২৬১ পদে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে বড় নিয়োগ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়ের অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের ছয়টি ক্যাটাগরিতে মোট ২৬১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৮ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জন কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ০৬টি ও ২৬১ জন কর্মস্থল : ময়মনসিংহ চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০৮ মে,  ২০২৪ আবেদনের শেষ তারিখ : ২৮ মে, ২০২৪ ১. পদের নাম : পরিসংখ্যানবিদ পদসংখ্যা : ০৭টি  বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি  ২. পদের নাম : স্টোরকিপার পদসংখ্যা : ১২টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ৩. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা : ০৫টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ২৩১টি  বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৫. পদের নাম : গাড়িচালক পদসংখ্যা : ০৩টি  বেতন :  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬. পদের নাম : ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা : ০৩টি  বেতন : ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং ৬নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০৮ মে, ২০২৪

বিতর্কিত কর্মকাণ্ডে ময়মনসিংহ যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের জেরে দুই বছরের মাথায় এই কমিটি বিলুপ্তি করা হয় বলে মনে করেন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৭ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়- সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। এর আগে, সম্প্রতি ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস্য রানী মালার আপত্তিকর ভিডিও ভাইরাল করার ঘটনায় গত ২ মে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারকে প্রধান আসামি করে মোট ৬ জনকে আসামি করা হয়।  পরে আদালত কোতোয়ালি মডেল থানার ওসিকে বাদীর অভিযোগটি এফআইআর করার আদেশ দিলে মঙ্গলবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন।  এর আগে সোমবার (৬ মে) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রানী মালা অভিযোগ করে বলেন, দুই বছর আগে ময়মনসিংহ নগরীতে জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকারের একটি বাসায় দাওয়াত খাওয়ানো শেষে জোরপূর্বক বিবস্ত্র করে একজন লোকের সঙ্গে বসিয়ে ভিডিও ধারণ করে। পরে ওই পুরুষের কাছ থেকে ব্ল্যাকমেইল করে বিকাশে টাকা হাতিয়ে নেয়। একই সঙ্গে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে দেড় ভরি ওজনের সোনার চেইন নিয়ে যায়। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে বিভিন্ন সময় নগদ টাকাও নেয়। বিষয়টি জেলা যুব মহিলা লীগের আহ্বায়ককে জানানোর কারণে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন রানী। বিতর্কিত এসব কর্মকাণ্ডের কারণেই জেলা যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে মনে করছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক বিলকিস খানম পাপড়ি। তিনি বলেন, ময়মনসিংহ যুব মহিলা লীগ নিয়ে বেশি তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। এই মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া কেন্দ্রের উপায় ছিল না। আমার নিজের মান-সম্মান রক্ষার জন্যও এটি ভালো হয়েছে।  তিনি আরও বলেন, এগুলো একেকজনের ব্যক্তিগত সমস্যা। বেশিরভাগ নারীর চরিত্র কলঙ্কিত। তারা যখন সংগঠনের পদে থাকে তখন ব্যক্তিগত সমস্যাগুলো এসে পড়ে সংগঠনের ব্যানারে, তখন সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য কমিটি গঠনের ক্ষেত্রে পরিচ্ছন্ন চরিত্র, শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত দেখে নেতৃত্ব নির্বাচন করা উচিত। যেহেতু এটি নারী সংগঠন সেজন্য গুরুত্ব পদে অবশ্যই ব্যক্তিগত চরিত্র দেখে যেন দেওয়া হয়, কমিটিতে যেন বিতর্কিত কাউকে না রাখা হয় এটিই আমি চাই।  উল্লেখ্য, ২০২২ সালের জুনে ৫১ সদস্যবিশিষ্ট যুব মহিলা লীগের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
০৭ মে, ২০২৪

শপথ নিলেন ময়মনসিংহ ও কুমিল্লার সিটি মেয়র
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা। এ ছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদেরও শপথ পড়ান সরকারপ্রধান। একই সময়ে শপথ নেন ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলররাও। তাদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১০ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নির্বাচন হয়। নির্বাচনে কুমিল্লা সিটিতে মেয়র পদে তাহসীন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। তিনি পান ২৬ হাজার ৮৯৭ ভোট। অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আ.লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি। হাতি প্রতীকে তিনি পান ৩৫ হাজার ৭৬৩ ভোট।
০৪ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচন / অর্ধশত কেন্দ্রের ফল ঘোষণা, বড় ব্যবধানে এগিয়ে ইকরামুল হক
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ১২৮টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৪৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু এগিয়ে রয়েছেন। ভোটগণনা শেষে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে একে একে কেন্দ্রের ফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে দেখা গেছে, বিপুল ব্যবধানে এগিয়ে আছেন টিটু। ৪৭টি কেন্দ্রের ফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ৪০ হাজার ৯৬২ ভোট। এ ছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ১০ হাজার ১১৪ ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ৩ হাজার ৩৪৬ ভোট। এ ছাড়া হরিণ প্রতীকে রেজাউল হক ৪৭৫ ও লাঙ্গল প্রতীকে শহিদুল ইসলাম ৩৩১ ভোট পেয়েছেন।  এদিকে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে বের হচ্ছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর কর্মী ও সমর্থকরা। দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, বিশাল ব্যবধানে জয়ী হবেন ইকরামুল হক টিটু। কোনো প্রার্থীই তার ভোটের ধারে কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।
০৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচন / ১৬ কেন্দ্রের ফল ঘোষণা, মেয়র পদে এগিয়ে ইকরামুল হক
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ১২৮টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৬টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে মেয়র পদে ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু এগিয়ে রয়েছেন। ভোটগণনা শেষে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে একে একে কেন্দ্রের ফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে দেখা গেছে, বিপুল ব্যবধানে এগিয়ে আছেন টিটু। ১৬টি কেন্দ্রের ফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১১ হাজার ৯০৩ ভোট। এ ছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩ হাজার ৩৭৫ এবং ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ৭৪১ ভোট।  এদিকে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে বের হচ্ছেন মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর কর্মী ও সমর্থকরা। দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, বিশাল ব্যবধানে জয়ী হবেন ইকরামুল হক টিটু। কোনো প্রার্থীই তার ভোটের ধারে কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।
০৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচন / ইভিএমে ভোটারদের আঙুলের ছাপ না মেলার সমাধান ‘পেট্রোলিয়াম জেলি’!
ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। নগরীর ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কেন্দ্রে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণে ধীরগতি চলছে কেন্দ্রটিতে। এর কারণ ইভিএমে ভোটারদের আঙুলের ছাপ মিলছে না। এমনকি আঙুলের ছাপ মেলাতে গিয়ে কেন্দ্রটির একটি ভোটকক্ষের ইভিএম বিকল হয়ে পড়ে। শনিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে একটি বুথের ইভিএমে সমস্যা দেখা দিলে সাড়ে ১২টার দিকে সেটি সারিয়ে তোলা হয়। বুথটিতে ১৫ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ। যাদের আঙুলের ছাপ মিলছে না তাদের পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রুমাল দিয়ে মুছে চেষ্টা করা হচ্ছে। তাতেও কাজ না হলে বাড়ি থেকে সাবান দিয়ে হাত ধুয়ে লেবু দিয়ে আঙুল ঘষে আসতে বলা হচ্ছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট দিতে আসা রুনু দত্ত বলেন, ‘আঙুলের ছাপ উঠতে না চাইলে হাতে ভেজলিন লাগিয়ে টিস্যু ও রুমাল দিয়ে মুছে আবার ছাপ দেওয়া হয়। এতে কারও কারও মিলছে।’ সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘নতুন ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ না মেলায় কিছুটা সমস্যা হচ্ছে। ভেজলিন লাগিয়ে রুমাল দিয়ে আঙুল মুছে ছাপ মেলানোর চেষ্টা করা হচ্ছে। আমার বুথে আঙুলের ছাপ না মেলায় একজনকে ফেরত পাঠানো হয়েছে।’ এদিকে প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন আনোয়ার বেগম। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় তারা সমস্যায় পড়েন। এতে ভোটগ্রহণ হচ্ছে অনেকটা ধীর গতিতে। ইভিএমে ভোটগ্রহণে ধীর গতি নিয়ে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ইকরামুল হক বলেন, অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হচ্ছে। একজন ভোটার ২ থেকে ৩ বার যদি এই বিড়ম্বনায় পড়ে তাহলে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়তে পারে। বিষয়টির ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আমি নিজে কয়েকটি কেন্দ্র ঘুরেছি। অনেক মানুষের আঙুলের ছাপ ঠিক নেই। এ সমস্যাটি কাটিয়ে উঠার চেষ্টা চলছে। ভোটারদের সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আসার পরামর্শ দেন তিনি।
০৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচন / ইভিএমের ভোগান্তি নিয়ে চিন্তিত মেয়রপ্রার্থী
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ইকরামুল ইক টিটু। তবে ইভিএম নিয়ে চিন্তার কথাও জানান এ প্রার্থী। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না। ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়। বিড়ম্বনা হলে তো ভোটাররা কেন্দ্রে আসবেন না। কেউ যেন ভোট না দিয়ে ফিরে না যায়, সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করব।’ শনিবার (৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে নগরীর কালীবাড়ি এলাকার প্রিমিয়ার আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন ঘড়ি প্রতীকের এই মেয়রপ্রার্থী। এ সময় ভোটার আরও বাড়ার আশা প্রকাশ করে টিটু বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমি আশা করি, ভোট দিয়ে মানুষ আমাকে জয়যুক্ত করবে।’
০৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচন / আঙুলের ছাপ নিয়ে ভোগান্তিতে বয়স্করা, ভোটগ্রহণে ধীরগতি
ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ভোটারা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তাদের অনেকে। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে এমনটাই অভিযোগ করেছেন ভোটাররা। এতে ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলা হচ্ছে। আবার অনেকের তিন থেকে চারবার চেষ্টায় আঙুলের ছাপ মিলেছে। সকালে এডওয়ার্ড ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দিতে এসে ভোগান্তিতে পড়েন ৫৫ বছর বয়সী রাবেয়া খাতুন। তিনি বলেন, সকালে ভোট দিয়ে এসে দেখি আঙুলের ছাপ কাজ করছে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভোট দিয়েছি। আমার মতো আরও অনেকে এমন ভোগান্তিতে পড়েছেন।  এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা  নুরুল হক বলেন, বেশ কয়েকজন বয়স্ক ভোটারের হাতের আঙুলের ছাপ কাজ করেনি। তবে ছবি মিলিয়ে আমরা তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছি।   তেমনি প্রিমিয়ার আইডিয়াল কেন্দ্রে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন আনোয়ারা বেগম। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ না মেলায় তিনি সমস্যায় পড়েন। তার ছাপ মেলাতে গিয়ে এ বুথে ভোটগ্রহণে ধীরগতি দেখা দেয়। ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি নিয়ে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. ইকরামুল হক টিটু বলেন, অনেক ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হচ্ছে। একজন ভোটার দুই থেকে তিন বার যদি এই বিড়ম্বনায় পড়ে তাহলে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়তে পারে। বিষয়টির ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  মেয়র প্রার্থীরা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙল)।
০৯ মার্চ, ২০২৪

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট পড়েছে ২৫-২৭ শতাংশ
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিচ্ছেন। দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা সিটি নির্বাচনে ২৫ শতাংশ এবং ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপসে এ তথ্য প্রদর্শন করা হয়েছে। এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুজন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ভোটারা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তাদের অনেকে। নগরীর বেশ কয়েকটি কেন্দ্রে এমনটাই অভিযোগ করেছেন ভোটারা। এতে ভোটগ্রহণে ধীরগতি দেখা গেছে।  ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
০৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং নয়জন তৃতীয় লিঙ্গের ভোটার। এই সিটিতে মেয়র পদে পাঁচজন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  মেয়র প্রার্থীরা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙল)।  নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে অন্তত ৫০টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। ভোটের পরিবেশ শান্ত রাখতে সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া রয়েছে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‌্যাব।  ভোটের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছে। ১ হাজার ৫৩৬ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ১৭ টিম র‌্যাব কাজ করছে।
০৯ মার্চ, ২০২৪
X