শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাজি ধরে গুড় ও মরিচ খেয়ে প্রাণ গেল কৃষকের

নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নওগাঁর মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নওগাঁর বদলগাছীতে বাজি ধরে ২ কেজি গুড় ও কলা খেয়ে মো. বায়েজিদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে গুড় খেয়ে অসুস্থ হন তিনি।

ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউপির ভাণ্ডারপুর এলাকায়। মৃত বায়েজিদ উপজেলার পাড়আধাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাণ্ডারপুর বাজারে পাড়আধাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলের সঙ্গে ইসমাইলপুর গ্রামের লবার ছেলে বিতু কসাইয়ের মধ্যে গুড় খাওয়া নিয়ে বাজি হয়। বাজি অনুযায়ী বিতু কসাই স্থানীয় এক দোকানির কাছ থেকে ২ কেজি দানার গুড় কিনে এনে কৃষক বায়জিদকে খেতে দেয়। বাজিতে দুই কেজি গুড় বায়জিদ খেতে পারলে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আরও দুই কেজি গুড় কিনে দিবে বিতু কসাই। দুজনের কথা অনুযায়ী গুড় খাওয়ার বাজি খেলা শুরু হয়।

আধাঘণ্টার ব্যবধানে দুই কেজি গুড় খেয়ে ফেলে বায়েজিদ। গুড়ের সঙ্গে ২০টির বেশি কাচামরিচ খেয়ে ফেলেন। বাজি ধরার পূর্বে বেশ কয়েকটি কলাও খেয়ে ছিলেন তিনি। অপরদিকে বাজিতে জয়ের পর আরও দুই কেজি গুড় দেওয়ার কথা থাকলেও বিতু কসাই তা না দিয়ে কৌশলে পালিয়ে যায় অন্যত্র। এ সময় গুড় খাওয়ার বাজি দেখতে উৎসুক জনতা ভিড় করেন সেখানে।

বাজি ধরে গুড় খাওয়ার পর সচেতন মহলের একাধিক ব্যক্তি তার শারীরিক অবস্থা সম্পর্ক জানতে চায় এবং তাকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন। কিন্তু বাজিতে জয়ী ওই কৃষক তার তার শরীরের অবস্থা ভালো বলে ঘটনাস্থল ত্যাগ করেন। বাজি শেষে স্বাভাবিক অবস্থায় বাজার থেকে বাড়ি ফেরার পর অসুস্থ অনুভব করলে পরিবারের লোকজন তাকে আক্কেলপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

রিপন, বাবুসহ আরও অনেকে জানান, বায়েজিদ এর আগেও বিভিন্নজনের সঙ্গে খাবার খাওয়া নিয়ে নানা সময়ে বাজি ধরে জিতেছে।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি। সে বিভিন্ন সময় বাজি ধরে এসব করতেন।

বদলগাছী থানার ওসি মো. আতিয়ার রহমান মুঠোফোনে কালবেলাকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১০

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১২

বিগ ব্যাশে স্মিথ শো

১৩

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৪

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৬

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

১৭

হ্যান্সি ফ্লিকের শিষ্যদের থামানোর কেউ নেই!

১৮

গরম ভাতে ঘি খান, মস্তিষ্কে কেমন প্রভাব পড়ে জানলে অবাক হবেন

১৯

রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় এমপি প্রার্থী উদ্ধার

২০
X