মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর

স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রামে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের প্রচার মাইক ভেঙে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা।

শনিবার (২৩ ডিসেম্বর) প্রার্থীর নির্বাচনীয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু জানান, শনিবার বিকেলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা ইজিবাইকে নির্বাচনী প্রচার চালাচ্ছিল। এ সময় প্রচার মাইকসহ ইজিবাইকটি বড় মৌকুড়ী গ্রামে এলে সেখানে নৌকা প্রতীকের সমর্থক মুজিবরের ছেলে সাব্বির, জালাল উদ্দিনের ছেলে রয়েল, ফজলুর ছেলে আসিক, জব্বার ও নজরুলসহ ৭/৮ জন ইজিবাইকের ওপর হামলা চালিয়ে প্রচার মাইক ভাঙচুর করে এবং বাইকে থাকা কর্মীদের মারধর করে পালিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, নৌকা প্রতীকের সমর্থকরা প্রতীক বরাদ্দের পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর গণজোয়ার দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। নৌকা প্রতীকের সমর্থকরা একের পর এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা করে তাদের আহত করছে, প্রচার মাইক ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলছে।

অন্যদিকে, ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুলের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে নির্বাচনী আচারণবিধি পর্যবেক্ষণ টিম কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এতে পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান দুটি বিষয় তিনি অবগত হয়েছেন। ঝিনাইদহ শহরের হামদহে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়ার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। এই সব বিষয়ে জড়িতদের নাম উল্লেখ করে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১০

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১২

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৪

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৫

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৬

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৭

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৮

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৯

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

২০
X