিছিল করেছে।
২০ নভেম্বর, ২০২৩

বাজি ধরে গুড় ও মরিচ খেয়ে প্রাণ গেল কৃষকের
নওগাঁর বদলগাছীতে বাজি ধরে ২ কেজি গুড় ও কলা খেয়ে মো. বায়েজিদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে গুড় খেয়ে অসুস্থ হন তিনি।  ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউপির ভাণ্ডারপুর এলাকায়। মৃত বায়েজিদ উপজেলার পাড়আধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাণ্ডারপুর বাজারে পাড়আধাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলের সঙ্গে ইসমাইলপুর গ্রামের লবার ছেলে বিতু কসাইয়ের মধ্যে গুড় খাওয়া নিয়ে বাজি হয়। বাজি অনুযায়ী বিতু কসাই স্থানীয় এক দোকানির কাছ থেকে ২ কেজি দানার গুড় কিনে এনে কৃষক বায়জিদকে খেতে দেয়। বাজিতে দুই কেজি গুড় বায়জিদ খেতে পারলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরও দুই কেজি গুড় কিনে দিবে বিতু কসাই। দুজনের কথা অনুযায়ী গুড় খাওয়ার বাজি খেলা শুরু হয়। আধাঘণ্টার ব্যবধানে দুই কেজি গুড় খেয়ে ফেলে বায়েজিদ। গুড়ের সঙ্গে ২০টির বেশি কাচামরিচ খেয়ে ফেলেন। বাজি ধরার পূর্বে বেশ কয়েকটি কলাও খেয়ে ছিলেন তিনি। অপরদিকে বাজিতে জয়ের পর আরও দুই কেজি গুড় দেওয়ার কথা থাকলেও বিতু কসাই তা না দিয়ে কৌশলে পালিয়ে যায় অন্যত্র। এ সময় গুড় খাওয়ার বাজি দেখতে উৎসুক জনতা ভিড় করেন সেখানে। বাজি ধরে গুড় খাওয়ার পর সচেতন মহলের একাধিক ব্যক্তি তার শারীরিক অবস্থা সম্পর্ক জানতে চায় এবং তাকে স্থানীয়  চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন। কিন্তু বাজিতে জয়ী ওই কৃষক তার তার শরীরের অবস্থা ভালো বলে ঘটনাস্থল ত্যাগ করেন। বাজি শেষে স্বাভাবিক অবস্থায় বাজার থেকে বাড়ি ফেরার পর অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন তাকে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। রিপন, বাবুসহ আরও অনেকে জানান, বায়েজিদ এর আগেও বিভিন্নজনের সঙ্গে খাবার খাওয়া নিয়ে নানা সময়ে বাজি ধরে জিতেছে। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজি ধরে এসব করতেন। বদলগাছী থানার ওসি মো. আতিয়ার রহমান মুঠোফোনে কালবেলাকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।
০১ নভেম্বর, ২০২৩

বাজি ধরার জন্য ইতালির মিডফিল্ডার দশ মাস নিষিদ্ধ
ইউরোপের দেশগুলোতে বিভিন্ন ধরনের খেলার ইভেন্টে বাজি ধরা নিষিদ্ধ নয়। তবে খেলোয়াড়দের ক্ষেত্রে এই বাজি ধরার অনেক নিয়মকানুন রয়েছে। এসব নিয়মকানুন মেনেই খেলোয়াড়রা বাজি ধরতে পারে। এই নিয়মকানুন ঠিকভাবে মানা না হলে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। বেটিংয়ের নিয়ম ভাঙ্গায় সম্প্রতি নিষিদ্ধ হয়েছেন ইতালি ফুটবল দলের খেলোয়াড় নিকোলো ফাগিওলি। এবার একই পথে হাটলেন নিউক্যাসল ইউনাইটেড ও ইতালির মিডফিল্ডার সান্দ্রো টোনালি। ফুটবল থেকে নিষিদ্ধ হলেন ১০ মাসের জন্য। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বৃহস্পতিবার ২৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়। আগামী আগস্ট পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে উঠলে সেখানেও খেলা হবে না তার। গত জুলাইয়ে এসি মিলান থেকে সাড়ে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেন টোনালি। বেটিংয়ের নিয়ম ভাঙায় গত ১৭ অক্টোবর জুভেন্টাসের ইতালিয়ান মিডফিল্ডার ফাগিওলিকে সাত মাসের জন্য নিষিদ্ধ করে এফআইজিসি। একই সঙ্গে সাড়ে ১২ হাজার ইউরো জরিমানা করা হয় তাকে। টোনালিসহ আরেক ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলোর বিরুদ্ধে তদন্তের কথা এই মাসের শুরুতে জানায় ইতালির প্রসিকিউটররা। এই তথ্য জানানোর পর জাতীয় দলের অনুশীলন কাম্প ছেড়ে চলে যান ওই দুজন।
২৭ অক্টোবর, ২০২৩

বাজি ধরে মাত্র ১০ মিনিটে এক লিটার মদপান, তরুণের মৃত্যু
তিন লাখ টাকার বাজি ধরে মাত্র মাত্র ১০ মিনিটে এক লিটার মদপান করে এক চীনা তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট। মৃত ওই তরুণের নাম ঝাং। তিনি চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের শেনজেনের একটি কোম্পানিতে কাজ করতেন। গত জুলাই মাসে অফিসের একটি ডিনার পার্টিতে এ ঘটনা ঘটে। জুলাইয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য ডিনার পার্টির আয়োজন করে ঝাংয়ের অফিস। সেখানে তারা সবাই যোগদান করেন। ওই পার্টিতে অফিসের বস ইয়াং মদ্পানের প্রতিযোগিতা রাখেন। ইয়াং ঘোষণা দেন যে ব্যক্তি মদ খেয়ে ঝাংকে হারাতে পারবে তাকে ২০ হাজার ইউয়ান (বাংলোদেশি টাকায় তিন লাখের বেশি) পুরস্কার দেওয়া হবে। বসের এমন প্রস্তাবে ঝাং জানতে চান, যদি তিনি বাজিতে জিতে যান তাহলে তাকে কী পুরস্কার দেওয়া হবে। তখন ইয়াং বলেন, ঝাং জিতলে তাকেও ২০ হাজার ইউয়ান দেওয়া হবে। তবে তিনি হেরে গেলে ১০ হাজার ইউয়ান দিয়ে অফিসের সবাইকে বিকেলের চা পান করাতে হবে। এরপর ঝাংয়ের সঙ্গে একে একে অনেকে লড়াই করেন। এমনকি ইয়াং তার গাড়িচালককে পর্যন্ত ঝাংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দেন। এক অংশগ্রহণকারী বলেন, ঝাং ১০ মিনিটের মধ্যে প্রায় এক লিটার শক্তিশালী চীনা বাইজিউ (মদ) পান করেন। এরপরই তিনি মাটিতে পড়ে গেলে তাকে শেনজেন জুনলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মদপানজনিত গুরুতর বিষক্রিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাক ধরা পড়ে তার। এরপর তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করা হলেও ৩ আগস্ট তিনি মারা যান। মদপান নিয়ে এমন ঘটনার পরের দিনই ওই অফিসটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার তদন্ত করছে শেনজেন পুলিশ।
০৫ অক্টোবর, ২০২৩

নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচান চিকিৎসকরা - প্রধান বিচারপতি
চিকিৎসকরা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচান বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল শুক্রবার ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় চিকিৎসকদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, চিকিৎসকরা মানবজাতির জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারা মানুষের পাশে থাকেন। সহায়তার হাত বাড়িয়ে দেন। পেশা ও সেবা হিসেবে চিকিৎসার চেয়ে আত্মতৃপ্তির আর কোনো পেশা নেই। নিঃসন্দেহে আপনারা মানবজাতির সবচেয়ে আপন মানুষ। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, তারা দেশের বিভিন্ন প্রান্তে হেপাটাইটিস বি ও সি রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এটা নিশ্চয়ই একটা বড় কাজ। তারা নিজেদের ফান্ড থেকে রোগীদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর সিডিসি (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য হেপাটাইটিস নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে কোনো ঘাটতি নেই। এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৫ সালে ৫ শতাংশের বেশি হেপাটাইটিস রোগী ছিল। ২০২২ সালে সেটা ৪ শতাংশে এসেছে। এ অগ্রগতি ধরে রাখতে পারলে আগামী ২০৩০ সালের মধ্যে আমরা হেপাটাইটিস নির্মূল করতে পারব। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, হেপাটাইটিস রোগ প্রতিরোধে শুধু সরকার নয়, সমাজের প্রতিটি স্তর থেকে কাজ করতে হবে। সচেতনতা তৈরি করতে হবে। হেপাটাইটিস রোগীর প্রতি বৈষম্য করা যাবে না। তাদের সমান সুযোগ দিতে হবে। সেমিনারে আরও বক্তব্য দেন বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী প্রমুখ।
২৯ জুলাই, ২০২৩
X