ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ সরব সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি। তবে গত রোববার এক জলবায়ুবিষয়ক কর্মসূচিতে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সময় তিনি বাধার মুখে পড়েছেন। খবর এনডিটিভির।
রোববার (১২ নভেম্বর) আমস্টারডামে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের মুক্তি ও সংগ্রামের প্রতীক কেফিয়াহ গায়ে জড়িয়ে জলবায়ু কর্মসূচিতে অংশগ্রহণ করেন গ্রেটা থুনবার্গ। কর্মসূচিতে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় তার হাত থেকে মাইক কেড়ে নেন এক ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন গ্রেটা। তার বক্তব্যের মাঝে হঠাৎ এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। এরপর গ্রেটার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওই ব্যক্তি বলেন, তিনি জলবায়ু বিক্ষোভে অংশ নিতে এসেছেন। অন্য কোনো বিষয়ে নয়।
তবে এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন নিরাপত্তাকর্মী। এরপর আবার ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে শুরু করেন গ্রেটা ও অন্যান্য পরিবেশকর্মীরা। তবে ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে গ্রেটার এমন অবস্থান ভালোভাবে নেয়নি পশ্চিমারা। এ ঘটনার পর পশ্চিমের বিভিন্ন দেশে তিনি তোপের মুখে পড়েছেন, বিশেষ করে জার্মানিতে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।
মন্তব্য করুন