স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ

আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত

জমে উঠেছে আইপিএলের ১৭তম আসর। টুর্নামেন্ট চলাকালেই ক্রিকেট সমর্থকদের কাছে সবার আগে আপডেট জানাতে মরিয়া ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি, ধারাভাষ্যকার, সবাই। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচসংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন তারা।

তবে এবার এই কাজে লাগাম টানতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই। আইপিএলের চলতি আসর থেকে ছবি ও ভিডিও শেয়ারে বিশেষ বিধিমালার আওতায় আনা হচ্ছে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি এবং ধারাভাষ্যকারদের।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এরই মধ্যে প্রত্যেক ধারাভাষ্যকার, ক্রিকেটার, দলগুলোর মালিক এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে বিসিসিআই।

এতে বলা হয়েছে, ম্যাচের দিন স্টেডিয়ামের কোনো ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যাবে না। আর এ নির্দেশ না মানলে গুনতে হবে মোটা অঙ্কের আর্থিক জরিমানা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল স্বত্বের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছে সম্প্রচারকারী সংস্থা। তাদের স্বার্থ রক্ষায় ম্যাচের দিন কোনো ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে পারবেন না সংশ্লিষ্ট কেউই।

এর আগে ধারাভাষ্যকারদের কয়েকজন বেশ কয়েকবার ইনস্টাগ্রাম লাইভ করেছেন। এ ছাড়া মাঠের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এই ছবি এবং ভিডিও থেকে তারা অনেক ভিউ পেয়ে থাকেন। এমনকি ফ্র্যাঞ্চাইজিরাও ম্যাচের লাইভ ভিডিও পোস্ট করতে পারবে না।

তবে হাতেগোনা কয়েকটি ছবি পোস্ট করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, যদি কেউ এ নিয়ম লঙ্ঘন করেন, সেক্ষেত্রে তাকে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা।

শুধু নির্দেশনা দিয়ে বসে নেই বিসিসিআই। কড়া নজরও রাখছে তারা। এরই মধ্যে যারা অপকর্মটি করেছেন, তাদের সতর্ক করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে যে, ম্যাচের দিন ছবি এবং ভিডিও পোস্ট করে, ব্যক্তিগত ফলোয়ার বাড়ানোর চেষ্টা যেন না করা হয়।

এরই মধ্যে যারা ছবি এবং ভিডিও পোস্ট করেছেন, সেগুলো সরানো নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়ার পর থেকে প্রত্যেক ক্রিকেটারের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে কড়া নজর রাখা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, যদি কোনো দল বা ব্যক্তি আইপিএল ম্যাচের ছবি এবং লাইভ ভিডিও শেয়ার করে থাকে, তাহলে ৯ লাখ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা দিতে হতে পারে। আইপিএলের টেলিভিশন স্বত্ব স্টার ইন্ডিয়া এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয়েছে ভায়াকম-১৮ এর কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X