ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আকরামের চোখে ইমেজ সংকটে বিসিবি

আকরাম খান। ছবি: সংগৃহীত
আকরাম খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর শুরু হওয়ার এক সপ্তাহ হয়নি, তবে এর মধ্যেই ফ্রাঞ্চাইজি লিগটি নিয়ে বিতর্কের শেষ নেই। যার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত বিপিএলে ফিটনেস নেই তবুও এ রকম খেলোয়াড়ের খেলা। এসব খেলোয়াড়ের কারণে বিপিএল থেকে উঠে আসছে না কোনো সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ও। এতে এমনিতেই পড়তির দিকে থাকা বিপিএলের মান আরও কমছে। সম্প্রতি বাংলাদেশের সাবেক টেস্ট খেলোয়াড় আশরাফুলের বিস্ফোরক এ মন্তব্য করে আলোচনায় আসেন। এবার আশরাফুলের এই মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করলেন সাবেক টাইগার অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান।

আকরাম খানের মতে ক্রিকেটাররা নিজের কাজের সঙ্গে সৎ নয়, এ কারণেই এই অবস্থা। মূলত আনফিট ক্রিকেটার হিসেবে এখানে সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার কথা বলা হয়েছে। নড়াইল থেকে সদ্য জাতীয় নির্বাচনে জয়ী এই সংসদ সদস্য নির্বাচনী প্রচারণার সময় থেকেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন। সে সময় বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন বিপিএলে খেলবেন না তিনি। সে সময় চিকিৎসা করাতে চান নিজের পায়ের।

তবে বিপিএল শুরুর দুদিন আগে হঠাৎ শোনা যায় বিপিএলে খেলছেন তিনি। তার ফ্র্যাঞ্চাইজি সিলেটের পক্ষ থেকে এটিও জানানো হয়, সিলেটের অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। তবে এরপরের দুই ম্যাচে তার খেলা এবং ফিটনেসের বাজে অবস্থা অবাক করেছে সবাইকে।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মাশরাফীর ফিটনেসের এই অবস্থা দেখে অকপটে বলে দেন বিপিএলের ইমেজটা বিদেশিদের কাছে ছোট হচ্ছে আনফিট খেলোয়াড় খেলানোয়।

বিসিবি নির্বাচক আকরাম খান আশরাফুলের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, 'অনেক খেলোয়াড় আছে আমরা দেখছি ফিট না, তারপরও ফ্র্যাঞ্চাইজিরা ওদেরকে খেলাচ্ছে। বিপিএলে কিন্তু শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না, এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে। এগুলো কিন্তু তাদের চোখে পড়বে। তাতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। বিশ্বকাপে শুধু ভালো জার্সি পরে মাঠে নামলে হবে না, ভালো পারফর্মও করতে হবে। আপনাকে কিন্তু সবকিছুতেই সৎ থাকতে হবে।’

মাশরাফী নিজেও স্বীকার করেছেন এভাবে খেলাটা উচিত হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি চাপেই যে কাজটা করতে হচ্ছে সেটারও ইঙ্গিত দিয়েছেন। যে কারণে, রাজার মতো তরুণ এবং সম্ভাবনাময় পেসার স্কোয়াডে থেকেও সুযোগ পাচ্ছেন না একাদশে। অথচ ফ্রাঞ্চাইজি লিগগুলোতে হওয়ার কথা ছিল উল্টো।

আকরাম খান বলেন, 'কিছু ভালো খেলোয়াড় কিন্তু বের হওয়ার কথা এই বিপিএল থেকে, সেটা কিন্তু আসছে না। সবার মধ্যেই কিন্তু বেসিক জিনিসটা আছে, তবে ওইভাবে কেউ বের হয়ে আসছে না।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১০

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১১

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১২

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৩

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৫

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৬

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৭

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৮

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৯

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

২০
X