না ফেরার দেশে মাইক প্রক্টর
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার মাইক প্রক্টরকে নতুন প্রজন্ম চেনে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে। কেউ হয়তো ধারাভাষ্যকার হিসেবেও মনে রাখবে তাকে। কিংবা কোচ। মাইক প্রক্টর ছিলেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করা দলের কোচ। বর্ণবাদের নিষেধাজ্ঞা ওঠার পর ১৯৯২ সালে তার কোচিংয়েই বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রক্টর নিজে কতবড় ব্যাটার ছিলেন, তা কি জানে নতুন প্রজন্ম? হয়তো জানে না। মাত্র ৭ টেস্ট খেলা ক্রিকেটারকে নিয়ে তাদের আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। কিন্তু ক্রিকেটের সমঝদার মাত্রই জানেন বর্ণবিদ্বেষের কারণে দক্ষিণ আফ্রিকা নির্বাসিত না হলে আগ্রাসী ব্যাটিং ও দুর্ধর্ষ পেস বোলিং দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি হয়ে থাকতেন প্রক্টর। ৭৭ বছর বয়সে গতকাল না ফেরের দেশে চলে গেছেন তিনি। কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তার স্ত্রী দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট নিউজ২৪-কে বলেছেন, ‘প্রক্টরের অস্ত্রোপচারের সময়ে জটিলতা দেখা গিয়েছিল। আইসিইউতে থাকার সময় হৃদরোগে আক্রান্ত হয়। জ্ঞান ছিল না। আর জ্ঞান ফিরল না।’ প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০১ ম্যাচে ৪৮টি সেঞ্চুরিসহ ২১ হাজার ৯৩৬ রান আছে প্রক্টরের। সঙ্গে ১ হাজার ৪১৭টি উইকেটও নিয়েছেন। বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেটে এর অর্ধেক পারফরম্যান্স করলেও বিশ্বের সেরা অলরাউন্ডার হতে পারতেন তিনি। তাহলে ম্যাচ রেফারি কিংবা কোচ হিসেবে তাকে পরিচিত হতে হতো না। প্রথম শ্রেণির ক্রিকেটে গ্লস্টারশায়ার, রোডেশিয়া, ওয়েস্টার্ন প্রভিন্সের মতো দলে খেলেছেন প্রক্টর। তবে এক দশকেরও বেশি সময় খেলেছেন গ্লস্টারশায়ারের হয়ে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

না ফেরার দেশে প্রোটিয়া কিংবদন্তি
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও পরবর্তীতে কোচ ও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা কিংবদন্তি অলরাউন্ডার মাইক প্রোক্টর আর নেই। ৭৭ বছর বয়সে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ১৯৪৬ সালের ১৫ সেপ্টেম্বর ডারবানে জন্মগ্রহণ করা এই প্রোটিয়া তারকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনেক দিন। অস্ত্রোপচারের জটিলতা দেখা দেওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। এ অবস্থায়ই শনিবার (১৭ ফেব্রুয়ারি) মৃত্যুবরণ করেন তিনি। প্রোটিয়াদের হয়ে মাত্র ৭টি টেস্ট খেলেছিলেন তিনি। তার খেলা ৭ টেস্টে ৬টি জয়ের বিপরীতে একটি টেস্টে ড্র করতে পারে প্রোটিয়ারা। এরপর বর্ণবাদ ইস্যুতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নির্বাসিত হলে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। নব্বইয়ের দশকে আবার যখন দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে, তখন কোচের ভূমিকায় প্রোক্টর। প্রোক্টরের অধীনেই দক্ষিণ আফ্রিকা ১৯৯২ সালের বিশ্বকাপে খেলে। সেবার সেমিফাইনাল পর্যন্ত উঠে তারা। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত আইসিসির অন্যতম ম্যাচ রেফারি ছিলেন প্রোটিয়া তারকা। শুধু ক্রিকেটার, কোচ এবং ম্যাচ রেফারি হিসেবেই নয়, দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে প্রোক্টরের উজ্জ্বল নাম। ৪০১ ম্যাচে ২১ হাজার ৯৩৬ রান করেন তিনি। ৪৮টি সেঞ্চুরি ও ১০৯টি হাফসেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রোক্টর উইকেট নিয়েছেন ১ হাজার ৪১৭টি।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

চলছে এসএসসি পরীক্ষা / ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক না বাজাতে অনুরোধ শিক্ষামন্ত্রীর
এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষার সময় সারা রাত মাইক বাজিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরীক্ষার সময় এ ধরনের কাজ অমানবিক বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এসএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, উচ্চস্বরে মাইক বাজিয়ে শুধু সংগীতানুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারা রাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্যান্য সময়ও সারা রাত মাইক বাজানো সমীচীন নয়। সারা রাত মাইক বাজানো রোগী, পরীক্ষার্থী— সবার জন্যই অসুবিধা। তিনি বলেন, আলেম-ওলামা এবং অন্যান্য ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ, এই সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান জীবনের অংশ। কিন্তু পরীক্ষার সময় একটি নির্দিষ্ট সময়ের পরে যেন না করা হয়।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

ফেরদৌসের মাইক এবার কলকাতায়
নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের মাইক এবার কলকাতা নন্দনে। এটি কোনো নির্বাচনী প্রচারের মাইক নয়, এ মাইক এফ এম শাহীন নিবেদিত গৌরব ’৭১-এর প্রযোজনায় এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র।  এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশুশিল্পী। মাইক ২০২৩ সালের ১৩ আগস্ট সারা দেশে একযোগে মুক্তি পায়।  আগামী ২১ জানুয়ারি বিকাল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড এলাইড আর্টস। বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে বাংলাদেশের চলচ্চিত্র মাইক প্রদর্শিত হবে। আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।   জানতে চাইলে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য মাইকের কোনো বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। আমি  ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড এলাইড আর্টস’র সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরও জেনে খুশি হবেন, মাইক ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে এবং আরও বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে। পরিচালকের নতুন সিনেমা যশোর রোড নিয়ে জানতে চাইলে বলেন, যশোর রোড বাংলাদেশের ইতিহাসের এক বিশাল ক্যানভাসের সিনেমা হতে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ১ কোটি শরণার্থীদের যাত্রা নিয়ে এই সিনেমা নির্মিত হবে। দুই বাংলার শিল্পী ও কলাকুশলী নিয়ে নির্মিত হবে। অনেক বড় বাজেটও প্রয়োজন। এখনো স্ক্রিপ্টের উন্নয়নের কাজ চলছে, আগ্রগতি হলে জানাব।
১৪ জানুয়ারি, ২০২৪

ভেনিসে নিষিদ্ধ হচ্ছে মাইক বাজানো
পর্যটকদের কাছে ‘স্বর্গরাজ্য’ ইতালির ভেনিস। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই শহরে। তবে গণহারে পর্যটকদের আর শহরে প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ। এ ছাড়া শহরে মাইকও বাজনো যাবে না। মূলত গণপর্যটন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। খবর বিবিসির। রোববার (৩১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভেনিসে মাইক বাজানো এবং ২৫ জনের বেশি সদস্যের পর্যটক দলের প্রবেশ নিষিদ্ধ করা হবে। নতুন এই নিয়ম আগামী জুন থেকে কার্যকর হবে। এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক শহরের মানুষের মাঝে বিভ্রান্তি ও গণ্ডগোল সৃষ্টি করতে পারে। এ জন্য মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। ভেনিসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এলিসাবেটা পেস বলেছেন, শহরের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা দেখতে আসা দলগুলোর ব্যবস্থাপা উন্নয়নে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে পর্যটকদের ৫ ইউরো (প্রায় ৬০০ টাকা) দিয়ে শহরে প্রবেশের নীতি চালু করে ভেনিস। মূলত একদিনের জন্য যারা শহরে প্রবেশ করবে এই অর্থ তাদেরই গুণতে হবে। তবে এই নীতি পরীক্ষামূলকভাবে চালু করার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। ইতালির ছোট্ট এই শহরের আয়তন মাত্র সাড়ে সাত বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খালের শহর হিসেবে খ্যাত ভেনিস। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভেনিসে এক কোটি ৩০ লাখ পর্যটক এসেছেন। করোনোর সময় পর্যটকে কিছুটা ভাটা পড়লেও আগামী কয়েক বছরে তা মহামারির আগের সময়কে ছাড়িয়ে যাবে।
৩১ ডিসেম্বর, ২০২৩

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রামে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের প্রচার মাইক ভেঙে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা।  শনিবার (২৩ ডিসেম্বর) প্রার্থীর নির্বাচনীয় এলাকায় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু জানান, শনিবার বিকেলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ইজিবাইকে নির্বাচনী প্রচার চালাচ্ছিল। এ সময় প্রচার মাইকসহ ইজিবাইকটি বড় মৌকুড়ী গ্রামে এলে সেখানে নৌকা প্রতীকের সমর্থক মুজিবরের ছেলে সাব্বির, জালাল উদ্দিনের ছেলে রয়েল, ফজলুর ছেলে আসিক, জব্বার ও নজরুলসহ ৭/৮ জন ইজিবাইকের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাঙচুর করে এবং বাইকে থাকা কর্মীদের মারধর করে পালিয়ে যায়।   তিনি অভিযোগ করেন, নৌকা প্রতীকের সমর্থকরা প্রতীক বরাদ্দের পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর গণজোয়ার দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। নৌকা প্রতীকের সমর্থকরা একের পর এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা করে তাদের আহত করছে, প্রচার মাইক ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলছে।   অন্যদিকে, ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে নির্বাচনী আচারণবিধি পর্যবেক্ষণ টিম কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।  উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এতে পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান দুটি বিষয় তিনি অবগত হয়েছেন। ঝিনাইদহ শহরের হামদহে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়ার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। এই সব বিষয়ে জড়িতদের নাম উল্লেখ করে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 
২৩ ডিসেম্বর, ২০২৩

গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ
মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারে বাধাপ্রদান করাসহ প্রচার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গজারিয়া উপজেলার ভবেরচর কলিমউল্লাহ কলেজ সড়কে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের নির্বাচনী প্রচার কাজে নিয়োজিত দুজনকে মারধর করার অভিযোগ করেছেন তিনি।  মারধরের শিকার দুজন হলো, সিএনজি চালক মো. হেলাল (২৬) ও মাইক ম্যান রোমান (৩৪)। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার সিএনজি চালক হেলাল জানান, বুধবার বিকেল থেকে সিএনজিচালিত অটোতে মাইক লাগিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা সিএনজি নিয়ে ভবেরচর কলেজ রোড এলাকায় কলিমউল্লাহ কলেজ সংলগ্ন এলাকায় গেলে ৮ থেকে ১০ জন যুবক তাদের গতিরোধ করে। এ সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। যুবকরা তাদের মারধর করে মাইকের মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা তাদের বাধা দিলে মাইক, মাইকের মেশিন এবং সিএনজির একটি লুকিং গ্লাস ভাঙচুর করে হামলাকারীরা। কোনো রকমে ছাড়া পেয়ে তারা গজারিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানায়। তবে বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
২০ ডিসেম্বর, ২০২৩

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় মাইক কেড়ে নেওয়া হলো গ্রেটা থুনবার্গের
ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ সরব সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি। তবে গত রোববার এক জলবায়ুবিষয়ক কর্মসূচিতে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সময় তিনি বাধার মুখে পড়েছেন। খবর এনডিটিভির। রোববার (১২ নভেম্বর) আমস্টারডামে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের মুক্তি ও সংগ্রামের প্রতীক কেফিয়াহ গায়ে জড়িয়ে জলবায়ু কর্মসূচিতে অংশগ্রহণ করেন গ্রেটা থুনবার্গ। কর্মসূচিতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় তার হাত থেকে মাইক কেড়ে নেন এক ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন গ্রেটা। তার বক্তব্যের মাঝে হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। এরপর গ্রেটার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওই ব্যক্তি বলেন, তিনি জলবায়ু বিক্ষোভে অংশ নিতে এসেছেন। অন্য কোনো বিষয়ে নয়। তবে এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন নিরাপত্তাকর্মী। এরপর আবার ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে শুরু করেন গ্রেটা ও অন্যান্য পরিবেশকর্মীরা। তবে ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে গ্রেটার এমন অবস্থান ভালোভাবে নেয়নি পশ্চিমারা। এ ঘটনার পর পশ্চিমের বিভিন্ন দেশে তিনি তোপের মুখে পড়েছেন, বিশেষ করে জার্মানিতে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।
১৪ নভেম্বর, ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাইক পেন্স
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা মাইক পেন্স। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে লাসভেগাসে রিপাবলিকান ইহুদি জোটের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসির। মাইক পেন্স বলেন, ‘আমরা সবাই জানি, লড়াইয়ে চড়াই-উৎরাই থাকবে। তবে সময়টা এখন আমার নয়। এ জন্য অবশ্য আমার কোনো অনুশোচনা নেই।’ আগামী বছরের নভেম্বরে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে হেভিওয়েট রিপাবলিকান প্রার্থীদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সরে দাঁড়ালেন মাইক। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এ প্রার্থীর সংখ্যা দুই অঙ্কের ঘরে যেতে পারে বলে জানিয়েছে আলজাজিরা। সম্প্রতি বেশ কয়েকটি জনমত জরিপে পিছিয়ে পড়েন মাইক। এমনকি রিপাবলিকান ভোটারদের সমর্থন জোগাতেই হিমশিম খাচ্ছিলেন তিনি। মূলত ২০২১ সালের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে হামলার জেরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছেদ করে রিপাবলিকান ভোটারদের সমর্থন হারান ৬৪ বছর বয়সী মাইক। তবে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে সাবেক এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, আমি নির্বাচনী প্রচারণা ছেড়ে দিলেও রক্ষণশীল মূল্যবোধের জন্য লড়াই ছেড়ে দেব না। এর আগে গত জুনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন মাইক পেন্স।
২৯ অক্টোবর, ২০২৩

মতিঝিলে মাইক লাগাচ্ছে জামায়াত
আজ ২৮ অক্টোবর! মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এখন পর্যন্ত অনুমতি না পেলেও সমাবেশস্থলে আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা।  ডিএমপি ও জামায়াতের একাধিক সূত্র থেকে জানায়ায়, সংঘাত এড়াতে কয়েকটি শর্তে মৌখিক একটি অনুমতি দেওয়া হয়েছে।  এরপরই মহাসমাবেশস্থলে নেতাকর্মীদের আসার নির্দেশ দিয়েছে দলটি। এদিকে মতিঝিল এলাকায় মাইক লাগাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। আরাম এলাকায় ইতোমধ্যে উপস্থিত হয়েছে কয়েক হাজার নেতাকর্মী।  জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে এই মহাসমাবেশে ১০ লাখ নেতাকর্মী উপস্থিত থাকবে। যার জন্য নির্দেশনা ও দেওয়া হয়েছে ঢাকাসহ সারাদেশে। ঢাকার দুই মহানগর থেকেই ২ লাখ নেতাকর্মী সমাবেশস্থলে আনার টার্গেট করা হয়েছে।    শাপলা চত্বর থেকে একদিকে দৈনিক ইত্তেফাক মোড়, মতিঝিল সিটি সেন্টার, অপরদিকে ফকিরাপুল পর্যন্ত জায়গাজুড়ে মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন জামায়াত নেতা ইমন। কোনো প্রকার বাধা ছাড়াই আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে ধৈর্যের সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
২৮ অক্টোবর, ২০২৩
X