শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
আইপিএলে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ
জমে উঠেছে আইপিএলের ১৭তম আসর। টুর্নামেন্ট চলাকালেই ক্রিকেট সমর্থকদের কাছে সবার আগে আপডেট জানাতে মরিয়া ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি, ধারাভাষ্যকার, সবাই। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচসংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন তারা। তবে এবার এই কাজে লাগাম টানতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। আইপিএলের চলতি আসর থেকে ছবি ও ভিডিও শেয়ারে বিশেষ বিধিমালার আওতায় আনা হচ্ছে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি এবং ধারাভাষ্যকারদের। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে প্রত্যেক ধারাভাষ্যকার, ক্রিকেটার, দলগুলোর মালিক এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এতে বলা হয়েছে, ম্যাচের দিন স্টেডিয়ামের কোনো ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যাবে না। আর এ নির্দেশ না মানলে গুনতে হবে মোটা অঙ্কের আর্থিক জরিমানা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল স্বত্বের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছে সম্প্রচারকারী সংস্থা। তাদের স্বার্থ রক্ষায় ম্যাচের দিন কোনো ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে পারবেন না সংশ্লিষ্ট কেউই। এর আগে ধারাভাষ্যকারদের কয়েকজন বেশ কয়েকবার ইনস্টাগ্রাম লাইভ করেছেন। এ ছাড়া মাঠের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এই ছবি এবং ভিডিও থেকে তারা অনেক ভিউ পেয়ে থাকেন। এমনকি ফ্র্যাঞ্চাইজিরাও ম্যাচের লাইভ ভিডিও পোস্ট করতে পারবে না। তবে হাতেগোনা কয়েকটি ছবি পোস্ট করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, যদি কেউ এ নিয়ম লঙ্ঘন করেন, সেক্ষেত্রে তাকে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। শুধু নির্দেশনা দিয়ে বসে নেই বিসিসিআই। কড়া নজরও রাখছে তারা। এরই মধ্যে যারা অপকর্মটি করেছেন, তাদের সতর্ক করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে যে, ম্যাচের দিন ছবি এবং ভিডিও পোস্ট করে, ব্যক্তিগত ফলোয়ার বাড়ানোর চেষ্টা যেন না করা হয়। এরই মধ্যে যারা ছবি এবং ভিডিও পোস্ট করেছেন, সেগুলো সরানো নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়ার পর থেকে প্রত্যেক ক্রিকেটারের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, যদি কোনো দল বা ব্যক্তি আইপিএল ম্যাচের ছবি এবং লাইভ ভিডিও শেয়ার করে থাকে, তাহলে ৯ লাখ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা দিতে হতে পারে। আইপিএলের টেলিভিশন স্বত্ব স্টার ইন্ডিয়া এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে ভায়াকম-১৮ এর কাছে।
১৬ এপ্রিল, ২০২৪

ইফতার পার্টি আয়োজনে শাবিপ্রবি ক্যাম্পাসে বিধিনিষেধ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনার উল্লেখ করে এবার ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজন করার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না বলেও জানান তিনি।
০১ জানুয়ারি, ১৯৭০

রমজানে আল আকসায় মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ দিচ্ছে ইসরায়েল
পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু্। ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের নিষেধ সত্ত্বেও উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির এই সুপারিশ অনুমোদন করেছেন তিনি। বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (১৮ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত। ইসরায়েলি টিভি চ্যানেল ১৩ জানিয়েছে, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিধেষ আরোপ করা হলে তা ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে শিন বেত। গোয়েন্দা সংস্থাটির সতর্কতা সত্ত্বেও বেন গ্যভির সুপারিশে সম্মত হয়েছেন নেতানিয়াহু। এ বিষয়ে আগামী কয়েক দিনের ভেতরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নেতানিয়াহু প্রশাসন। রমজান মুসলমানদের একটি পবিত্র মাস। এই বছর ১০ মার্চ থেকে এই মাস শুরু হবে। এই মাসে মুসলমানরা পবিত্র রোজা রাখেন। অবশ্য গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে, বিশেষ করে শুক্রবারে প্রবেশে বাধা দিয়ে আসছে। ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। এমনকি গত শুক্রবারও প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

ইসির বিধিনিষেধ অমান্য করে এক স্কুলে ২ প্রধান শিক্ষকের বদলি
সাতক্ষীরার আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে মন্ত্রণালয় বা অধিদপ্তর হতে জারিকৃত নির্দেশনা বা পরিপত্র না মানার অভিযোগ উঠেছে। একই স্কুলে বদলি করা হয়েছে দুজন প্রধান শিক্ষককে। নির্বাচন কমিশনকে তোয়াক্কা না করে জাতীয় নির্বাচনের পরের দিনই রদবদল শুরু করেছেন আশাশুনির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একই অফিসে টানা ৯ বছর দায়িত্ব পালন করেছেন এটিও প্রাথমিক শিক্ষা অফিসের উদাসীনতায় বিপাকে শিক্ষকসহ সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস টেলিফোনে গত ২৩ সালের ১৯ জুলাই আশাশুনি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদের তালিকা প্রস্তুত ও পাঠানোর নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবদুর রকিব ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রণয়ন করেন। যার মধ্যে মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম লিপিবদ্ধ থাকে। এদিকে শূন্য পথ দেখানো স্কুলে গত ২৩ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখে উক্ত মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডলের বদলী হয়। কিন্তু উক্ত শিক্ষক সুনীল কুমার মন্ডল দীর্ঘ ১১ মাস পর উক্ত বিদ্যালয়ে যোগদান না করায় স্কুলের প্রধান শিক্ষকের পথটি শূন্যই রয়ে যায়। প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল এক প্রতিবেদককে জানান বদলি আদেশ রদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তিনি একটি আবেদন করেছিলেন, কিন্তু কী কারণে বদলি রদ হয়নি তা তিনি জানেন না। তবে দীর্ঘদিন অনুপস্থিত থেকে সব শেষে চলতি বছরের ৮ জানুয়ারি ১১২নং মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি যোগদান করেন এবং এর আগে ২১নং বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ মাস ধরে কর্মরত ছিলেন বলে জানান তিনি। তবে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, তিনি ৮ তারিখের পরিবর্তে ৯ তারিখে যোগদান করেন।  আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাঠানো ২৩ সালের ১ নভেম্বরের আরও একটি প্রধান শিক্ষক শূন্য পদের প্রস্তাব পত্রের ওপর ভিত্তি করে গত ২৬ ডিসেম্বর বিভাগীয় শিক্ষা অধিদপ্তরের এক পত্রে (স্মারক নং ১৫৯৭) প্রশাসনিক বদলির নিমিত্ত প্রধান শিক্ষকের শূন্য পদ সংরক্ষণ প্রসঙ্গে, বিভাগীয় উপপরিচালক মোসলেম উদ্দিন প্রধান শিক্ষক মুর্শিদা খাতুনকে উক্ত ১১২নং মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ প্রদান করেন। একই স্কুলে দুজন প্রধান শিক্ষক নিয়োগপ্রাপ্ত হওয়ায় বিপাকে পড়েছেন উভয় প্রধান শিক্ষক। জাতীয় নির্বাচন পরবর্তী ১৫ দিনের মধ্যে বদলি আদেশ না থাকলেও আইনকানুনকে তোয়াক্কা না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বদলি আদেশ প্রদান করেন আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। শিক্ষক ও স্কুলসমূহ তদারকির জন্য দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রকিব এবং আবু সেলিম দায়িত্বে থাকলেও সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতা ও নিজেদের মনগড়া আইন তৈরি করে সরকারি প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত প্রাথমিক শিক্ষা অফিস হিসেবে দাঁড় করিয়েছেন তারা।  অভিযোগ উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত কোনো কর্মচারীর বদলির সুযোগ না থাকলেও আশাশুনিতে এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে। যার প্রতিফলন নির্বাচনের পরের দিনই মধ্যম বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডলের পূর্বের লিখিত ও বর্তমানে মৌখিক বদলি করেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা। তাদের এ হেন কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বা অধিদপ্তরের জারিকৃত নির্দেশনাকে উপজেলা শিক্ষা কর্মকর্তারা বৃদ্ধাঙ্গুলি দেখানোর প্রতিযোগিতায় নেমেছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম জানান, সুনীল কুমার মন্ডলকে অনেক আগেই বদলি করা হয়েছিল। তিনি বদলি আদেশ স্থগিত করার জন্য একটি আবেদনও করেছিলেন, কিন্তু সেটি গ্রহণ না হওয়ায় নির্বাচনের পরের দিনই তাকে বদলিকৃত স্কুলে যোগদান করতে হয়েছে।  একই প্রতিষ্ঠানে দুজন প্রধান শিক্ষককে বদলির বিষয়ে তিনি বলেন, বিভাগীয় শিক্ষা কর্মকর্তার প্রস্তাবনা আদেশ মঞ্জুর হলে সুনীল কুমার মন্ডল আগের বিদ্যালয়েই ফিরে যাবেন। সরকারি নির্দেশনা অমান্যসহ যোগদানের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি ক্রমেই সুনীল কুমার মন্ডলকে উক্ত বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এখানে কোনোভাবেই আইন ভঙ্গ করা হয়নি।
১১ জানুয়ারি, ২০২৪

সাজেকে যাবেন রাষ্ট্রপতি, পর্যটক ভ্রমণে বিধিনিষেধ
রাঙামাটির সাজেকের খাস্রাং হিল রিসোর্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সফর উপলক্ষে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।  তিনি জানান, সোমবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতির সফর সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পর্যটকদের সাজেক সফরে যেতে নিরুৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়। রাঙামাটির জেলা প্রশাসক জানান, সাজেকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে, সার্বিক নিরাপত্তা বিবেচনায় ১৮-২২ ডিসেম্বর পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, রাষ্ট্রপতির সাজেক ভ্রমণের কথা রয়েছে। যার কারণে আগামী ১৮-২২ ডিসেম্বর সাজেকের কর্টেজগুলো রিকুইজিশন করা হয়েছে। এটি সম্ভাব্য তারিখ। যার কারণে আমরা ১৮-২২ তারিখের পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছি। 
১২ ডিসেম্বর, ২০২৩

হজে এবার থাকছে না কোনো বিধিনিষেধ
পবিত্র হজে অংশগ্রহণকারীদের জন্য এবার কোনো বিধিনিষেধ থাকছে না। উঠিয়ে দেওয়া হয়েছে বয়সসীমাও। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, হজে মুসল্লিদের অংশগ্রহণ বাড়াতে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না। তৌফিক আল-রাবিয়াহ বলেন, করোনার কারণে হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রেখেছি। বাধ্যতামূলক করা হয়েছিল করোনার টিকা ও নেগেটিভ সনদ। বর্তমানে সেগুলোর আর প্রয়োজন নেই। তাই এ বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে। ২০১৯ সালের হজে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের প্রায় ৯ লাখ হজযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। এদিকে ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন। নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।   সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে লাগবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০, বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০, দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন।
০৯ ডিসেম্বর, ২০২৩

এবার ৩৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রাখে স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর রয়টার্সের। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। ১৩টি দেশ হলো আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে। এই পদক্ষেপ ব্রিটেন ও কানাডার সঙ্গে সমন্বয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রে এজেন্ট নিয়োগ দানের অভিযোগে দুজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা ওপর শুক্রবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাগদাদে মার্কিন বিমান হামলায় সোলেইমানি নিহত হলে তার হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল ইরান। তিনি তেহরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কারিগর ছিলেন। আফগানিস্তানের নারী ও মেয়েদের ওপর নিপীড়নের সঙ্গে জড়িত থাকার দায়ে ক্ষমতাসীন সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এদের মধ্যে সরকারের দুজন মন্ত্রীও রয়েছেন। চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে মধ্যম পর্যায়ের দুজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, জিনজিয়াংয়ে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর ওপর গণহত্যা পরিচালনা করছে চীন। গত এক বছরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে থাকা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়েছে। এ ছাড়া এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে জড়িত থাকলে মার্কিন নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। শুক্রবার নিষেধাজ্ঞা আরোপের পর এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং মার্কিন অর্থব্যবস্থাকে তাদের কাছ থেকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ফুটে উঠেছে।
০৯ ডিসেম্বর, ২০২৩

বুটেক্সের ওসমানী হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জিএমএজি ওসমানী হলের মাঠে বহিরাগতদের সব প্রকার খেলাধুলা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হল প্রশাসনের স্বাক্ষরিত এক নোটিশে এমন তথ্য জানা যায়। জানা গেছে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিভিন্ন লেভেল ও টর্মের সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে। এমতাবস্তায় হলের মাঠে বহিরাগতদের প্রবেশে যেন হলের পরিবেশের বিঘ্নিত না হয় তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, সবসময় হলের মাঠ ছাত্র নেতারা বহিরাগতদের ভাড়া দিয়ে আসত। তারা খেলাধুলার সময় হইহুল্লড়ে স্বাভাবিক পড়াশোনা বিঘ্ন ঘটছিল। তা ছাড়া বহিরাগতরা হলের ওয়াশরুম ব্যবহার করে পরিবেশ নষ্ট করত। হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি, এ সিদ্ধান্ত যেন বজায় থাকে। এ ব্যাপারে জিএমএজি ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান বলেন, হলের মাঠে কেবল হলের শিক্ষার্থীরাই খেলাধুলা করবে। বহিরাগত কেউ খেলাধুলা করতে পারবে না। আর সেমিস্টার পরীক্ষার পরও এই সিদ্ধান্ত বজায় থাকবে। হলের প্রবেশাধিকার সম্পূর্ণ হল প্রশাসনের সিদ্ধান্তে হবে।
৩০ নভেম্বর, ২০২৩

নির্বাচনের আগে সংবাদমাধ্যমের ওপর রাশিয়ার বিধিনিষেধ
নির্বাচনের আগে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সংক্রান্ত একটি আইনের পরিবর্তন অনুমোদন দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  আগামী বছরের মার্চে রাশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধসংক্রান্ত একটি আইন সংশোধন করা হয়েছে। আসন্ন এ নির্বাচনে পুতিন প্রার্থিতার ঘোষণা এখনও দেননি। তিনি দেশটিতে গত ২৪ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি আগামী বছরের নির্বাচনে প্রার্থিতার মাধ্যমে ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসবেন।  পুতিন জানিয়েছেন, তিনি এখনো প্রার্থিতার ঘোষণা দেননি। নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে তারপর তিনি নিজের সিদ্ধান্ত জানাবেন।  সংশোধিত আইনানুসারে, দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধিবেশনে কেবল নিবন্ধিত গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। ফলে অনিবন্ধিত ও ফ্রিল্যান্সার বা স্বাধীন সাংবাদিকরা এ অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া সংশোধনীতে সামরিক ঘাঁটি বা সামরিক আইনের অধীনে থাকা এলাকাগুলোতে নির্বাচন কমিশনের কার্যকলাপের খবর প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব এলাকায় খবর প্রচারে আঞ্চলিক ও সামরিক কর্তৃপক্ষগুলোর কাছ থেকে আগাম ছাড়পত্র নিতে হবে।  নতুন সংশোধনী অনুসারে, ‘ব্লকড উৎস’ বা নিষিদ্ধ ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনো প্রচারণামূলক কন্টেন্ট প্রচার করতে পারবে না গণমাধ্যম। এমনকি দেশটিতে বিরোধীদের ওপর কঠোর দমননীতি এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের অংশ হিসেবে ফেসবুক, ইনস্টাগ্রামসহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। 
১৫ নভেম্বর, ২০২৩

সড়কপথে পাবনায় আসছে ইউরেনিয়াম, যানবাহন চলাচলে বিধিনিষেধ
দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প পাবনার ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান ইতোমধ্যে ঢাকায় এসেছে। সড়কপথে যেটি নিয়ে যাওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এজন্য নিরাপত্তার জন্য ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আসবে। যেহেতু পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এজন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আরিচা-কাজিরহাট হয়ে বিকল্প ব্যবস্থায় যানচলাচল করতে পারবে। পাবনার ঢাকাগামী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, টিকেট বিক্রি বন্ধ রয়েছে। দায়িত্বরত কর্মচারীরা জানালেন- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসবে এজন্য বাস চলাচল বন্ধ থাকবে। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের প্রথম এই চালান। শুক্রবার রূপপুরে ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের মহাপরিচালক রোসাটম আলেক্সি লিখাচেভ। উল্লেখ্য, দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প পাবনার ঈশ্বরদীস্থ রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা পেয়েছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে সে দেশের প্রথম পারমাণু বিদ্যুৎকেন্দ্র রূপপুর। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২৩
X