শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
অস্ট্রেলিয়া সফর করবে বিসিবি এইচপি দল
জাতীয় দলের ব্যস্ততার ফাঁকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। কদিন আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের সেরা পারফর্মারদের গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ২৫ জনের স্কোয়াড। তাদের নিয়ে আগামী ২০ মে থেকে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছে এইচপি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, এ ক্যাম্পের মাঝে অস্ট্রেলিয়ায় সফর করবে এইচপির সদস্যরা। ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি এই ক্যাম্পের প্রথম পর্ব হবে মিরপুরে, ১৪ জুন পর্যন্ত। এ সময় ক্রিকেটারদের ইংরেজি ভাষা, সংবাদমাধ্যম সামলানো এবং আম্পায়ারদের সঙ্গে কথোপকথন বিষয়ক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে। শেষ দিকে স্কিল ক্যাম্পও হবে। দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে এইচপি দলের। সেখানে স্থানীয় দুটি ক্লাব নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে কাজ করে যাচ্ছে বিসিবি। এই সিরিজের পর পাকিস্তান ইর্মাজিং দল অথবা অস্ট্রেলিয়ার একটি রাজ্য দলের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ ও ৩টি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার আলোচনা চলছে।
১২ মে, ২০২৪

তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দলে ফেরা-না ফেরা নিয়ে নাটকীয়তা এখনও চলছে। গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের সময় হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত বদলাতেও সময় নেননি তিনি। এরপর সেপ্টেম্বরে জাতীয় দলে ফিরেও আসেন তিনি। তবে এক ম্যাচ খেলার পর থেকেই দলের বাইরে তিনি। বাদ পড়েন ওয়ানডে বিশ্বকাপের দল থেকেও। এখন জাতীয় দলে তামিম আর ফিরবেন কি না এই প্রশ্নই দেখা দিচ্ছে সবচেয়ে বেশি। দেশসেরা এই ওপেনারের গত বছর থেকে তার পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনা তিনি আর জাতীয় দলে ফিরবেন কি না তা নিয়ে। এমনকি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিও জানে না তামিম টাইগারদের হয়ে আর ফিরবেন কি না। এর আগে খবর এসেছিল বোর্ড প্রেসিডেন্ট ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পরেই জাতীয় দলে ফেরা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম। তবে কাঙ্খিত সেই বৈঠক এখনও অনুষ্ঠিতই হয়নি। তবে এবার তামিমের ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশ সেরা এই ওপেনারের জাতীয় দলে ফেরার দিনক্ষণ জানিয়েছেন। রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, ২০২৫ সালে জাতীয় দলে দেখা যেতে পারে তামিমকে। তিনি বলেন, ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও (তামিম) প্রথমে ক্রিকেট অপারেশন্সের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’ তবে জাতীয় দলে না থাকলেও ক্রিকেটের সাথেই আছেন তিনি। বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে শিরোপাও এনে দিয়েছেন তিনি। এছাড়া ডিপিএলে প্রাইম ব্যাংকের জার্সিতেও বেশ রানের মধ্যেই আছেন এই বাঁহাতি। এর আগে মার্চের ১০ তারিখ বিসিবির সঙ্গে বৈঠকে বসেন তামিম। সেই বৈঠকের ফল অবশ্য এখনও জানা যায়নি। সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।'
২৮ এপ্রিল, ২০২৪

তীব্র গরমে বেসামাল ক্রিকেট বিসিবি দাওয়াই
‘দোস্ত একটা গোসল দিয়ে আসি?’—সুপার লিগের প্রথম ম্যাচে আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ করে কথাটি বলেছিলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। উত্তরে অধিনায়ক শান্ত, ‘আরেকটা ওভার করে যা!’ দেশে চলমান তাপদাহের মধ্যে এভাবে খেলা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। কদিন পরই আবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন নাজমুল হোসেন শান্তরা। আর ভারতের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। ১৭ মে থেকে শুরু হবে নারীদের প্রিমিয়ার লিগ—সব মিলিয়ে তীব্র গরমের মধ্যে ক্রিকেটারদের শারীরিক সুস্থতার দিক মাথায় রেখেই গতকাল একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বিসিবি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর (এআইইউবি) পাবলিক হেলথ বিভাগের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান ও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কর্মশালায় বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ বিভাগের ডিরেক্টর ডাক্তার ওয়াসিফ আলম। এ সময় তারা প্রিমিয়ার লিগে খেলা ১০টি ক্লাবের ফিজিও ও ট্রেনার, বিসিবির চিকিৎসক, গেম ডেভেলপমেন্টের প্রতিনিধি ও যুব ক্রিকেটারদের নিয়ে কাজ করা বিদেশি কোচদের বিভিন্ন পরামর্শ দেন। সম্প্রতি হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায় উপস্থিত সবাইকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কর্মশালার উদ্দেশ নিয়ে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘উষ্ণায়নের এই সময় গরম তো আরও বাড়বে। আমরা তো খেলা বন্ধ করতে পারছি না। আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এটাকে মানিয়ে নেওয়ার জন্য বিজ্ঞানসম্মত প্রক্রিয়াটা জানতে হবে, সতর্কতা দিয়ে আমরা এটাকে ঠেকাতে পারব।’ অবশ্য চাইলে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে তিনি বলেছেন, ‘এ গাইডলাইনগুলো ফলো করলে আমরা হয়তোবা পারফরম্যান্সের দিক থেকে ভালো পারফর্ম করব এবং অসুস্থতা থেকে মুক্তি পাব। অসুস্থতা কমে আসবে এবং পারফরম্যান্স ভালো হবে।’ জাতীয় দলের জন্য কাজটা যতটা সহজ, ক্লাবের জন্য ততটা সহজ নয় জানিয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে যে টিমগুলো আছে, যেমন জাতীয় দল। এদের ম্যানেজমেন্টের জন্য সহজ। কারণ এরা সংখ্যায় কম। দ্বিতীয়ত হচ্ছে, ওরা ভালো লজিস্টিক সাপোর্ট পায়। ওদের দেখাশোনার জন্য বিশেষ দু-চারজন লোক আছে। সব মিলিয়ে ওদের ম্যানেজমেন্ট অনেক ভালো হয়; কিন্তু এই ম্যানেজমেন্ট তো আমরা ক্লাব লেভেলে ওভাবে করতে পারছি না।’ সেজন্যই ক্লাব পর্যায়ের ফিজিও ও ট্রেনারদের কর্মশালার মাধ্যমে বিজ্ঞানসম্মত পরামর্শ দিয়েছে বিসিবি।
২৫ এপ্রিল, ২০২৪

যা আছে তাই নিয়েই খেলতে বলছে বিসিবি
কদিন আগে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির মান নিয়ে আক্ষেপ করেন মুমিনুল হক। প্রায় একই সুরে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের কথার সঙ্গে একমত প্রকাশ করে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তাগিদ দেন মান বাড়ানোর। তবে নিজেদের যা আছে তাই নিয়ে খেলতে বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।  আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ খুব একটা পান না জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার। আর পেলেও শুধু সাদা বলের ক্রিকেটে বেশি আগ্রহী তারা। দু-একজন লাল বলের ক্রিকেটে খেললেও বিশ্রামে থাকেন শীর্ষ ক্রিকেটাররা। দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তার ফারাক থাকলেও এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের প্লেয়ার তারাই খেলছে এখানে। হ্যাঁ জাতীয় দলের প্লেয়ারদের সাথে বাকিদের একটা তফাত থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন প্লেয়ার খেলোয়াড়... আমরা নজর দিচ্ছি সেদিকে।’ শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে সিলেটের পর চট্টগ্রামেও বিধ্বস্ত হয় নাজুমল হোসেন শান্ত দল। আত্মাহুতির মিছিলে যোগ দেন ব্যাটাররা। দ্রুত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান তিনি, ‘ঈদের পর নির্বাচক, কিছু প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’ লঙ্কানদের কাছে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠে, ‘আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে।’ ব্যাটারদের জন্য উইকেটটা স্বর্গীয় হলেও ব্যর্থ হন টাইগাররা ব্যাটাররা। এটাই বেশি পোড়াচ্ছে জালালকে, ‘হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটাররা রান করতে পারে।...২-৩ জন নতুন প্লেয়ার আছে নাম বলছি না, তাদের সময় লাগবে। অভিজ্ঞ যারা ছিল যারা রান করে নাই। কোনো অভিজ্ঞ প্লেয়ার থেকে দুইটা জুটি হলে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই নাই এটা বড় একটা আক্ষেপ।’
০৫ এপ্রিল, ২০২৪

গঠনতন্ত্র সংশোধনে বিসিবি এজিএমে বসছে আজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) হতে যাচ্ছে আজ। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ১৭৪ জন কাউন্সিলরকে নিয়ে দুপুর ২টা থেকে শুরু হবে এজিমের আনুষ্ঠানিকতা। ২০২১ সালে নির্বাচনের পর ২০২২ সালে এজিএম আয়োজন করেছিল বিসিবি। পরের বছর আর কোনো এজিএম হয়নি। তবে এবার বেশ গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আলোচনা হতে যাচ্ছে এজিএমে। সেটি হচ্ছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন। জানা গেছে, বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের মাধ্যমে নতুন একটি দুয়ার খুলতে যাচ্ছে বোর্ড। যাতে করে বিসিবি আন্তর্জাতিক উৎস, পৃষ্ঠপোষকদের থেকে প্রাপ্ত অর্থকে ঝুঁকিমুক্তভাবে লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে। এতে করে বিসিবি টিভি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, সেটার পথ খুলে যাবে। এ ছাড়া লাভজনক বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগের মাধ্যমে আয়ের উৎস বৃদ্ধি করবে বোর্ড। সর্বশেষ এজিএমে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠন করা হয়েছিল। তবে দুই বছরেও আলোর মুখ দেখেনি তা। এবার তাই কাউন্সিলরদের পক্ষ থেকে চাওয়া থাকবে, আঞ্চলিক ক্রিকেট সংস্থার বাস্তবায়ন। এবারের এজিএমে কাউন্সিলর ও বোর্ড পরিচালকদের জন্য উপহার হিসেবে রাখা হয়েছে ৫০ হাজার টাকা ও একটি করে আইপ্যাড। আইপ্যাডগুলো দুবাই থেকে আনা হয়েছে।
৩১ মার্চ, ২০২৪

সৌম্য-জাকেরের চোটের আপডেট জানালো বিসিবি
খেলা চলাকালে ইনজুরিতে পড়ার ঘটনা ক্রিকেটে খুব একটা সাধারণত দেখা যায় না। তবে চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এমনটাই দেখা গেল। ম্যাচ খেলতে নেমে একের পর এক চোটে রীতিমতো বিপর্যস্ত বাংলাদেশ দল। শুরুটা মোস্তাফিজকে দিয়ে লঙ্কান ইনিংসের শেষ দিকে বোলিংয়ে যেয়ে প্রচন্ড গরমের মাঝে মাংসপেশির ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। এরপর ইনজুরিকে পড়ের সৌম্য। তাকেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষনাৎ এই অলরাউন্ডারকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় বাউন্ডারি লাইনে থাকা বিলবোর্ডের সঙ্গে পায়ে এবং মাঠের সঙ্গে বাড়ি খেয়ে মাথায়ও আঘাত পেয়েছেন সৌম্য। সৌম্য ছাড়াও জাকের আলী অনিকও ফিল্ডিং করতে যেয়ে ইনজুরিতে পড়েছেন। তাদের ইনজুরি সম্পর্কে বিসিবি আপডেট জানিয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক  দেবাশীষ চৌধুরী জানান, “জাকেরের অবস্থা জানার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, বিস্তারিত আপডেটের জন্য আরেকটু সময় লাগবে। গলা ও ঘাড়ের অংশে জাকেরের আঘাত মূলত। প্রাথমিকভাবে জাকেরের চোটে খারাপ কিছু পাওয়া যায়নি। মাথার ইনজুরির কোনো লক্ষ্মণ নেই। তবুও ঝুঁকি না নিতে স্ক্যান ও এক্সরে করা হচ্ছে। মুস্তাফিজের ক্র‍্যাম্প হয়েছে। আশা করছি রিকভার করবে, ম্যাচেও নামতে পারে যেহেতু আরও অনেক সময় বাকি। পানি খাচ্ছে প্রচুর পরিমাণে, বরফ দেওয়া হচ্ছে। সৌম্য এখনও ড্রেসিংরুমে আছে। স্ক্যানের প্রয়োজন হলে তাকে হাসপাতালে পাঠানো হবে।”
১৮ মার্চ, ২০২৪

সাকিবকে নিয়ে দুঃসংবাদ জানাল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে টানা ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। চোখের সমস্যায় ব্যাট হাতে ছিলেন অচেনা রূপে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিরচেনা ছন্দে ফিরেন টাইগার অলরাউন্ডার। ব্যাট-বলে ফর্মে ফেরা সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্ট সিরিজেও থাকছেন না সাকিব। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে বিশ্বসেরা অলরাউন্ডারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।  আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল। ৪ মার্চ লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। আসন্ন সেই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব এটা আগেই জানা ছিল। নতুন করে বাঁহাতি অলরাউন্ডারের টেস্টেও না খেলার কথা জানিয়েছে বিসিবি।  লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘না ও (সাকিব) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাট থেকে বিরতি নিয়েছে। সাকিবের ফর্মে ফিরে আসাটা দলের জন্য খুবই প্রয়োজন। তবে ওর চোখে একটা সমস্যা থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল।’ আগামী ২২ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয়টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।  
২২ ফেব্রুয়ারি, ২০২৪

অনেক প্রশ্নের উত্তর মিলবে বিসিবি সভায়
ঠিক আট মাস হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিসিবির পরিচালনা পর্ষদের সভা। লম্বা সময় পর হওয়ায় এবার আলোচনায় থাকছে বেশ কয়েকটি বিষয়। বিশেষ করে ভারত বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের ব্যর্থতা, নির্বাচক প্যানেলের মেয়াদ, নতুন কোচ নিয়োগ ও তিন সংস্করণের অধিনায়ক চূড়ান্তকরণ। এ ছাড়া থাকছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতি ও বোর্ডে বার্ষিক আর্থিক বিষয়াদি। আজ সোমবার দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি অফিসে শুরু হবে এই আলোচনা সভা। ২০২৩ সালের ১২ জুন সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় বসেছিল বিসিবি। এরপর বহু ঘটনার মধ্য দিয়ে গেছে দেশের ক্রিকেট। বিসিবি সভাপতি থেকে যুব ও ক্রীড়ামন্ত্রী হয়ে গেছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার বিসিবি সভায় বসবেন পাপন। বোর্ড সভার জন্য বেশ কয়েকটি এজেন্ডা ঠিক করা হয়েছে। সভার শুরুতে আলোচনায় থাকবে শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত নিলামের অগ্রগতি। এরপর ধারাবাহিকভাবে থাকবে জাতীয় দলের ব্যাটিং ও পেস বোলিং কোচ চূড়ান্তকরণ, বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন কমিটির রিপোর্ট, জাতীয় নির্বাচক কমিটির মেয়াদ, তিন সংস্করণের অধিনায়ক, জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি, প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তি, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন, আঞ্চলিক ক্রিকেট সংস্থার অগ্রগতি, বোর্ডের অর্থায়নে মাঠ কেনা, বার্ষিক বরাদ্দ ও বোর্ডের আর্থিক বিষয়াদি উত্থাপন করা। বোর্ড সভা নিয়ে গতকাল সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের মিটিংয়ে ফিন্যান্সিয়াল ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।’ কোচ নিয়োগের বিষয়টি বোর্ড সভায় তুলে ধরার কথা ছিল। কয়েকদিন ধরেই আবেদনকারী কোচদের ইন্টারভিউ করেছে বিশেষ কমিটি। তবে বোর্ড সভার আগে এখনো কাউকে চূড়ান্ত করতে পারেনি তারা। নিজামউদ্দিন নিজেও সেই কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। কোচ নিয়োগের বিষয়ে তিনি বলেছেন, ‘আপনারা জানেন যে নিয়োগ প্রক্রিয়ার জন্য একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিটি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য ইন্টারভিউ করেছে এবং প্রসেসটা এখনো চলমান। দু-তিন দিনের মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে। চেষ্টা থাকবে বোর্ড থেকে অনুমোদন করে নেওয়া।’ বিশ্বকাপের পর মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়। এরপর নতুন কাউকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা গেলেও তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। নির্বাচকদের ভবিষ্যৎ নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘আমাদের সিলেক্টরদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। এরপর তো মেয়াদ আরও বাড়ানো হয়েছিল। বোর্ডে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’ বিশ্বকাপের আগেই ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছিলেন সাকিব। এরপর জাতীয় নির্বাচন ও চোটে মাঠে খেলা হয়নি তার। সামনে শ্রীলঙ্কা সিরিজ, নেতৃত্বের ব্যাপারে বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি তিনি। তবে বোর্ডে সভায় ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়টিও থাকছে। অনেকের পছন্দের জায়গায় থেকে এগিয়ে আছেন নাজমুল হোসেন শান্ত।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

সাকিব-তামিমের ‘পরামর্শ’ শুনেছে তদন্ত কমিটি
অবশেষে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তৈরি তিন সদস্যের তদন্ত কমিটি। আজ সোমবার সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে সাকিব-তামিমের সঙ্গে আলাদা আলাদা বসেছিলেন তারা। দুজনের সঙ্গে লম্বা সময়ের বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তদন্ত কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ। তিনি জানিয়েছেন, আলোচনা গতিশীল ছিল। আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্বকাপের পর থেকে চোট আর নির্বাচনী ব্যস্ততায় ছিলেন সাকিব। আর তামিমও ছিলেন ব্যক্তিগত কাজে ব্যস্ত। দুজনের সঙ্গে বসার জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। আজ সে সুযোগ আসায় সিলেটে এসেছিলেন বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুবউল আনাম ও আকরাম খান। সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেন তারা। পরে এনায়েত হোসেন বলেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড। আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওরা এখানে (সিলেটে) পেয়েছি দুজনকে। সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’ সাকিব-তামিমই নন, তার আগেও খেলোয়াড়, কোচ, নির্বাচকদের সঙ্গে বসেছিল তদন্ত কমিটি। বিসিবির এই পরিচালক সেটা মনে করিয়ে বলেছেন, ‘শুধু সাকিব-তামিম না বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল বিষয় নিয়ে কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি।’
২৯ জানুয়ারি, ২০২৪

আকরামের চোখে ইমেজ সংকটে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরু হওয়ার এক সপ্তাহ হয়নি, তবে এর মধ্যেই ফ্রাঞ্চাইজি লিগটি নিয়ে বিতর্কের শেষ নেই। যার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত বিপিএলে ফিটনেস নেই তবুও এ রকম খেলোয়াড়ের খেলা। এসব খেলোয়াড়ের কারণে বিপিএল থেকে উঠে আসছে না কোনো সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ও। এতে এমনিতেই পড়তির দিকে থাকা বিপিএলের মান আরও কমছে। সম্প্রতি বাংলাদেশের সাবেক টেস্ট খেলোয়াড় আশরাফুলের বিস্ফোরক এ মন্তব্য করে আলোচনায় আসেন। এবার আশরাফুলের এই মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করলেন সাবেক টাইগার অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান। আকরাম খানের মতে ক্রিকেটাররা নিজের কাজের সঙ্গে সৎ নয়, এ কারণেই এই অবস্থা। মূলত আনফিট ক্রিকেটার হিসেবে এখানে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার কথা বলা হয়েছে। নড়াইল থেকে সদ্য জাতীয় নির্বাচনে জয়ী এই সংসদ সদস্য নির্বাচনী প্রচারণার সময় থেকেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন। সে সময় বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন বিপিএলে খেলবেন না তিনি। সে সময় চিকিৎসা করাতে চান নিজের পায়ের। তবে বিপিএল শুরুর দুদিন আগে হঠাৎ শোনা যায় বিপিএলে খেলছেন তিনি। তার ফ্র্যাঞ্চাইজি সিলেটের পক্ষ থেকে এটিও জানানো হয়, সিলেটের অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। তবে এরপরের দুই ম্যাচে তার খেলা এবং ফিটনেসের বাজে অবস্থা অবাক করেছে সবাইকে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মাশরাফীর ফিটনেসের এই অবস্থা দেখে অকপটে বলে দেন বিপিএলের ইমেজটা বিদেশিদের কাছে ছোট হচ্ছে আনফিট খেলোয়াড় খেলানোয়। বিসিবি নির্বাচক আকরাম খান আশরাফুলের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, 'অনেক খেলোয়াড় আছে আমরা দেখছি ফিট না, তারপরও ফ্র্যাঞ্চাইজিরা ওদেরকে খেলাচ্ছে। বিপিএলে কিন্তু শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না, এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে। এগুলো কিন্তু তাদের চোখে পড়বে। তাতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। বিশ্বকাপে শুধু ভালো জার্সি পরে মাঠে নামলে হবে না, ভালো পারফর্মও করতে হবে। আপনাকে কিন্তু সবকিছুতেই সৎ থাকতে হবে।’    মাশরাফী নিজেও স্বীকার করেছেন এভাবে খেলাটা উচিত হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি চাপেই যে কাজটা করতে হচ্ছে সেটারও ইঙ্গিত দিয়েছেন। যে কারণে, রাজার মতো তরুণ এবং সম্ভাবনাময় পেসার স্কোয়াডে থেকেও সুযোগ পাচ্ছেন না একাদশে। অথচ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে হওয়ার কথা ছিল উল্টো। আকরাম খান বলেন, 'কিছু ভালো খেলোয়াড় কিন্তু বের হওয়ার কথা এই বিপিএল থেকে, সেটা কিন্তু আসছে না। সবার মধ্যেই কিন্তু বেসিক জিনিসটা আছে, তবে ওইভাবে কেউ বের হয়ে আসছে না।'     
২৫ জানুয়ারি, ২০২৪
X