স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যা আছে তাই নিয়েই খেলতে বলছে বিসিবি

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ছবি : সংগৃহীত
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ছবি : সংগৃহীত

কদিন আগে ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির মান নিয়ে আক্ষেপ করেন মুমিনুল হক। প্রায় একই সুরে কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের কথার সঙ্গে একমত প্রকাশ করে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তাগিদ দেন মান বাড়ানোর।

তবে নিজেদের যা আছে তাই নিয়ে খেলতে বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ খুব একটা পান না জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার।

আর পেলেও শুধু সাদা বলের ক্রিকেটে বেশি আগ্রহী তারা। দু-একজন লাল বলের ক্রিকেটে খেললেও বিশ্রামে থাকেন শীর্ষ ক্রিকেটাররা। দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তার ফারাক থাকলেও এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমাদের যে রিসোর্স আছে তাদের নিয়েই তো খেলতে হবে। আপনি এর বাইরে কীভাবে যাবেন। আমাদের প্লেয়ার তারাই খেলছে এখানে। হ্যাঁ জাতীয় দলের প্লেয়ারদের সাথে বাকিদের একটা তফাত থাকে। আমরা কিন্তু চেষ্টা করি মানসম্পন্ন প্লেয়ার খেলোয়াড়... আমরা নজর দিচ্ছি সেদিকে।’

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে সিলেটের পর চট্টগ্রামেও বিধ্বস্ত হয় নাজুমল হোসেন শান্ত দল। আত্মাহুতির মিছিলে যোগ দেন ব্যাটাররা। দ্রুত ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান তিনি, ‘ঈদের পর নির্বাচক, কিছু প্লেয়ার, ক্রিকেট অপারেশন্স আমরা সবাই বসব। আমরা রিভিউ করব।’

লঙ্কানদের কাছে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠে, ‘আসলে ম্যাচ তো হারতেই পারে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয় নাই। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যদি ওরা ৫০০ রান করতে পারে তাহলে আমরা ৪৫০ করতে পারলাম না কেন? ৪০০+ করতে পারলাম না কেন? এখানে বড় একটা আক্ষেপ আছে।’

ব্যাটারদের জন্য উইকেটটা স্বর্গীয় হলেও ব্যর্থ হন টাইগাররা ব্যাটাররা। এটাই বেশি পোড়াচ্ছে জালালকে, ‘হোম গ্রাউন্ড। দুইটা ভালো উইকেটে খেলেছি। আমরা চট্টগ্রাম এবং সিলেট নিয়েছিলাম ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য যাতে ব্যাটাররা রান করতে পারে।...২-৩ জন নতুন প্লেয়ার আছে নাম বলছি না, তাদের সময় লাগবে। অভিজ্ঞ যারা ছিল যারা রান করে নাই। কোনো অভিজ্ঞ প্লেয়ার থেকে দুইটা জুটি হলে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই নাই এটা বড় একটা আক্ষেপ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১০

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১১

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১২

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

১৩

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না : রবিউল আলম

১৪

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

১৫

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

১৬

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

১৭

ফোন-ল্যাপটপ বিক্রি বা সারাতে দেওয়ার আগে যেসব কাজ করা জরুরি

১৮

স্বর্ণের দাম আরও কমলো

১৯

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

২০
X