বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
হঠাৎ আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলা
আফগানিস্তানের ভেতরে ঢুকে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের এই হামলার জবাবে কয়েক ঘণ্টা পরই সীমান্ত পেরিয়ে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। খবর আলজাজিরার। সোমবার (১৮ মার্চ) রাতভর অভিযানের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে তালেবান বলছে, পাকিস্তানের হামলায় ৮ নারী ও শিশু নিহত হয়েছে। পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সোমবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইসলামাবাদ এখনো কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আলজাজিরাকে জানিয়েছে, সোমবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবানের কমান্ডারদের আস্তানা নিশানা করে পাকিস্তানি বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ এই সংগঠন সীমান্তের ওপার থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা ও মদদ দিয়ে যাচ্ছে। তবে আফগানিস্তানের সরকার বলছে, পাকিস্তানি যুদ্ধবিমান পাকতিকা ও খোস্ত প্রদেশে সাধারণ মানুষের বাড়িতে হামলা করেছে। এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু রয়েছে।
১৯ মার্চ, ২০২৪

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা
মিয়ানমারে চলছে উত্তেজনা। তীব্র আন্দোলনের মুখে পড়েছে জান্তা সরকার। একে একে হারাচ্ছে সেনাঘাঁটি ও শহর। বিদ্রোহীদের লাগাম টানতে নাজেহাল জান্তা প্রশাসন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সীমান্ত ঘেষা মিয়ানমারের অভ্যান্তরে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাখাইন রাজ্যের মংডুর  বাও ডি কনে সীমান্ত বাহিনীর চৌকিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সেনারা হামলা চালায়। এরপর ওই অঞ্চলে তীব্র লড়াই শুরু হয়। একপর্যায়ে সেখানে বিমান হামলা চালায় মিয়ানমারের বিমানবাহিনী। স্থানীয় এক বৌদ্ধ যাজক নারিনজারা নিউজকে বলেন, আমরা কামানের গোলা ও গুলির শব্দ শুনতে পেয়েছি। দুপুর পর্যন্ত তীব্র লড়াই হয়েছে। সেনারা অসংখ্য গুলি ছুড়েছে। সকালে একটি যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলা হয়েছে। এটির শব্দ আমার বাড়ি থেকেও শোনা গিয়েছে।  স্থানীয় আরেক বাসিন্দাও বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  নারিনজারা নিউজ জানিয়েছে, মংডুর অনেক গ্রামের বাসিন্দারা বিদ্রোহী ও সেনাদের মধ্যকার লড়াইয়ের কারণে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।  এর আগে গত ৭ ফেব্রুয়ারি মিয়ানমারের আরেক সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে বিদ্রোহীরা।  আরাকান আর্মি (এএ) জানিয়েছে, চীন রাজ্যের পালেতোয়া শহরে সংঘর্ষের সময় হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। বিদ্রোহী এ গোষ্ঠীটি এমন দাবি করার পর হেলিকপ্টারটির ছবিও প্রকাশ করেছে। আরাকান আর্মির ‍মুখপাত্র খাইং তুখা ইরাবতীকে বলেন, আমরা পালেতোয়ায় যুদ্ধ চলাকালে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছি। হেলিকপ্টারটি পিআই পর্বতমালায় জান্তার সামরিক ঘাঁটির কাছাকাছি গভীর বনে পড়েছে। কানখা পাহাড়ে গত ১৩ জানুয়ারি ঘাঁটিটি দখলের পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি। সংবাদমাধ্যমে বলা হয়েছে, পালতোয়া শহরের উত্তরাঞ্চলের এ দুই পর্বতমালা বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আরাকান আর্মি এ এলাকাটি দুই মাসের সংঘর্ষের পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দখলে নেয়।  
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ইয়েমেনে একের পর এক বিমান হামলা
কয়েকবারের সতর্কবার্তার পর এবার ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালিয়েছে মার্কিন জোট। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, ইয়েমেনের ৬০টি লক্ষ্যবস্তুতে হামলা এ চালানো হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা মিলে ইয়েমেনে ১৬ জায়গার ৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস করার পরপরই এ হামলা চালিয়েছে।   বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন জোটের এ হামলার মধ্যে হুতিদের লজিস্টিক্যাল হাব, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, অস্ত্র মজুদ ডিপো, উৎক্ষেপণ যন্ত্র, উৎপাদন প্রতিষ্ঠান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। হামলায় ১০০-এর বেশি অস্ত্র ছোড়া হয়েছে। এগুলো নির্ভুলভাবে নিজেদের লক্ষ্যে আঘাত হেনেছে। মার্কিন বিমান বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আলেক্স গ্রেনকিওয়াচ বলেন, ইরান সমর্থিত হুতিদেরসহ অন্য সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অংশীজনদের পাশে দাঁড়াতে আমারা প্রতিজ্ঞাবদ্ধ। এ ছাড়া যারা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তাদের প্রতিও।  ইয়েমেনে হামলার তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ২০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। এরপরই এ হামলার জবাব দেওয়ার হুমকি দেয় তারা। তবে হুথিদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়— তাদের এ হামলার পাল্টা হামলার জবাব দেবে তারা।  
১২ জানুয়ারি, ২০২৪

ইসরায়েলের বিমান হামলা ইরানের ১১ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ১১ শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। গত শুক্রবার অজ্ঞাত একটি সূত্রের বরাতে সৌদি আরবভিত্তিক আল আরাবিয়া টিভি এই খবর দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে সিরিয়ার সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্রে প্রতিহত করা হয়েছে। সূত্রের বরাতে আল আরাবিয়া জানায়, হামলার সময় ইরানি সেনা কর্মকর্তারা দামেস্ক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে এসেছিলেন। এই হামলায় ১১ জন নিহত ছাড়াও আইআরজিসির পূর্ব সিরিয়ার কমান্ডার নূর রশিদ আহত হয়েছেন। তবে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ১১ আইআরজিসি কর্মকর্তার মৃত্যু নিয়ে প্রতিবেদন নাকচ করে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরিফ বলেছেন, দামেস্ক বিমানবন্দরের বিমান হামলায় আইআরজিসির ১১ উপদেষ্টা নিহত হয়েছেন দাবি করে গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন। এর আগে গত ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হন। তিনি রেভল্যুশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
৩১ ডিসেম্বর, ২০২৩

ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার
শুক্রবার ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এসব হামলায় ৩১ বেসামরিক নাগরিক নিহত এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশজুড়ে বিভিন্ন শহর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর রয়টার্সের। কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভে অন্তত ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুদামঘর, আবাসিক ভবন ও জনমানবহীন এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হয়েছেন। মারিয়া নামে কিয়েভের এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তিনি ভয়াবহ শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। এরপর ঘরের বাথরুমে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ১৫৮টি বিমান হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ১৮টি কৌশলগত বোমারু বিমান এতে অংশগ্রহণ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছে যত অস্ত্র আছে তার সব কিছু দিয়ে তারা হামলা করছে। ১১০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে তাদের বেশিরভাগ গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আজ লাখ লাখ ইউক্রেনীয় বিস্ফোরণের উচ্চ শব্দে জেগে উঠেছে। আমি আশা করি ইউক্রেনের বিস্ফোরণের শব্দ যেন বিশ্বজুড়ে শোনা যায়।
৩১ ডিসেম্বর, ২০২৩

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর গাড়িবহরে বিমান হামলা
সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর সেনাদের গাড়িবহরে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইরাকের নিরাপত্তা ও সীমান্তের কর্মকর্তারা জানান, সিরিয়ার আলবু কামাল শহরে সশস্ত্র গোষ্ঠীর গাড়িবহর ও আস্তানায় বিমান হামলা হয়েছে। শুক্রবার ইরাকের সঙ্গে কৌশলগত সীমান্তবর্তী এলাকায় এ হামলা হয়।  ইরাকের জনপ্রিয় সংহতি বাহিনীর (পিএমএফ) স্থানীয় কমান্ডার হাসিদ শাবি বলেন, হামলায় চারজন নিহত হয়েছেন। তবে তিনি নিহতদের কারও বিষয়ে বিস্তারিত বা জাতীয়তাও জানাননি। ইরাকের ওই কমান্ডার সিরিয়ার সীমান্তের কাছে মোতায়েন করা কোনো সেনা এ হামলায় আহত হয়েছে কি না তা জানাতেও অস্বীকার করেছেন।  সিরিয়ার সীমান্তের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কর্মকর্তারা জানান, বিমান হামলায় ৮টি ট্রাকের একটি গাড়িবহর লক্ষ্য করা হয়েছে। এরমধ্যে ৪টি গাড়ি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া সশস্ত্র গোষ্ঠীটি ব্যবহার করত এমন তিনি ভবনেও হামলা করা হয়েছে।  হিজবুল্লাহসহ ইরানের সাথে মিত্র যোদ্ধারা এখন পূর্ব, দক্ষিণ এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় এবং রাজধানীর আশপাশের বেশ কয়েকটি শহরতলিতে আধিপত্য বিস্তার করছে। এর আগে সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ১১ জন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) অজ্ঞাত একটি সূত্রের বরাতে সৌদি আরবভিত্তিক আল আরাবিয়া টিভি এ খবর দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে সিরিয়ার সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্রে প্রতিহত করা হয়েছে। সূত্রের বরাতে আল আরাবিয়া জানায়, হামলার সময় ইরানি সেনা কর্মকর্তারা দামেস্ক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে এসেছিলেন। এই হামলায় ১১ জন নিহত ছাড়াও আইআরজিসির পূর্ব সিরিয়ার কমান্ডার নূর রশিদ আহত হয়েছেন। তবে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ১১ আইআরজিসি কর্মকর্তার মৃত্যু নিয়ে প্রতিবেদন নাকচ করে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, দামেস্ক বিমানবন্দরের বিমান হামলায় আইআরজিসির ১১ উপদেষ্টা নিহত হয়েছেন দাবি করে গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন।
৩০ ডিসেম্বর, ২০২৩

ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার, নিহত ৩১
শুক্রবার ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এসব হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশজুড়ে বিভিন্ন শহর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর রয়টার্সের। কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভে অন্তত ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুদামঘর, আবাসিক ভবন ও জনমানবহীন এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হয়েছেন। মারিয়া নামে কিয়েভের এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তিনি ভয়াবহ শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। এরপর ঘরের বাথরুমে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ১৫৮টি বিমান হামলা করেছে রাশিয়া। এদের মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ১৮টি কৌশলগত বোমারু বিমান এতে অংশগ্রহণ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছে যত অস্ত্র আছে তার সবকিছু দিয়ে তারা হামলা করছে। ১১০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এদের বেশিরভাগ গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আজ লাখ লাখ ইউক্রেনীয় বিস্ফোরণের উচ্চ শব্দে জেগে উঠেছে। আমি আশা করি ইউক্রেনের বিস্ফোরণের শব্দ যেন বিশ্বজুড়ে শোনা যায়।
৩০ ডিসেম্বর, ২০২৩

এবার লেবাননের তিন শহরে ভয়াবহ বিমান হামলা
এবার লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির তিন শহরে বিমান হামলা করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়ারুন, রমিশ ও আতিয়া আল-শাবে এ হামলা চালানো হয়েছে। রোববার সকালে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এর আগে শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ১০টি স্থাপনায় হামলা চালায়।  الغارات في يارون pic.twitter.com/aoYalOpMPn — ﮼محَمَّد،فَرحَاتْ (@mhamadfarhat) December 10, 2023 গত ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ উত্তেজনা লেবানন সীমান্তে ব্যাপক আকারে বেড়েছে। লেবানন থেকে ইসরায়েলের সামরিক চৌকিতে বেশ কয়েকবার হামলা করা হয়েছে। দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০০ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এ সময়ের মধ্যে ১৫ বেসামরিক লোকেরও প্রাণ গেছে।  এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা জানিয়েছে, এখন থেকে আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ ইয়েমেনের তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে, এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এর আগে শুধু ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইয়েমেন। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমনটা জানান হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। জেনারেল ইয়াহিয়া সারি বলেন, যদি গাজার মানুষ পর্যাপ্ত খাদ্য এবং ওষুধ না পায় তবে ইসরায়েলি বন্দরের উদ্দেশে যাত্রা করা সব জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এ ক্ষেত্রে জাহাজটি কোন দেশের মালিকানাধীন তা বিবেচনা করা হবে না। এ ঘোষণা আমাদের সশস্ত্র বাহিনীর দ্বারা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।
১০ ডিসেম্বর, ২০২৩

এবার গাজায় স্কুলে বিমান হামলা
হামলার শিকার জাবালিয়ার আল-ফাখৌরা স্কুলটি অস্থায়ী শরণার্থী শিবির হিসেবে ব্যবহার হচ্ছিল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কর্মকর্তা জুলিয়েট তোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গতকাল শনিবার সকালে গাজার উত্তরে গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। হামলার শিকার জাবালিয়ার আল-ফাখৌরা স্কুলটি অস্থায়ী শরণার্থী শিবির হিসেবে ব্যবহার হচ্ছিল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর কর্মকর্তা জুলিয়েট তোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আলজাজিরার। ফোনে তিনি বলেন, হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। সেখানে ঠিক কতজন প্রাণ হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্কুল প্রাঙ্গণে যেখানে গৃহহীন পরিবারগুলো তাঁবু টানিয়ে ছিল, সেখানে একটি বোমা আঘাত হেনেছে। আরেকটি বোমা আঘাত হানে স্কুলের ভেতর—যেখানে নারীরা রুটি তৈরি করছিল। হামলার পর তোলা ছবিতে দেখা যায় আসবাব ভেঙে পড়ে আছে, অন্যান্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো, মাটিতে রক্ত এবং লোকজন কাঁদছে। ভিডিওতে এক ব্যক্তি বলছেন, লোকজন সকালের নাশতার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করেই বোমা বর্ষণ শুরু হয়। আমার দুই মেয়ের মধ্যে একজন শহীদ হয়েছে। তার মাথায় আঘাত লেগেছিল। দ্বিতীয় মেয়েটিও আহত। তার পা ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইসরায়েল এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে মধ্য গাজার আল শিফা হাসপাতাল থেকে রাফাহ ক্রসিংয়ে যেতে থাকা একটি অ্যাম্বুলেন্সের বহর। ওই হামলায় অন্তত ১৩ জন মারা গেছে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার পরিচালক টমাস হোয়াইট বলছেন, আর কোনো জায়গাই এখন নিরাপদ নেই। হাসপাতাল, স্কুল, অ্যাম্বুলেন্স সবখানেই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার বাসিন্দাদের বাঁচাতে জাতিসংঘের কোনো কিছুই করার নেই। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে। এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। গাজা হবে স্বাধীন ফিলিস্তিনের অংশ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস-ইসরায়েল যুদ্ধ শেষ হলে গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে। ইতিহাস থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলার মডেলকে তুরস্ক কখনোই সমর্থন দেবে না। গত শুক্রবার কাজাখস্তান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সহকর্মী’ হিসেবে বিবেচনা করব না। তাকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি। তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো সিদ্ধান্ত এখনই নেবে না তুরস্ক। আমাদের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ফিলিস্তিন, ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। যুদ্ধের প্রাথমিক দায় নেতানিয়াহুকেই বহন করতে হবে। ইসরায়েলকে এখন ‘যুদ্ধাপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারী’ হিসেবে জবাবদিহিতার আওতায় না আনা হলে বৈশ্বিক ব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। হামাস-ইসরায়েল যুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভূমিকাকেও সমালোচনা করেছেন এরদোয়ান।
০৫ নভেম্বর, ২০২৩

হঠাৎ কেন বিমান হামলা বন্ধ করল ইসরায়েল?
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। টানা ৯ দিনের বিমান হামলা চালালোর পর বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার সুযোগ করে দিতে মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হবে, এমন খবরের মধ্যে বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েল। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলার জবাবে টানা ৯ দিন গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছে মানুষজন। এ ছাড়া গাজায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে সেসব দেশের সরকার। এরই মধ্যে সীমিত সময়ের জন্য মিসরের সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ত্যাগের সুযোগ দিতেই এই উদ্যোগ। সিএনএনের খবরে বলা হয়েছে, বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিকদের গাজা ছাড়ার ‍সুযোগ দিতে সীমিত সময়ের জন্য রাফা ক্রসিং খোলা হতে পারে। দ্বৈত নাগরিকরা একটি শর্ট নোটিশ পেতে পারেন বলে জানিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বলেছে, গাজা ছাড়তে মানুষ কতক্ষণ সময় পাবেন, তা স্পষ্ট নয়। এর আগে রোববার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, রাফা ক্রসিং খোলা হবে। এদিকে আলজাজিরা জানিয়েছে, রাফা ক্রসিং খোলা হবে, এমন আশায় সেখানে শত শত মানুষ জড়ো হয়েছেন। তবে এখন পর্যন্ত এই সীমান্ত ক্রসিং হয়নি। গত শনিবার ইসরায়েলি বোমা হামলা শুরুর পর থেকেই অনেক বিদেশি ও ফিলিস্তিনের দ্বৈত নাগরিক গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এমনকি রাফা ক্রসিংয়ে গাজাবাসীর জন্য জর্ডান ও তুরস্কের পাঠানো মানবিক সহায়তাও আটকা পড়ে রয়েছে।
১৬ অক্টোবর, ২০২৩
X