ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আকরামের চোখে ইমেজ সংকটে বিসিবি

আকরাম খান। ছবি: সংগৃহীত
আকরাম খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরু হওয়ার এক সপ্তাহ হয়নি, তবে এর মধ্যেই ফ্রাঞ্চাইজি লিগটি নিয়ে বিতর্কের শেষ নেই। যার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত বিপিএলে ফিটনেস নেই তবুও এ রকম খেলোয়াড়ের খেলা। এসব খেলোয়াড়ের কারণে বিপিএল থেকে উঠে আসছে না কোনো সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ও। এতে এমনিতেই পড়তির দিকে থাকা বিপিএলের মান আরও কমছে। সম্প্রতি বাংলাদেশের সাবেক টেস্ট খেলোয়াড় আশরাফুলের বিস্ফোরক এ মন্তব্য করে আলোচনায় আসেন। এবার আশরাফুলের এই মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করলেন সাবেক টাইগার অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান।

আকরাম খানের মতে ক্রিকেটাররা নিজের কাজের সঙ্গে সৎ নয়, এ কারণেই এই অবস্থা। মূলত আনফিট ক্রিকেটার হিসেবে এখানে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার কথা বলা হয়েছে। নড়াইল থেকে সদ্য জাতীয় নির্বাচনে জয়ী এই সংসদ সদস্য নির্বাচনী প্রচারণার সময় থেকেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন। সে সময় বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন বিপিএলে খেলবেন না তিনি। সে সময় চিকিৎসা করাতে চান নিজের পায়ের।

তবে বিপিএল শুরুর দুদিন আগে হঠাৎ শোনা যায় বিপিএলে খেলছেন তিনি। তার ফ্র্যাঞ্চাইজি সিলেটের পক্ষ থেকে এটিও জানানো হয়, সিলেটের অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। তবে এরপরের দুই ম্যাচে তার খেলা এবং ফিটনেসের বাজে অবস্থা অবাক করেছে সবাইকে।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মাশরাফীর ফিটনেসের এই অবস্থা দেখে অকপটে বলে দেন বিপিএলের ইমেজটা বিদেশিদের কাছে ছোট হচ্ছে আনফিট খেলোয়াড় খেলানোয়।

বিসিবি নির্বাচক আকরাম খান আশরাফুলের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, 'অনেক খেলোয়াড় আছে আমরা দেখছি ফিট না, তারপরও ফ্র্যাঞ্চাইজিরা ওদেরকে খেলাচ্ছে। বিপিএলে কিন্তু শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না, এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে। এগুলো কিন্তু তাদের চোখে পড়বে। তাতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। বিশ্বকাপে শুধু ভালো জার্সি পরে মাঠে নামলে হবে না, ভালো পারফর্মও করতে হবে। আপনাকে কিন্তু সবকিছুতেই সৎ থাকতে হবে।’

মাশরাফী নিজেও স্বীকার করেছেন এভাবে খেলাটা উচিত হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি চাপেই যে কাজটা করতে হচ্ছে সেটারও ইঙ্গিত দিয়েছেন। যে কারণে, রাজার মতো তরুণ এবং সম্ভাবনাময় পেসার স্কোয়াডে থেকেও সুযোগ পাচ্ছেন না একাদশে। অথচ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে হওয়ার কথা ছিল উল্টো।

আকরাম খান বলেন, 'কিছু ভালো খেলোয়াড় কিন্তু বের হওয়ার কথা এই বিপিএল থেকে, সেটা কিন্তু আসছে না। সবার মধ্যেই কিন্তু বেসিক জিনিসটা আছে, তবে ওইভাবে কেউ বের হয়ে আসছে না।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X